/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/tmc-1.jpg)
প্রতীকী ছবি
তালিকা ঘোষণার এক সপ্তাহের মাথায় চার কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল। নদিয়া, বীরভূমের একটি করে আসন ও উত্তর ২৪ পরগনার দু'টি আসনে প্রার্থী বদল করেছে রাজ্যের শাসক দল।
শুক্রবার তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে, উত্তর ২৪ পরগনার আমডাঙা ও অশোকনগরে তৃণমূলের হয়ে ভোটে লড়াই করবেন যথাক্রমে রফইকূর রহমান ও নারায়ণ গোস্বামী। তফশিলি জাতি নির্ধারিত নদিয়ার কল্যাণী কেন্দ্রে তৃণমূল প্রার্থী অনুরুদ্ধ বিশ্বাস। এছাড়া, আরেক তপশিলি জাতি সংরক্ষিত কেন্দ্র বীরভূমের দুবরাজপুরে জোড়া-ফুলের প্রতীকে লড়বেন দেবব্রত সাহা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/nn-1.jpg)
উল্লেখ্য, তালিকা ঘোষণার পরই বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসীমা ধীবরকে নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভ ছিল৷ বেঁকে বসেছিলেনন স্বয়ং জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ফলে প্রার্থী বদলের বিপুল সম্ভাবনার কথা আগেই শোনা গিয়েছিল৷ যা এদিন বাস্তবায়িত হল।
আমডাঙা বিধানসভা কেন্দ্রে তৃণমূল দু'বারের জয়ী প্রার্থী রফিকূর রহমানের বদলে প্রার্থী করা হয়েছিল বাম আমলের প্রাক্তন মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা চিকিৎসক মোরতাজা হোসেনকে। অশোকনগর কেন্দ্রে প্রার্থী করা হয় গত দু'বারে বিধায়ক ধীমান রায়কে। কিন্তু এই কেন্দ্রের প্রার্থী নিয়েই স্থানীয় নেতৃত্বের অসন্তোষ ছিল। এলাকায় বিধায়কদের দেখা যায় না বলে অভিযোগ জেলা নেতৃত্বের। ফলে প্রার্থী বদলের দাবিতে চলে বিক্ষোভও। যার প্রভাব ইভিএম-এ পড়তে পারে বলে আশঙ্কা করেছিল তৃণমূল নেতৃত্ব। যার দরুন এদিন ওই দুই কেন্দ্রে প্রার্থী বদল করা হলে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন