Telangana Governor Resigned: সোমবার আচমকাই পদত্যাগ করলেন তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির উপরাজ্যপাল তামিলসাই সৌন্দরারাজন। সোমবার তাঁর পদত্যাগ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ইস্তফা দিয়ে ফের জাতীয় রাজনীতিতে ফিরতে পারেন তামিলসাই। ৬২ বছরের এই মহিলা সম্ভবত তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে রাজভবন জানিয়েছে, তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর শ্রীমতি তামিলসাই সৌন্দরারাজন নিজের পদত্যাগপত্র দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে নিদের ইস্তফাপত্র পাঠিয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালে তামিলনাড়ুর রাজ সভানেত্রী তামিলসাই রাজনীতি ছেড়ে তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্ত হন। পরে ২০২১ সালে পুদুচেরির উপরাজ্যপালের দায়িত্ব পান তিনি।
সোমবার সৌন্দরারাজন তামিলনাড়ু কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি কুমারী আনন্দনের মেয়ে। পেশায় চিকিৎসক তামিলসাই স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে জীবন শুরু করেছিলেন। ১৯৯৯ সালে চেন্নাই জেলা স্বাস্থ্যসেলের সম্পাদক হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে রাজ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালে জাতীয় সম্পাদক পদ পেয়েছিলেন। প্রায় ৫ বছর তিনি তামিলনাড়ু বিজেপির সভানেত্রী ছিলেন।
আরও পড়ুন Electoral bonds: ‘নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য SBI-কে দিতে হবে’ কড়া ‘ধমক’ শীর্ষ আদালতের
রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেলেঙ্গানা সফরের সময় তাঁকে রাজ্যে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে পৌঁছন তামিলসাই। পরে জাতীয় সুরক্ষা এবং পরিকল্পনা বিষয়ক বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন। তার পরদিনই রাজ্যপাল পদে ইস্তফা দেন তিনি।