Advertisment

Lok Sabha Elections 2024: দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই হত্যার ষড়যন্ত্র, মারাত্মক অভিযোগে ঝড় তুললেন কেজরির স্ত্রী

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বিজেপি নেতাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
INDIA alliance,Delhi News,Elections 2024,Lok Sabha Elections 2024,Lok Sabha Elections,Sunita Kejriwal,Ulgulan Nyay Rally,Delhi News, AAP, Elections 2024, Lok Sabha Elections 2024, Lok Sabha Elections, India Alliance, Sunita Kejriwal, Arvind Kejriwal, Ulgulan Rally, India Block Rally In Ranchi, Sunita Kejriwal News, Ulgulan Nyay Rally"

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বিজেপি নেতাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই হত্যার ষড়যন্ত্র ফাঁস! স্বামীর সুনিতা কেজরিওয়ালের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisment

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বিজেপি নেতাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। রাঁচিতে 'বিরোধী ইন্ডিয়া জোটের' সমাবেশে ভাষণ দিতে গিয়ে সুনিতা কেজরিওয়াল অভিযোগ করেছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলেই হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। পাশাপাশি সুনিতা এদিন বলেন, 'অরবিন্দ কেজরিওয়াল যখন IIT পাশ করেন, তখন তার বন্ধুরা মোটা মাইনের জন্য বিদেশে গিয়ে লোভনীয় চাকরিকে বেছে নিয়েছিলেন। কিন্তু কেজরিওয়াল দেশে থেকে সমাজসেবাকে বেছে নেন'।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল রাঁচিতে বিরোধী জোট ইন্ডিয়ার তরফে আয়োজিত সমাবেশ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, 'আমার স্বামীকে জেলে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে'। তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। সুনিতা কেজরিওয়াল আরও বলেছেন যে তার প্রতিটি বিষয়কে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, 'আমার স্বামীর কি দোষ? ভালো স্কুল তৈরি করেছে? সেজন্য তিনি জনগণের সেবা করেছেন? অরবিন্দ যখন আইআইটি পাস করেন, তখন তার বন্ধুরা মোটা অঙ্কের বেতনের চাকরির লোভে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন। কিন্তু কেজরিওয়াল সমাজসেবাকেই জীবনের আদর্শ হিসাবে বেছে নেন। জনগণের অধিকার আদায়ে তিনি বহু আন্দোলনে অংশ নিয়েছেন বলে উল্লেখ করে সুনিতা প্রশ্ন তোলেন সেই দোষেই কী তাঁকে জেলে বন্দী করে রাখা হয়েছে?

অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতার প্রতি কোনো আসক্তি নেই - সুনীতা কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বলেছেন, "অরবিন্দ কেজরিওয়াল মানুষের অধিকারের জন্য অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ২০০৬ সালে চাকরি ছেড়ে সমাজসেবার কাজ শুরু করেন। দুবার দীর্ঘ উপবাসে ছিলেন তিনি। ডায়াবেটিস রোগী হওয়া সত্বেও চিকিৎসকদের করা নিষেধ তিনি কানে তোলেন নি। কেজরিওয়াল এমন একজন মানুষ। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতার প্রতি কোনো আসক্তি নেই, তিনি দেশকে বিশ্বের সেরা দেশ হিসাবে গড়ার স্বপ্ন দেখতেন"।

জেলে কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া হচ্ছে না – সুনীতা কেজরিওয়াল

সুনিতা কেজরিওয়াল আরও বলেন, তার কেবিনে একটি ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি মূর্তি পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা জেলে ইনসুলিন নিতে দিচ্ছে না কেজরিওয়ালকে। যিনি ১২ বছরর ধরে ইনসুলিন নিয়ে আসছেন তাকে আজ তা নিতে দেওয়া হচ্ছে না। বিজেপি তাকে জেলেই মেরে ফেলতে চায়।

মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ৬টি গ্যারান্টি

সুনিতা কেজরিওয়াল বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে আপনাদের জন্য বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি ৬টি গ্যারান্টির কথা উল্লেখ করেছেন। সারা দেশে ২৪ ঘন্টা বিদ্যুৎ, প্রতিটি গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ , প্রতিটি গ্রামে এবং এলাকায় ভাল অবৈতনিক স্কুল, মহল্লা ক্লিনিক, প্রতিটি গ্রামে মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে, দিল্লিকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা।

Kejriwal
Advertisment