রাজ্যে সাত দফার ভোটে তেমন কোনও অশান্তি হয়নি, অমিত শাহের রোড শো-তে সামান্য হিংসার ঘটনা ঘটেছে। এ বক্তব্য তৃণমূল নেত্রী, অভিনেতা-রাজনীতিবিদ মুনমুন সেনের।
বিদ্যাসাগর কলেজের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মুনমুন সেন এনডিটিভি-কে বলেন, "গত ৬ বছরে বাংলায় মেরুকরণ ঘটেছে বাঙালিদের জন্য নয়। অন্য সব রাজ্যে সামান্য হিংসার ঘটনার ঘটেছে কিন্তু কেউই গত পাঁচ বছরে উত্তর প্রদেশের হিংসার কথা বলছে না।"
অমিত শাহের রোড শো ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে হিংসায় বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয়। এ ঘটনার পর অভূতপূর্বভাবে নির্ধারিত সময়ের ২০ ঘণ্টা আগে প্রচার শেষ করে দেওয়ার নির্দেশ দেয় কমিশন।
মুনমুন সেন বলেন, "তৃণমূল থেকে অন্য দলে না চলে গেলে কোনও বাঙালি বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে পারে না।"
তিনি আরও বলেন, "আমরা কলকাতায় ধর্মনিরপেক্ষ... শিখ, ইহুদি, আর্মেনিয়ান, গুজরাটি, মুসলিম সবধরনের অবাঙালিরাও। এখানে এত রবীন্দ্রনাথের মূর্তি আছে, কেউ তো ভাঙেনি। এগুলো গুণ্ডামি।"
এর আগে আসানসোলের ভোটের দিনেও সেখানকার সন্ত্রাস নিয়ে ঠোঁটকাটা জবাব দিয়েছিলেন মুনমুন সেন। বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর নিয়ে প্রশ্নের উত্তরে তিনি সেদিন বলেছিলেন, দেরি করে ঘুম ভেঙেছে তাঁর।
এনডি টিভিকে তিনি বলেছিলেন, "ওরা এত দেরিতে বেড টি দিল যে আমার উঠতে দেরি হয়ে গেল। আর কী বলব বলো? আমি সত্যিই জানি না।"