বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না প্রাক্তন বিএসএফ কনস্টেবল তেজ বাহাদুর যাদব। সুপ্রিম কোর্টে তাঁর আবেদন খারিজ হয়ে গেল বৃহস্পতিবার। ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার তেজ বাহাদুরের নথিপত্রে অসংগতির অভিযোগ তুলে তেজবাহাদুরের মনোনয়ন খারিজ করে দেন। সে সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন প্রাক্তন ওই বিএসএফ কনস্টেবল।
শীর্ষ আদালত বুধবার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল তেজবাহাদুরের আবেদন ফের খতিয়ে দেখে বিষয়টি আদালতে জানাতে।
বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উত্তর প্রদেশের বিরোধী জোটের হয়ে লড়তে চেয়েছিলেন তেজবাহাদুর যাদব। ওই জোটে রয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং রাষ্ট্রীয় লোক দল।
২০১৭ সালে বিএসএফে কর্মরত অবস্যায় সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তেজবাহাদুর যাদব। সে ভিডিওয় তিনি নিরাপত্তাবাহিনীতে খাবারের গুণমান নিয়ে অভিযোগ করেছিলেন। সোশাল মিডিয়ায় তেজবাহাদুরের সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। ওই পোস্টের জেরেই চাকরি গিয়েছিল তেজবাহাদুরের।
Read the Story in English