প্রথম দফার ভোটে EC-র দরবারে তৃণমূল-বিজেপি, বাহিনীর বিরুদ্ধে সরব শাসক শিবির

West Bengal Election Date 2021: এদিন তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ অন্যরা।

West Bengal Election Date 2021: এদিন তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ অন্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal 1st Phase Election 2021, West Bengal Election Date, 2021, বাংলার ভোট, প্রথম দফার ভোট, WB Election Date 2021

ছবি প্রতীকী।

বিধানসভা নির্বাচনের (West Bengal election 2021 Phase 1) প্রথম দফার ভোট শুরু হতেই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা শুরু বিজেপি তৃণমূলের। ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার দুপুর ১২টায় দশজন তৃণমূল সাংসদের প্রতিনিধি দল অভিযোগ জানাতে যায় কমিশনে। এর পাশাপাশি, রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সকাল থেকে যে অশান্তির খবর আসছে তা নিয়েও নালিশ জানায় তৃণমূল।  কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তৃণমূলের অভিযোগ, ‘ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ। চার জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রে প্রভাব তৈরির চেষ্টা চালানো হচ্ছে।‘ এদিন তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ অন্যরা।

Advertisment


পাশাপাশি ভোটের হার নিয়ে কমিশনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, 'ঘনঘন ভোটের হার পরিবর্তন করছে কমিশন। ৫ মিনিটে ভোটের হার কমে কীভাবে?'  প্রশ্ন তুলেছে তৃণমূল। ট্যুইটে ভোটের হার উল্লেখ করে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিন ভোট শুরু হওয়ার পর তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেছেন, 'মে মাসের ২ তারিখে বাংলায় তৃণমূল জিতবে। বাংলার মেয়ে বংলার বিশ্বাসঘাতকতে নিজের জায়গায় পরাজিত করবে। মোদি-শাহ সব ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাক।'

এদিন, তৃণমূল অভিযোগ জানায় যে, বুথে বসতে দেওয়া হচ্ছে না এজেন্টদের। অবাধে যাতায়াত চলছে বহিরাগতদের। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। এর আগে রাজ্যে প্রথম দফা নির্বাচন শুরুর পরেই কমিশনকে তোপ দেগে ট্যুইট করে তৃণমূল। ট্যুইটে লেখা হয়, এটা কী চলছে?! নির্বাচন কমিশন ব্যাখ্যা করুক, কীভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভোটদানের হার অর্ধেকেরও বেশি কমে গেল? এটা বিস্ময়কর! পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিককে অনুরোধ, দ্রুত বিষয়টি দেখুন। এই অভিযোগ আইটি সেল খতিয়ে দেখছে বলে কমিশন সূত্রে খবর।

Advertisment

অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিজেপিও যায় নির্বাচন কমিশনে। শনিবার দুপুর ২টোয় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এ রাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় যান নির্বাচন কমিশনে।

অপরদিকে, ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ দিয়ে শুরু হল বঙ্গে ভোট। আর সেই ভোটগ্রহণের শুরু থেকেই পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত অশান্তির আঁচ। যদিও ভোটগ্রহণের আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরার মতো বিধানসভা কেন্দ্র। ভোটের আগের রাতে পটাশপুর দু নম্বর ব্লক এলাকার সাতসতমাল এলাকায় গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পটাশপুর থানার ওসি ও কয়েকজন অফিসার-কর্মী। সেখানেই আক্রান্ত হন তাঁরা।

ওসি এবং কেন্দ্রীয় বাহিনীর এক সদস্য সহ আহত বেশ কয়েকজন পুলিশ। তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। আহত ওসিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার করা হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে তাঁকে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।