Advertisment

কী হল কেসিআরের! ভোটপ্রচারে শুধু কংগ্রেস-জুজু দেখাচ্ছেন, পালাবদলের গন্ধ পাচ্ছেন বিরোধীরা

বিআরএসের অন্য শীর্ষ নেতাদের মুখেও কংগ্রেসের বিরুদ্ধে হাজারো অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Telangana elections 2023

সোমবার ভদ্রদ্রি কোঠাগুডেম জেলার বুরগামপাদুতে কেসিআরের এই নিশানা বদল শুরু হয়েছিল। (ফেসবুক/বিআরএস পার্টি)

তেলেঙ্গানায় ভোটগ্রহণের আর তিন সপ্তাহও বাকি নেই। তার মধ্যেই, ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) প্রচারের সুরে একটি পরিবর্তন হয়েছে। ক্ষমতাসীন দলের কংগ্রেসের বিরুদ্ধে প্রচার গতি পেয়েছে। যা নিয়ে বাড়ছে জল্পনা। গত এক সপ্তাহে, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর) এবং মন্ত্রী কেটি রামারাও (কেটিআর) এবং টি হরিশ রাও-সহ বিআরএসের শীর্ষস্থানীয় ব্যক্তিদের বক্তব্যে বারবার সরকারের সাফল্যের কথার পাশাপাশি, 'যদি কংগ্রেস ক্ষমতায় আসে' কথাগুলোও ঘুরেফিরে আসছে। বিআরএসের সাম্প্রতিক দাবি, কংগ্রেস ক্ষমতায় এলে রাইথু বন্ধু (Rythu Bandhu) ও ধারানি (Dharani) পোর্টাল বন্ধ করে দেবে। পালটা মুখ খুলেছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) প্রধান রেভান্থ রেড্ডি। তিনি বলেছেন, বিআরএস নেতারা জনগণের কাছে মিথ্যা বলছে এবং জনগণকে ভয় দেখাচ্ছে।'

Advertisment

রেভান্থ বুধবার জানগাঁয়ে বলেন, 'কেসিআর বুঝতে পেরেছেন যে তাঁর সরকারের পতন হবে। কংগ্রেসই কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া শুরু করেছিল, আমরা কীভাবে তা বন্ধ করব? আমরা রাইথু বন্ধুকে দূরে সরিয়ে দিচ্ছি না। উলটে আমরা টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। এছাড়াও, আমরা ধারানি পোর্টালে ত্রুটিগুলোও সংশোধন করব। কিন্তু, এটি বাতিল করব না। আমি নিশ্চিত যে জনতা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে বিআরএস মিথ্যা রটাচ্ছে।' সোমবার ভদ্রদ্রি কোঠাগুডেম জেলার বুরগামপাদুতে কেসিআরের এই অবস্থানের পরিবর্তন শুরু হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে রেভান্থ এবং রাহুল গান্ধীর মতো কংগ্রেস নেতারা, 'ধারানি পোর্টালটিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার' শপথ নিয়েছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী প্রচারে বলেন, 'কংগ্রেস ক্ষমতায় এলে, মধ্যস্বত্বভোগী সংস্কৃতি ফের বিকাশ লাভ করবে। রাইথু বন্ধু এবং ধারানি চালিয়ে যেতে, আপনাকে অবশ্যই বিআরএসকে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হবে। কাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে, সেটা জনগণই বেছে নিক।' কেসিআরের অভিযোগ, কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা চালাচ্ছে।

এসব এক বা দুই কেন্দ্রে ভাষণে গিয়ে নয়। কেসিআর, যেখানেই যাচ্ছেন এখন এসবই বলছেন। তিনি মঙ্গলবার পালাকুর্থিতে প্রচারে বলেন, 'কংগ্রেস ক্ষমতায় এলে রাইথু বন্ধু আর থাকবে না।' সেখানে তিনি দলীয় প্রার্থী ইরাবেলি দয়াকর রাওয়ের সমর্থনে একটি সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে কেসিআর বলেন, 'আমরা সবসময় বিদ্যুৎ আর রাইথু বন্ধু দিচ্ছি। কংগ্রেস এসব কেড়ে নেবে। কংগ্রেস জিতলে রাইথু বন্ধু আর থাকবে না। কংগ্রেসের রেভান্থ রেড্ডি বলছেন যে, কৃষকদের জন্য তিন ঘণ্টা বিদ্যুৎ যথেষ্ট। কংগ্রেসের লোকজন প্রকাশ্যে বলছেন যে তাঁরা বিআরএস সরকারের কৃষকদেরকে দেওয়া সমস্ত সুযোগ-সুবিধা কেড়ে নেবেন।'

আরও পড়ুন- সম্মান দেখালেও, নির্দেশ মানা যাবে না! রাজস্থান বিজেপিকে বসুন্ধরার ব্যাপারে নির্দেশ মোদী-শাহর?

নাগার্জুন সাগর বিধানসভা কেন্দ্রের হালিয়াতে, মুখ্যমন্ত্রী কেসিআর কংগ্রেস নেতা কে জনা রেড্ডির বিরুদ্ধে আক্রমণ শানান। তিনি রেড্ডিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিরোধিতা করার দায়ে অভিযুক্ত করেন। রেড্ডির ছেলে কে জয়বীর রেড্ডি এই আসন থেকে কংগ্রেস প্রার্থী। কেসিআর বলেন, 'আমি আমার প্রতিশ্রুতি দুই বছরেই পূরণ করেছি।' কিন্তু, কংগ্রেস নেতারা বলছেন যে সারাক্ষণ বিদ্যুতের প্রয়োজন নেই। কৃষকদের জন্য তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহই যথেষ্ট।

Election Telengana KCR
Advertisment