Advertisment

Tejashwi Yadav On Nitish kumar: 'কিংমেকার হলে করে দেখান', নীতীশকে হালকা 'ধাক্কা' তেজস্বীর

নীতীশ কুমারের জেডি(ইউ) এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির সমর্থন বিজেপির তৃতীয় মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Tejashwi Yadav, former Bihar CM Karpoori Thakur, Karpoori Thakur’s tenure, quota for all, all sections backward classes, Muslims reservation, OBC quota, OBC reservaion quota, indian express news

আরজেডি নেতা তেজস্বী যাদব। (ফাইল ছবি)

Nitish Kumar : রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব বুধবার এনডিএ শরীক তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে খোঁচা দিয়ে বলেছেন, "জেডি (ইউ) সুপ্রিমো নীতীশ কুমার যদি "কিংমেকার" হন তবে তাঁর উচিত বিহারের জন্য বিশেষ মর্যাদা আদায় করা। পাশাপাশি তিনি দেশ জুড়ে জাতিশুমারি করার জন্য মোদী সরকারকে চাপ দেওয়ার কথাও উল্লেখ করেছেন।

Advertisment

৫৪৩ আসনে বিজেপি একা পেয়েছে ২৪০টি আসন। ফলে মোদীর নেতৃত্বে সরকার গড়তে বিজেপিকে ভরসা রাখতে হচ্ছে শরীক দলের উপর। যেখানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) একসঙ্গে ২৯৩ টি আসন পেয়েছে, তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং জনতা দল (ইউনাইটেড) যথাক্রমে ১৬ এবং ১২টি আসন পেয়েছে। বিজেপির পরে এনডিএর সবচেয়ে বড় দল হিসাবে সামনে উঠে এসেছে এই দুই দল। তাদের সমর্থন প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতায় ফিরে আসার জন্য গুরুত্বপূর্ণ।

নীতীশের মোদীকে সমর্থন করা নিয়ে তেজস্বী বলেন, "বিহার কিংমেকার উঠে এসেছে। যে সরকারই আসুক না কেন, কিংমেকারকে নিশ্চিত করা উচিত যে বিহারের জন্য বিশেষ মর্যাদা আদায় করা। আমরা যে ৭৫ শতাংশ সংরক্ষণ দিয়েছিলাম, সেটিকে ৯ তফসিলের আওতায় আনা উচিত এবং সারা দেশে বর্ণ শুমারি করা উচিত।"

আরও পড়ুন : < Chandrababu Naidu: ‘কাঁটে কি টক্কর’, ঝুঁকি নিতে নারাজ মোদী, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী হিসাবে নাইডুর শপথগ্রহণ >

পাশাপাশি তিনি এও বলেছেন, 'এটি আমাদের একটি পুরানো দাবি এবং নীতীশ কুমারও এই দাবিকে সমর্থন করেছেন। এটি তাঁর জন্য ভাল সুযোগ, যদি তিনি একজন কিংমেকার হন … অন্তত তার বিহারের বিশেষ মর্যাদা পাওয়া উচিত, এবং সারা দেশে বর্ণ শুমারি করা উচিত,"।

আগের দিন, যাদব এবং নীতীশ একই ফ্লাইটে পাটনা থেকে দিল্লিতে যাত্রা করেছিলেন, তাকে বিরোধীদের শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টার গুঞ্জন ছড়ায়। বিরোধী এনডিএ জোট পেয়েছে ২৩৩ টি আসন।

NDA Tejashwi Yadav INDIA Alliance Nitish Kumar
Advertisment