Advertisment

সল্টলেকে ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত দু'পক্ষের বেশ কয়েকজন

মহিলাকে রাস্তায় ফেলে মারধর চলে। সংঘর্ষে উভয় শিবিরের কয়েকজন আহত হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
তৃণমূলে 'ঝুঁকে' একাধিক বিধায়ক! ঘর বাঁচাতে মরিয়া বিজেপি

মাথাভাঙায় তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর, কাঠগড়ায় বিজেপি

শনিবার সকালে পঞ্চম দফার ভোটগ্রহণ চলাকালীনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায় বিধাননগরের সুকান্তনগর এলাকায়। দু’পক্ষ একে অপরকে নিশানা করে ইট -পাথর বৃষ্টি শুরু করে। মহিলাকে রাস্তায় ফেলে মারধর চলে। সংঘর্ষে উভয় শিবিরের কয়েকজন আহত হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ।

Advertisment

বিজেপির অভিযোগ, শান্তিনগরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল তৃণমূল কর্মী, সমর্থকরা। বিজেপিকে ভোট দিলে ২রা মে-র পর দেখে নেওয়া হবে বলে চলছিলো শাসানো। বিজেপির ক্যাম্প অফিস ঘিরেও গন্ডগোল তৈরি হয়। গালিগালাজের অভিযোগ উঠেছে।

এর জেরে দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি বেঁধে যায়। গোলমালের খবর পেয়েই শান্তিনগরে পৌঁছন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। বলেন, 'বিধাননগরের এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল'। সব্যসাচীবাবু উপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

ঘটনার বেশ কিছুক্ষণ পরে শান্তিনগরে পৌঁছয় কমিশনের কুইক রেসপন্স টিম। তাদের সামনেও চলে উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্তিনগরে পুলিশ টহলদারি চালায়। আপাতত শান্তিতে শান্তিনগর।

তৃণমূল প্রার্থী সুজি বসু বলেছেন, '265 ও ২৭২ নম্বর বুথে ঝামেলা হয়েছে। আমাদের ২ জন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp West Bengal Election 2021 Saltlake West Bengal Assembly Election 2021
Advertisment