/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ie-WhatsApp-Image-2024-05-19-at-10.51.57-AM.jpeg)
মালিওয়াল অভিযোগ করেছেন যে কুমার তাকে সাত-আটবার থাপ্পড় মেরেছেন, "বুকে, পেটে এবং শ্রোণীতে লাথি মেরেছেন", এবং তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন।
স্বাতি মালিওয়াল নিগ্রহ মামলায় গতকালই নীরবতা ভাঙেন কেজরিওয়াল। সেই সঙ্গে আনেন শোরগোল ফেলা অভিযোগ। কেজরিওয়াল এই পুরো বিষয়টিকে ভারতীয় জনতা পার্টির ষড়যন্ত্র বলে অভিহিত করে আজ রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতর ঘেরাও করার ডাক দেন।
কেজরিওয়ালের এই ঘোষণার পরে, স্বাতি মালিওয়াল সিনিয়র AAP নেতা মনীশ সিসোদিয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কটাক্ষ করেন। মালিওয়াল দাবি করেছেন, যে ১৩ মে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে মূল অংশটিকে বাদ দেওয়া হয়েছে এবং আপের তরফে যে ফুটেজ সামনে আনা হয়েছে সেটি সম্পাদিত বলেও দাবি করেছেন তিনি।
মালিওয়ালের অভিযোগ, 'প্রথমে বৈভব আমাকে মারধর করে। সে আমাকে থাপ্পড় ও লাথি মারে। যখন আমি ১১২ নম্বরে কল করি, তখন তিনি বাইরে যান, নিরাপত্তা কর্মীদের ডেকে এনে ভিডিও করা শুরু করেন'। মালিওয়াল শনিবার গভীর রাতে এক্স-এ একটি পোস্টে দাবি করেছেন, 'ভিডিওটির সেই দীর্ঘ অংশটি সম্পাদনা করা হয়েছে এবং মাত্র ৫০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে।' সেই সঙ্গে তিনি লিখেছেন, “একটা সময় ছিল যখন নির্ভয়ার বিচার পেতে আমরা সবাই রাস্তায় নেমে এসেছি। আজ, ১২ বছর পর, সিসিটিভি ফুটেজ উধাও! অভিযুক্তদের বাঁচাতে রাস্তায় নেমেছেন কেজরিওয়াল। মনীশ সিসোদিয়া জির জন্য আমরা যদি এভাবে চেষ্টা করতাম, তিনি যদি আজ এখানে থাকতেন, তাহলে হয়তো আমার সাথে এমনটা হতো না!”
किसी दौर में हम सब निर्भया को इंसाफ़ दिलाने के लिए सड़क पर निकलते थे, आज 12 साल बाद सड़क पर निकले हैं ऐसे आरोपी को बचाने के लिए जिसने CCTV फुटेज ग़ायब किए और Phone format किया?
काश इतना ज़ोर मनीष सिसोदिया जी के लिए लगाया होता। वो यहाँ होते तो शायद मेरे साथ इतना बुरा नहीं होता! pic.twitter.com/kXAAMLgPcg— Swati Maliwal (@SwatiJaiHind) May 19, 2024
হুঙ্কার ছুঁড়ে গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রবিবার বিজেপির সদর দফতরে অভিযান চালাবেন আপের সকল বিধায়ক সাংসদ। এদিকে কেজরিওয়ালের এই হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কেজরিওয়ালকে মিছিলের কোন অনুমতি দেওয়া হয়নি।
স্বাতি মালিওয়াল মামলায়, দিল্লি পুলিশ শনিবার অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে গতকালই গ্রেফতার করে। এরপরই সন্ধ্যায় মুখ খোলেন কেজরিওয়াল। তিনি জানান, আজ রবিবার আপের বিধায়ক-সাংসদরা বিজেপি সদর দফতর অভিযান করবেন। দিল্লি পুলিশ জানিয়েছে, আদমি পার্টি অভিযানের বিষয়ে পুলিশের কাছে কোন অনুমতি নেয়নি। একই সঙ্গে আপ-কে নিশানা করছে বিজেপি।
আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়ালের উপর হামলার মামলার তদন্ত যতই এগোচ্ছে, দিল্লিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে মালিওয়ালের উপর হামলার কথিত অভিযোগের ভিত্তিতে বৈভব কুমারকে গ্রেফতারের পর তাকে ৪ ঘণ্টা ধরে জেরা করা হয়। আদালত বৈভবকে ৫ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছে। এদিকে গতকাল কেজরিওয়ালের বিজেপির সদর দফতর অভিযান ঘোষণার পর দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) বলেছে যে ITO মেট্রো স্টেশনে প্রবেশ এবং প্রস্থান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।