তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে কার কপালে জুটল টিকিট, কার হাত রইল খালি?

যাঁরা যাঁরা টিকিট পেলেন, আর যাঁরা পেলেন না তাঁদের একটা তালিকা রইল। একনজরে দেখে নিন

যাঁরা যাঁরা টিকিট পেলেন, আর যাঁরা পেলেন না তাঁদের একটা তালিকা রইল। একনজরে দেখে নিন

author-image
IE Bangla Web Desk
New Update
তৃণমূলে 'ঝুঁকে' একাধিক বিধায়ক! ঘর বাঁচাতে মরিয়া বিজেপি

মাথাভাঙায় তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর, কাঠগড়ায় বিজেপি

তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন বড়-মাঝারি-ছোট অনেক অনেক নেতা। অনেকে টিকিট না পেয়ে ভোটের মুখে গেরুয়া শিবিরে ঢুকেছেন। কিন্তু বিধানসভায় কারও কপালে টিকিট জুটেছে, কারও আবার শিকে ছেঁড়েনি। আজ, বৃহস্পতিবার ১৪৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। যাঁরা যাঁরা টিকিট পেলেন, আর যাঁরা পেলেন না তাঁদের একটা তালিকা রইল। একনজরে দেখে নিন-

Advertisment

বিধাননগর- সব্যসাচী দত্ত
পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র তিওয়ারি
বালি- বৈশালী ডালমিয়া
দুর্গাপুর পূর্ব- কর্নেল দীপ্তাংশু চৌধুরি
শিবপুর- ডা. রথীন চক্রবর্তী
বীজপুর- শুভ্রাংশু রায়
কালনা- বিশ্বজিৎ কুন্ডু
রানাঘাট উত্তর-পশ্চিম - পার্থসারথী চট্টোপাধ্যায়
নোয়াপাড়া- সুনীল সিং
গঙ্গারামপুর- সত্যেন্দ্রনাথ রায়
মন্তেশ্বর- সৈকত পাঁজা
খড়দহ- শীলভদ্র দত্ত
নাটাবাড়ি- মিহির গোস্বামী
সপ্তগ্রাম- দেবব্রত বিশ্বাস
ভবানীপুর- রুদ্রনীল ঘোষ
জগদ্দল- অরিন্দম ভট্টাচার্য
কৃষ্ণনগর উত্তর- মুকুল রায়
মানিকচক- গৌরচন্দ্র মণ্ডল

টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বেশ কিছু বিধায়ক। অবশ্যই টিকিটের আশায়। মুখে না বললেন একথা কারও অজানা নয়। মমতার ছায়াসঙ্গী থেকে স্নেহের পাত্র, অনেকেই ছিলেন সেই দলে। তাঁদের মধ্যে কারা টিকিট থেকে ব্রাত্য রইলেন, দেখে নিন-

দীপেন্দু বিশ্বাস
সোনালি গুহ
বাচ্চু হাঁসদা
শুক্রা মুণ্ডা
জটু লাহিড়ী

tmc bjp West Bengal Assembly Election 2021