প্রার্থী হওয়ার পর তাঁকে নিয়ে তৈরি হওয়া মিম জনপ্রিয় হয়েছে ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায়। বিতর্ক সৃষ্টি হয়েছে ভোট প্রচারে বেরিয়ে গ্লাভস পরে ভোটারদের সঙ্গে হাত মেলানো নিয়েও। জনসভায় বক্তৃতা করতে গিয়ে একাধিকবার মেজাজ হারাতেও দেখা গিয়েছে তাঁকে। চলতি লোকসভা নির্বাচনে 'মোস্ট গ্ল্যামারাস' প্রার্থীদের অন্যতম, অভিনেত্রী মিমি চক্রবর্তী শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক হলফনামায় কী লিখেছেন তিনি।
নাম - মিমি চক্রবর্তী
বয়স - ৩০
শিক্ষাগত যোগ্যতা - স্নাতক। ২০১১ সালে আশুতোষ কলেজ থেকে পাশ করেছেন
মামলা - নেই
হাতে নগদ টাকা রয়েছে - ২৫ হাজার
ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণ - একটি ব্যাঙ্কে ৫৯,৮৯,৭৯০ টাকা ৬৫ পয়সা, অন্যটিতে ১২,৩৪০ টাকা ৭১ পয়সা।
বিনিয়োগ, শেয়ার, মিউচুয়াল ফান্ড - সব মিলিয়ে ১,৪৬,৬৯৪ টাকা
গাড়ি - ১। ডাস্টার আরএক্সএল, ২০১৩ সালে ১১,৭২,২৫০ টাকায় কেনা; ২। অডি এথ্রি, ২০১৭ সালে ৩০,৫১,০২৩ টাকায় কেনা।
অলংকার - মোট ২৭১.৪ গ্রাম, মূল্য ৫,৫৯,০১৩ টাকা। এর মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ৩,২৬,০০০ টাকা।
জমি - নেই
বাড়ি - চ্যাটার্জি রোডের ১,৬২০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট। বর্তমান বাজারদর - ১,১৯,২৮,৬৭৫ টাকা
ঋণ - ১৯,০০,৭৮৮ টাকা
মোট অস্থাবর সম্পত্তি - ১,২৪,৭০,১১ টাকা ৩৬ পয়সা
মোট স্থাবর সম্পত্তি - ১,১৯,২৮,৬৭৫ টাকা
যেদিন থেকে প্রচারে নেমেছেন, সেদিন থেকেই মিমি বুঝিয়ে দিয়েছেন, ভোটারদের হৃদয় ছোঁয়ার চেষ্টায় কোনও ত্রুটি রাখবেন না যাদবপুর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী। আগামী ১৯ মে ওই কেন্দ্রে ভোটগ্রহণ। সেসময় রমজান মাস চলবে। তাই সংখ্যালঘু ভোটারদের কথা ভেবে তিনিও ‘রোজা রাখবেন’ সেদিন এবং ভোট মিটলে বিকেলে ভোটারেদর সঙ্গে খেয়ে উপবাস ভঙ্গ করবেন বলে ঠিক করেছেন মিমি।
প্রার্থী হওয়ার পর থেকেই পুরোদমে প্রচারে নেমে পড়েছেন টলিউডের অন্যতম নায়িকা মিমি। গত মাসেই এক সভায় তাঁর প্রতিপক্ষ তথা বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে নাম না করে ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। তাঁর আরেক প্রতিপক্ষ, বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিয়ে অবশ্য বরাবরই সৌজন্যতা দেখিয়ে এসেছেন তৃণমূলের এই নবাগতা প্রার্থী।