Advertisment

Lok Sabha Election 2019: ভারতী ঘোষের প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনের দ্বারস্থ তৃণমূল

দিন কয়েক আগেই শীর্ষা অঞ্চলে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ১২ জন জখম হন। সেই অশান্তি ঘিরে দুই প্রতিদ্বন্দী দলের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। শনিবার ওই এলাকায় বিজেপি সমর্থকরা ভারতী ঘোষের সামনেই 'বিজেপি হটাও' স্লোগান দিতে থাকেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2019 Phase 1 Polling, লোকসভা নির্বাচন২০১৯ লাইভ, ভারতী ঘোষ

ভারতী ঘোষ।

কেশপুরে তৃণমূল কর্মীদের খুনের হুমকি দিয়ে শনিবার ফের বিতর্কে জড়িয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা একদা মমতা ঘনিষ্ঠ ভারতী ঘোষ। সূত্রের খবর, এই দোর্দণ্ডপ্রতাপ প্রাক্তন আইপিএস অফিসারের প্রার্থীপদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

Advertisment

উল্লেখ্য, শনিবার কেশপুরে ভারতী ঘোষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয় ভারতী ঘোষকে তৃণমূল কর্মীদের উদ্দেশে রীতিমতো খুনের হুমকি দিতে দেখা গিয়েছে।

'তৃণমূল কর্মীদের বাড়ি থেকে বার করে এনে কুকুরের মতো মারার' পাশাপাশি 'উত্তরপ্রদেশ থেকে লোক আনার' হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তৃণমূল এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে ভারতীর প্রার্থীপদ বাতিলের দাবি জানাবে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন- মমতাকে ‘কুকথা’, পাল্টা হুমকি তৃণমূল সুপ্রিমোর

দিন কয়েক আগেই শীর্ষা অঞ্চলে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ১২ জন জখম হন। সেই অশান্তি ঘিরে তৃণমূল-বিজেপির কাজিয়া আরও চরমে উঠেছে। শনিবার ওই এলাকায় তৃণমূল সমর্থকরা ভারতী ঘোষের সামনেই 'বিজেপি হটাও' স্লোগান দিতে থাকেন। তখনই মেজাজ হারিয়ে ভারতী দেবী বলেন, "মেরে যাচ্ছে আর ভয় দেখাচ্ছে। ভোট করতে দেবে না। টেনে টেনে বাড়ি থেকে বার করে কুকুরের মতো মারব। বলে গেলাম। ভোটের পরেও এক বছর ধরে খুঁজে খুঁজে মারব। টেনে টেনে বাড়ি থেকে বার করে আনব"।

এদিকে শনিবারের এই ঘটনার কিছুক্ষণ আগেই ঘাটালে সভা ও পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদা তাঁর খুবই ঘনিষ্ঠ আইপিএস অফিসার ভারতী ঘোষের নাম না করেই 'চোরের নেতা' বলে কটাক্ষ করেন মমতা। বলেন, "দেব (ঘাটালের তৃণমূলপ্রার্থী এবং বিদায়ী সাংসদ) এত নীচে নেমে রাজনীতি করতে পারবেন না"।

tmc
Advertisment