General Election 2019: ইংরেজিতে তিন জনের নামের আদ্যক্ষরই ‘আর’। শুধু কী তাই! তিনজনের পদবীও এক, গান্ধী। দু’জনের নামও এক। যাকে বলে নেমসেক! হ্যাঁ, ভোটের লড়াইয়ে এমনই এক চমক দিয়েছে কেরালার ওয়েনাড় লোকসভা কেন্দ্র। রাহুল গান্ধীর দৌলতে এবার লোকসভা ভোটের মুখে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কেরালার ওয়েনাড় কেন্দ্র। এই কেন্দ্রেই এবার প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস সভাপতি। কিন্তু এ চমকের থেকেও বড় চমক লুকিয়ে রয়েছে ওয়েনাড়ে। রাহুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে যাঁরা ভোটে লড়ছেন তাঁদের আরও দু’জনের নাম ‘আর গান্ধী’। একজনের নাম রাহুল গান্ধী কে ই। অপর প্রতিদ্বন্দ্বীর নাম রাঘুল গান্ধী কে। মানে কেরালার ওয়েনাড়ে তিন গান্ধীর লড়াই।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
রাহুলের দুই নেমসেক প্রতিদ্বন্দ্বীর পরিবারের সদস্যদের সঙ্গে কংগ্রেসের যোগ রয়েছে। যা আরও চমকে দিয়েছে রাজনীতির কারবারীদের। একজন নির্দল প্রার্থী হিসেবে এবার ভোটে লড়ছেন, যাঁর নাম রাহুল গান্ধী কে ই(৩৩)। কোত্তায়ামের এরুমেলি গ্রামের বাসিন্দা রাহুল গান্ধী কে ই। রাহুলের এই নেমসেক লোকসংগীতে রিসার্চ স্কলার। তাঁর ভাইয়ের নামেও চমক রয়েছে। ভাইয়ের নাম রাজীব গান্ধী কে ই। পরিবারসূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধী কে ই-র বাবা একজন কংগ্রেস সমর্থক ছিলেন। যদিও এ প্রসঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ভাইও এ ব্যাপারে কথা বলতে চাননি। স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রকাশ পুলিক্কাল জানিয়েছেন, রাহুল গান্ধী কে ই-র বাবা কুঞ্জুমন একজন কংগ্রেস কর্মী ছিলেন। সেই সূত্রেই তাঁর ছেলেদের নাম রেখেছিলেন রাহুল ও রাজীব। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘কংগ্রেসের সঙ্গে ওঁর ছেলেদের কোনও যোগ নেই। রাজীব একজন সিপিএম সমর্থক। ওঁর প্রার্থী হওয়ার খবরে সকলে চমকে গিয়েছেন।’’
আরও পড়ুন: টুইটার কিন্তু বাবা-মাকে দেখবে না, যুবসমাজকে বার্তা রাহুল গান্ধীর
রাহুলের আরেক নেমসেক প্রতিদ্বন্দ্বী রাঘুল গান্ধী কে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। ৩০ বছর বয়সী রাঘুল এআইএমকে-র হয়ে এবার ভোটে লড়ছেন। এ প্রসঙ্গে রাঘুল বলেন, ‘‘আমার বাবা কৃষ্ণান পি একজন কংগ্রেস নেতা ছিলেন। পরে তিনি এআইএডিএমকে-তে যোগ দেন। বাবা যখন কংগ্রেস করতেন, সেই সময় আমার জন্ম হয়। তখনই আমার নাম রাঘুল গান্ধী কে রাখা হয়। আমার বোনের নাম রাখা হয় ইন্দিরা প্রিয়দর্শিনী।’’
রাহুল গান্ধী কে ই, রাঘুল গান্ধী কে ছাড়াও আরও এক গান্ধী রয়েছে কেরালায়। তাঁর নাম কে এম শিবপ্রসাদ গান্ধী(৪০)। ইন্ডিয়ান গান্ধীয়ান পার্টির(এখনও কেরালায় স্বীকৃতি পায়নি এই দল) হয়ে এবার লড়ছেন ত্রিশূরের স্কুলের সংস্কৃত শিক্ষক শিবপ্রসাদ। তাঁর বাবাও কংগ্রেস কর্মী। তবে তাঁর নামকরণের সঙ্গে এর কোনও যোগ নেই বলে জানিয়েছেন শিবপ্রসাদ।
একই নামের এত প্রার্থী, নাম গুলিয়ে যাওয়ার সম্ভাবনা তো মারাত্মক। তবে এবার সেই সমস্যার সুরাহা করেছে খোদ নির্বাচন কমিশন। নাম যাই থাকুক না কেন, এবার ইভিএমে প্রার্থীদের ছবিও থাকছে। ফলে একই নামের প্রার্থী থাকলেও ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে সহজেই চিনে ফেলতে পারবেন। তবে তিন গান্ধীর লড়াই ঘিরে ওয়েনাড় যে সরগরম থাকবে, তা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Read the full story in English