Advertisment

রবিতেই দক্ষিণে সুনামি? বিরাট আশা কংগ্রেসের, হাল ছাড়তে নারাজ কালভাকুন্তলা

হিসেব কষছে এআইএমআইএম।

author-image
IE Bangla Web Desk
New Update
Telangana assembly election results 2023

কেসিআর ২০১৪ থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। টানা ক্ষমতায় থাকার কুফল নির্বাচনে ফলবে বলেই মনে করছে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস। (ছবি-বিআরএস ও এ রেভান্থ রেড্ডির অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে প্রাপ্ত)

তেলেঙ্গানার বুথফেরত সমীক্ষার ফল আদৌ মিলবে? পতন ঘটবে কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও (কেসিআর) সরকারের? এ নিয়ে জল্পনার শেষ নেই। সেই জল্পনার অবসান হতে এখন বাকি মাত্র কয়েক ঘণ্টা। রবিবারই দক্ষিণের এই রাজ্যে ১১৯টি কেন্দ্রের ২,০০০-এরও বেশি প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) নাম বদলে হয়েছে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। তারা রাজ্য গঠনের পর ২০১৪ সাল থেকেই তেলেঙ্গানায় ক্ষমতায়।

Advertisment

কংগ্রেসের দাবি
কংগ্রেসের দাবি, তারা এবার বিআরএসকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রশাসনের বিরোধী বা 'অ্যান্টি-ইনকাম্বেন্সি' ভোট আর জনকল্যাণের প্রতিশ্রুতিই তাদের এবারের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে জয়ী করবে। পালটা, বিআরএস বুথফেরত সমীক্ষার দাবি উড়িয়ে দিয়েছেন। তারা আশাবাদী, এবারও নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরবে। তার কারণ, গত কয়েক বছরে তেলেঙ্গানায় ব্যাপক অগ্রগতি হয়েছে। সাধারণ মানুষ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে উপকৃত হয়েছেন। তারই ফল ফলবে ইভিএমে। এমনটাই আশা বিআরএস নেতৃত্বের।

Telengana
কংগ্রেসের আশা, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।

কংগ্রেসের আশা
কংগ্রেস ইতিমধ্যেই দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে কর্ণাটক দখল করেছে। তারা এবার চাইছে দক্ষিণের আরও একটি রাজ্যকে। সেকথা মাথায় রেখেই অন্যদিকে, কংগ্রেস তার কর্ণাটকের সাফল্যের প্রতিলিপি করতে এবং দক্ষিণে তার পা বাড়াতে চাইছে। ২০১৮ সালে কংগ্রেস তেলেঙ্গানায় ১৯টি আসনে জয়ী হয়েছিল। এবার, প্রদেশ কংগ্রেস প্রধান এ রেভান্থ রেড্ডির নেতৃত্বে আয়োজিত বিভিন্ন সমাবেশে ব্যাপক ভিড় হয়েছে। যা দেখে কংগ্রেস আশাবাদী তারা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। অন্তত ৬০ আসন পাবে।

আরও পড়ুন- উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে শ্রমিকের পরিবার চরম দুর্দশায়! ফাঁস করে প্রশাসনের রোষে সাংবাদিক

তেলেঙ্গানায় বিজেপি, এআইএমআইএম
বিজেপি, এখনও পর্যন্ত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি। ২০১৮ সালে তারা জিতেছিলে একটি আসনে। পরবর্তীতে দুটি উপনির্বাচনে জিতেছে। আর, তেলেঙ্গানার অন্যতম শক্তি এআইএমআইএম, পুরোনো হায়দরাবাদের ঐতিহ্যবাহী সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা তো করছেই। পাশাপাশি, আরও দুটি আসনে এবার প্রার্থী দিয়েছে। তাদের মূল লক্ষ্য অবশ্য আগামী বছরের লোকসভা নির্বাচন। ২০২০ সালে হায়দরাবাদ পৌর নির্বাচনে এআইএমআইএম ভালো ফল করেছিল। তাদের এখন প্রমাণ করার যে, তিন বছর পরও তারা তেলেঙ্গানায় অন্যতম প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি।

bjp CONGRESS KCR Telengana TRS
Advertisment