Advertisment

Rahul Gandhi On Exit Poll: 'এটা এক্সিট পোল নয়, মোদী মিডিয়া পোল'! ২৯৫ আসন পাচ্ছে ইন্ডিয়া জোট, আশাবাদী রাহুল

এক্সিট পোল 'ভুয়ো' বলে অভিহিত করেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress Reaction On Exit Poll 2024 Loksabha Poll

এক্সিট পোল 'ভুয়ো' বলে অভিহিত করেছে কংগ্রেস

Congress Reaction On Exit Poll 2024 Loksabha Poll: 'এটা এক্সিট পোল নয়, মোদী মিডিয়া পোল', এমনই মন্তব্য করে এক্সিট পোলের সমীক্ষা রিপোর্টকে অস্বীকার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Advertisment

রাহুল এদিন বলেছেন, 'বিরোধী ইণ্ডিয়া জোট দেশে ২৯৫টির বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে'। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র দুর্দান্ত জয়ের ভবিষ্যদ্বাণী নস্যাৎ করে বলেছেন,'এটা কোনও এক্সিট পোল নয়, এটা আসনে মোদী মিডিয়া পোল…. ইন্ডিয়া জোট ২৯৫ টি আসন পাবে।" পাশাপাশি কংগ্রেসের তরফে এক্সিট পোলকে ভুয়ো বলেও দাবি করা হয়েছে।

এক্সিট পোল 'ভুয়ো' বলে অভিহিত করে, কংগ্রেস বলেছে বিরোধী জোটের নেতা কর্মীদের মনোবল কমানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্তৃক 'মনস্তাত্ত্বিক গেম'-এর একটা অংশ। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ 'নতুন সরকারের' ১০০ দিনের এজেন্ডা সংক্রান্ত মোদীর বৈঠকে আক্রমণ করে বলেন, এটা আমলাতন্ত্র এবং প্রশাসনকে 'চাপে রাখার একটা কৌশল' ছিল। রমেশ বলেছেন, 'আমি ফিরে আসছি, আমি আবার প্রধানমন্ত্রী হতে চলেছি'। তিনি আমলাতন্ত্র, দেশের প্রশাসনিক স্তরে একটি সংকেত পাঠানোর চেষ্টা করছেন। যাতে ভোট গণনা প্রক্রিয়াকে ব্যাহত করা যায়'।

২০২৪-এর সালের লোকসভা নির্বাচনের সাত দফায় ভোটপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের এক্সিট পোলের ফলাফলও সামনে এসেছে। বেশিরভাগ এক্সিট পোলের সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিতে সরকার গঠন করতে চলেছে।

আরও পড়ুন : < Modi On Exit Poll: ‘অ্যাকশনে মোদী’! তৃতীয় মেয়াদে ১০০ দিনের এজেন্ডা নিয়ে ডাকলেন জরুরি বৈঠক >

একদিকে এক্সিট পোলের রিপোর্ট সামনে আসার পর মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রবিবার আগামী ১০০ দিনের এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন। এক্সিট পোলের সমীক্ষা রিপোর্ট সামনে আসতেই দলের অন্দরে হুলস্থূল পড়ে গিয়েছে। লোকসভা প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক করেছে কংগ্রেস। এরপরই দলের তরফে এক্সিট পোলের রিপোর্টকে ভুয়ো বলেই উল্লেখ করেছে কংগ্রেস। দলের তরফে বুথ ফেরত সমীক্ষার পরিসংখ্যানকে অস্বীকার করা হয়েছে এবং দাবি করা হয়েছে ইণ্ডিয়া জোট ২৯৫ আসন পাবে।

modi Exit Poll rahul gandhi loksabha election 2024
Advertisment