Advertisment

নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে রেলের টিকিটে মোদীর প্রচার, ক্ষুব্ধ বিরোধীরা

তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে, রেলের টিকিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপিয়ে মূলত ভোটের প্রচার চালাচ্ছে বিজেপি। বহাল তবিয়তে চলছে এই 'বিজ্ঞাপন'। কিন্তু এমন কাজ নির্বাচনী নীতি বিরোধী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mission Shakti Election Commission

নির্বাচন কমিশন

রেলের টিকিট ও বিমানের বোর্ডিং পাসে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভা ভোটের প্রাক্কালে নির্বাচন কমিশনের কড়া ঘোষণাকে আমল না দিয়ে এখনও যাত্রীদের হাতে বেমালুম তুলে দেওয়া হচ্ছে সেই সব টিকিট। নির্বাচনের দিন ঘোষণার পর এনিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে দারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। দায়ের করা হয়েছে অভিযোগ। যে অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ভারতীয় রেলের কাছে লিখিত আবেদন করেছে।

Advertisment

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পর ১০ মার্চ থেকে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। এ ক্ষেত্রে বলা হয়েছিল, সরকারের সাফল্যকে তুলে ধরে কোনও দল বা নেতাদের ছবি সরকারি প্রকল্পে ব্যবহার করা যাবে না।

তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে, রেলের টিকিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপিয়ে মূলত ভোটের প্রচার চালাচ্ছে বিজেপি। বহাল তবিয়তে চলছে এই 'বিজ্ঞাপন'। কিন্তু এমন কাজ নির্বাচনী নীতি বিরোধী।

নির্বাচনের দিন ঘোষণার পরও এই টিকিট তুলে নেয়নি রেলমন্ত্রক। গত সপ্তাহে, তৃণমূল কংগ্রেস রেল সম্পর্কে কমিশনকে অভিযোগ করেছিল। বলা হয়েছে, মোদীর ছবি সহ এনডিএ সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রচার চালানো হচ্ছে। একইসঙ্গে পাঞ্জাবের ডিজিপি শশীকান্ত টুইট করে তাঁর বিমানের বোর্ডিং পাসের ছবি শেয়ার করেছেন। সেখানে মোদীর সঙ্গে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী রুপানির ছবি। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পর কীভাবে এই ছবি থাকতে পারে পাসে?

রেল মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে রেল এই টিকিট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ১ লাখ টিকিট ছাপানো হয়েছিল, যা অনেক দিন আগেই কাউন্টারগুলিতে পৌঁছেছে। রেল জানিয়েছে, দেশ জুড়ে ১৭ টি জোনে মোদীর ছবি সহ টিকিট রয়েছে।এ বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এদিকে, নির্বাচন কমিশনের চাপের মুখে পড়ে নরেন্দ্র মোদীর ছবি-সহ বোর্ডিং পাস প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

Read the full story in English

General Election 2019 election commission narendra modi
Advertisment