নীতীশ এবং মমতার মধ্যে রয়েছে বিরাট ফারাক! জেল থেকে ছাড়া পেয়েই 'মমতা বন্দনায়' আপের সঞ্জয় সিং। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বিরোধী জোটের সুনির্দিষ্ট এজেণ্ডার উপরেও জোর দিয়েছেন তিনি।
সামনেই লোকসভা নির্বাচন। একদিকে মোদীর গ্যারান্টি, অন্যদিকে ভারতের গণতন্ত্রকে ধ্বংসের দাবি বিরোধীদের। সেই সঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে উঠেছে দেশের সংবিধান বদলের মত মারাত্মক অভিযোগ। গতকালই তামিলনাডুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন বলেছেন, 'আসন্ন নির্বাচন ডু অর ডাই লড়াই। গণতন্ত্র বাঁচানোর এক ঐক্যবদ্ধ লড়াই'। এবার আপের সঞ্জয় সিং বলেছেন যে 'বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলবদল ইন্ডিয়া জোটের জন্য এক বড় ধাক্কা। নীতীশ কুমারের এভাবে চলে যাওয়াটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত'।
শনিবার আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতীশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুলনা টেনে বলেন, 'নীতীশ কুমার বিজেপির সামনে মাথা নত করেছেন অন্যদিকে মমতা বন্দোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তাঁর লড়াই জারি রেখেছেন'। তিনি আরও বলেন, 'লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের একটি ন্যূনতম সাধারণ কর্মসূচি তৈরি করা উচিত ছিল'।
সম্প্রতি দিল্লির আফগারি নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন সঞ্জয় সিং। ২০২৩ সালের অক্টোবরে গ্রেফতার হওয়ার আগে, সঞ্জয় সিং জোটের আলোচনায় একজন বিশিষ্ট সদস্য ছিলেন। সেই সময়ে, জনতা দলের (ইউনাইটেড) সভাপতি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরোধী কণ্ঠস্বর ছিলেন।
এখন পর্যন্ত ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় ধাক্কা কি? এই প্রশ্নের জবাবে সঞ্জয় সিং বলেন, 'নীতীশ কুমারের এভাবে দলবদল সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তিনি বিরোধী দলগুলিকে একত্রিত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হঠাৎ তিনি এনডিএ-তে যোগ দিলেন। এইভাবে দল বদল ইমেজকে প্রভাবিত করে'। সিং বলেন, 'এর ফলে হয়ত উনি স্বল্প মেয়াদে শক্তি এবং কিছু ক্ষমতা অর্জন করতে পারবেন। কিন্তু বারবার এভাবে দলবদলকে মানুষ কোনভাবেই মেনে নেবে না'।
তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'আমি মনে করি না যে একসময় যারা বিজেপির বিরুদ্ধে কথা বলত এবং এখন তারাই বিজেপির কাছে মাথা নত করেছে, আগামীতে ইতিহাস তাদের মনে রাখবে না। আপনাকে মাঝে মাঝে সাহস দেখাতে হয়।' আর কতদিন ভয় পাবেন? আজ কংগ্রেসের ১৪ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপিতে যোগ দিয়েছেন'।
নীতীশ এবং মমতার মধ্যে বিস্তর পার্থক্য: সঞ্জয় সিং
সঞ্জয় সিং বলেন, বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করছেন। তিনি বিজেপির সঙ্গে কোন ভাবেই আপোষ করেন নি। মমতা এবং নীতীশ কুমারের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। নীতীশ কুমার বিজেপির সামনে মাথা নত করেছেন এবং মমতা বন্দোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়ছেন। বাংলায় ফল ভালো হবে। এর ফলে অবশ্যই ইন্ডিয়া জোট উপকৃত হবে'।
বিজেপিকে কটাক্ষ করে সঞ্জয় সিং বলেছেন যে দেশের ৮২ কোটিরও বেশি মানুষ ৫ কেজি রেশনে জীবনযাপন করছে এবং কেন্দ্রীয় সরকার দেশের সম্পদ মাত্র একজনকে দিচ্ছে। সরকার কিছু নির্বাচিত ব্যবসায়ীদের ১৫ লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করেছে। মূদ্রাস্ফীতিতে অতিষ্ঠ মানুষ। কৃষকদের সমস্যা, বেকারত্ব, অগ্নিবীর যোজনার মতো সব বড় ইস্যুকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ জোর দিয়েছেন তিনি। এরজন্য ইন্ডিয়া জোটের সুনির্দিষ্ট এজেন্ডার উপরেও জোর দিয়েছেন আপ নেতা।