Advertisment

Lok Sabha Election 2024 Phase 2: 'সিএএ নিয়ে মিথ্যাপ্রচার' তৃণমূলকে নিশানা, আজই রাহুলের ভাগ্যপরীক্ষা, ভোটের হারে রেকর্ড গড়ার পথে বাংলা

দ্বিতীয় দফার ভোটে আজ ভাগ্য পরীক্ষা হতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। টানা দ্বিতীয়বারের মতো কেরলের ওয়ানাডে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election voting phase 2, lok sabha election voting phase 2 updates, lok sabha election voting, lok sabha election 2024, lok sabha election, phase 2 lok sabha election voting, lok sabha election voting news, lok sabha chunav"

দ্বিতীয় দফার ভোটে আজ ভাগ্য পরীক্ষা হতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। টানা দ্বিতীয়বারের মতো কেরলের ওয়ানাডে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা আসনে আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব চলছে। এর পাশাপাশি, মণিপুর লোকসভা কেন্দ্রের বাকি আসনেও আজ ভোট হচ্ছে। আজ, কেরলের ২০ টি আসন, কর্ণাটকের ১৪টি, রাজস্থানের ১৩টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি, মধ্যপ্রদেশের ৬টি, অসম ও বিহারের ৫টি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের ৩টি, ত্রিপুরায় ১টি আসনে ভোট হচ্ছে। জম্মু ও কাশ্মীরের উভয় লোকসভা আসনে ভোটপর্ব অনুষ্ঠিত হচ্ছে।

Advertisment

দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়া-সহ এক ঝাঁক তারকা প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট নেতার ‘ভাগ্যপরীক্ষা’ হবে এই দফার ভোটে।
কমিশন সূত্রে জানা গিয়েছে মোট ১৬ কোটি ভোটারের জন্য ১ লাখ ৬৭ হাজার ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথম দফায় ১৯ এপ্রিল ১০২ টি আসনে ভোট হয়েছিল। আগামী ১ জুন সপ্তম ও শেষ ধাপে ভোট হওয়ার কথা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা ৪ জুন ।

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ইসরো প্রধান
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) প্রধান এস সোমনাথ কেরালার তিরুবনন্তপুরমে ভোট দিয়েছেন। এই সংক্রান্ত একটি ছবি সামনে এসেছে।

ছবিতে দেখা যাচ্ছে সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো ভোট দিয়েছেন ইসরো প্রধান। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট: ভোটে এগিয়ে ত্রিপুরা, ছত্তিশগড়, বাংলা। সকাল ১১টা পর্যন্ত ১৩টি রাজ্যে দ্বিতীয় দফার ভোটের যা পরিসংখ্যান তা একনজরে ।

ত্রিপুরা- ৩৬.৪২ শতাংশ
ছত্তিশগড়- ৩৫.৪৭ শতাংশ
মণিপুর- ৩৩.২২ শতাংশ
পশ্চিমবঙ্গ- ৩১.২৫ শতাংশ
মধ্যপ্রদেশ- ২৮.১৫ শতাংশ
অসম - ২৭.৪৩ শতাংশ
রাজস্থান- ২৬.৮৪ শতাংশ
জম্মু ও কাশ্মীর- ২৬.৬১ শতাংশ
কেরল- ২৫.৬১ শতাংশ
উত্তর প্রদেশ- ২৪.৩১ শতাংশ

কর্ণাটক- ২২.৩৪ শতাংশ

বিহার- ২১.৬৮ শতাংশ

মহারাষ্ট্র- ১৮.৮৩ শতাংশ

১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ টি আসনে ভোটগ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৬.৪২ % এবং মহারাষ্ট্রে সর্বনিম্ন ১৮.৮৩%।

এদিকে প্রথম দফার ভোটের ন্যায় দ্বিতীয় দফার ভোটেও অশান্ত বাংলা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাংলার দুটি লোকসভা আসনে বালুরঘাট এবং রায়গঞ্জে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে। বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফার ভোটে মোট ১,১৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৯৭ জন পুরুষ বাকি মহিলা প্রার্থী রয়েছেন। একজন প্রার্থী তৃতীয় লিঙ্গের প্রার্থী দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্ধিতা করছেন।

সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন; মালদহের নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ এবং নিরাপত্তা কর্মীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য জন্য ৩ টি হেলিকপ্টার,৪টি বিশেষ ট্রেন এবং ৪০ হাজার যানবাহন মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফার ভোটে আজ ভাগ্য পরীক্ষা হতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। টানা দ্বিতীয়বারের মতো কেরলের ওয়ানাডে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
গরম ও তাপপ্রবাহের কথা মাথায় রেখে বিহারের চারটি লোকসভা কেন্দ্রের বহু ভোটকেন্দ্রে ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

'তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী…..'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'আজ সারা দেশে দ্বিতীয় দফার ভোট চলছে। বিপুল সংখ্যক মানুষ ভোট দিচ্ছেন। আমি ভোটারদের কাছে আবেদন জানাতে চাই যে দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে, দেশকে আরও সমৃদ্ধ করে তুলতে দরিদ্রদের কল্যাণের জন্য, এমন একটি দল নির্বাচন করুন যে দল তার প্রতিশ্রুতি পালন করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম'। মোদিজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার জন্য দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন- নাগরিকত্ব দেওয়ার আইন হল CAA
প্রধানমন্ত্রী মোদী আজ মালদায় এক নির্বাচনী জনসভায় বলেছেন, টিএমসি এবং কংগ্রেস অবশ্যই বাংলায় নিজেদের মধ্যে লড়াইয়ের ভান করলেও তাদের আচরণ ঠিক একই রকমের। তারা উভয়েই তুষ্টির রাজনীতিতে বিশ্বাস করে । টিএমসি এবং কংগ্রেস নেতারা বলছেন যে তারা ক্ষমতায় এলে তারা সিএএ বাতিল করবে। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। টিএমসি সিএএ নিয়ে ক্রমাগত মিথ্যা ছড়াচ্ছে।

দ্বিতীয় দফার ভোটে কী বললেন সিএম যোগী?
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, 'নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ ১৩টি রাজ্যে ভোট হচ্ছে। গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী মোদীর কাজ নিয়ে দেশে উৎসাহ এবং ইতিবাচক উদ্দীপনা রয়েছে, আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী মোদীর কাজ জনগণের আশীর্বাদ পাচ্ছে। গোটা দেশ আবারও মোদি সরকারের সংকল্প পূরণে সাহায্য করবে। প্রধানমন্ত্রী মোদী ১০ বছরে দেশকে একটি নতুন দিক নির্দেশ দিয়েছেন। এই ১০ বছরে দেশ নতুন কিছু করে দেখিয়েছে। দেশে ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ সরকার গঠিত হবে'।

'প্রথম পর্বের চেয়েও বেশি ভোট প্রত্যাশিত'
মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী বলেছেন, 'আমি আশা করি প্রথম পর্বের চেয়ে বেশি ভোট হবে। আমরা জনগণের কাছে আবেদন করেছি বেশি করে ভোট দিন।

ভোট নিয়ে X-এ কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ এক পোস্টে বলেছেন, 'আজ আমার লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের সমস্ত আসনের ভোটারদের কাছে বিনীত অনুরোধ রইল যাতে তারা রেকর্ড সংখ্যায় ভোট দেন। যত বেশি ভোট হবে, আমাদের গণতন্ত্র তত শক্তিশালী হবে। আমাদের তরুণ ভোটারদের পাশাপাশি দেশের নারী শক্তির কাছে আমার বিশেষ আবেদন, তারা যেন উৎসাহের সঙ্গে ভোট দিতে এগিয়ে আসেন। আপনার ভোট আপনার আওয়াজ!'

দুপুর একটা পর্যন্ত ভোটের হার
কর্ণাটক - ৩৮.২৩ %
পশ্চিমবঙ্গ - ৪৭.২৯%
অসম- 4৪৬.৩১%
উত্তরপ্রদেশ - ৩৫.৭৩%
ছত্তিশগড় - ৫৩.০৯%
মধ্যপ্রদেশ - ৩৮.৯৬%
রাজস্থান - ৪০.৩৯%
কেরল - ৩৯.২৬%
ত্রিপুরা - ৫৪.৪৭%
জম্মু-কাশ্মীর - ৪২.৮৮%
বিহার - ৩৩.৮০%
মহারাষ্ট্র - ৩১.৭৭%
মণিপুর - ৫৪.২৬%

loksabha election 2024
Advertisment