Advertisment

Lok Sabha Election 2019: 'মার্কিন নাগরিক'কে দিয়ে ভোট প্রচার, বিজেপির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল

সম্প্রতি পুরুলিয়ার নির্বাচনী প্রচারে শাহরুখ-সইফ-নানাদের ডামিদের ব্যবহার করে নির্বাচনী সভা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার হয়ে প্রচার করেন কুস্তিগীর ‘দ্য গ্রেট খলি’। এক দিন পরেই সেই নিয়ে নির্বাচন কমিশনকে আইনি চিঠি দিল তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, কুস্তীগির দলিপ সিং রানা ওরফে খলি মার্কিন নাগরিক হয়েও এখানকার বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করছেন।

Advertisment

শুক্রবার, দ্য গ্রেট খলিকে নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দিয়েছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

"খলি একজন মার্কিন নাগরিক। উনি এখানে ভারতীয় নাগরিকদের এভাবে প্রভাবিত করতে পারেন না", চিঠিতে লিখেছে তৃণমূল।

আরও পড়ুন,  মমতার কয়লা কালোবাজারির অভিযোগ হাস্যকর: আরএসএস

বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করা প্রসঙ্গে খলি বলেছেন, "অনুপম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, শুধুমাত্র সেই কারণেই আমি এসেছি। আমাদের বন্ধুত্ব দলের চেয়ে অনেক বড়। ও জখনি যডাকবে, আমি আসব"।

সম্প্রতি পুরুলিয়ার নির্বাচনী প্রচারে শাহরুখ-সইফ-নানাদের ডামিদের ব্যবহার করে নির্বাচনী সভা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

Read the full story in English

General Election 2019 election commission
Advertisment