/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/mamata-delhi-press-conference-14-feb.jpg)
দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্য়োপাধ্যায় (ছবি- তাশি তোবগিয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস)
জাতীয় স্তরে জোটের তত্ত্ব দিলেও নিজের রাজ্যে 'একলা চলো' নীতি নিয়েই চলবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতা এদিন বলেন, মধ্য প্রদেশ, ছত্তিসগড়ের মত রাজ্যে কংগ্রেস যেহেতু শক্তিশালী, সে জন্য এ রাজ্যগুলিতে একাই লড়ছে কংগ্রেস। তেমনই, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হওয়াতে এখানে একাই লড়বে তৃণমূল।
আরও পড়ুন, ক্রমশ শক্তিশালী হচ্ছে মহাজোট
এদিন কাশ্মীরে সেনাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলার ঘটনার নিন্দার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের যথাযথ পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার দিল্লিতে বিরোধীদের ধর্না কর্মসূচির পর এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল, ফারুখ আবদুল্লারা। বৈঠক শেষে সংবাদমাধ্যমে রাহুল, কেজরির পাশে বসে আগাম জোটের কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। এদিনের বৈঠক ‘গঠনমূলক’ হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি। রাহুল গান্ধী আরও বলেন, “আমরা একসঙ্গে কাজ করতে দায়বদ্ধ।” মোদী সরকারকে হঠাতেই যে তাঁরা একে অপরের হাত ধরেছেন, একথাও বলেছেন সোনিয়া পুত্র। তবে বাংলায় জোট হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রাহুল।