Advertisment

Lok Sabha Election 2019: উনিশের রণকৌশল স্থির করতে বর্ধিত কোর কমিটির বৈঠকে তৃণমূল

2019 Lok Sabha Elections: নজরুল মঞ্চে আজ তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে উনিশের ভোটযুদ্ধের দিকনির্দেশিকা দেবেন তৃণমূলনেত্রী। রাজ্যের ৪২টি আসনেই জেতার লক্ষ্যমাত্রা রাখছেন তৃণমূল নেতৃত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

General Election 2019: দেশের সাধারণ নির্বাচনে দলের রণকৌশল কী? আজই সে বিষয়ে স্পষ্ট বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, সোমবারের বৈঠকের মাধ্যমেই তৃণমূলের পক্ষ লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। নজরুল মঞ্চে এদিন তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে উনিশের ভোটযুদ্ধের দিকনির্দেশিকা দেবেন তৃণমূল নেত্রী। রাজ্যের ৪২টি আসনেই এবার জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। বাম-কংগ্রেস-বিজেপিকে এ ক্ষেত্রে এক ছটাক জমি ছাড়তে নারাজ দৃঢ়প্রতিজ্ঞ তৃণমূল কংগ্রেস।

Advertisment

দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। ক’দিন বাদেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে সোমবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে তৃণমূল ঠিক কী রণনীতি গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। অন্যদিকে, এবারের লোকসভা ভোটে জাতীয় স্তরে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারেন তৃণমূল নেত্রী। মোদী বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে যে বিরোধী ঐক্য তৈরি হয়েছে, সেই 'ইউনাইটেড ইন্ডিয়া'র অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দলের বৈঠক সেরেই বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই ফের দিল্লি পাড়ি দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এমতাবস্থায় মমতার এদিনের বৈঠকের উপর চোখ রাখছেন জাতীয় রাজনীতির কুশীলবরাও।

আরও পড়ুন, ভোট প্রস্তুতি শুরু, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে মমতা

নজরুল মঞ্চে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে যোগ দিচ্ছেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক-সহ সর্বস্তরের নেতা-কর্মীরা। মনে করা হচ্ছে, নেত-কর্মীদের উজ্জীবিত করতে এদিন বিশেষ 'ভোকাল টনিক' দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ রাজ্যে লোকসভার ৪২টি আসনের প্রত্যেকটিতেই জয়ী হওয়াই তৃণমূলের লক্ষ্য হলেও জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী এলাকার লোকসভার আসন নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সূত্রের খবর, রাজ্যের সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টেও এই অঞ্চলগুলির টালমাটাল পরিস্থিতির উল্লেখ রয়েছে। কয়েজন নেতার দলবদলের থেকেও এই সব এলাকার 'রাজনৈতিক অস্থিরতা' নিয়ে শঙ্কা বেশি তৃণমূলের অন্দরে।

Mamata Banerjee lok sabha 2019 General Election 2019 tmc
Advertisment