Advertisment

'নন্দীগ্রামে জয় হবেই', পিছিয়ে থাকলেও প্রত্যয়ী মমতা

ছক উল্টে ইঙ্গিত, এবার পোস্টাল ব্যলটে শাসক দল তৃণমূলের পক্ষেই রায় দিয়েছেন সরকারি কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata nandidram bengal poll result 2021

মমতা বন্দ্যোপাধ্যয়

একুশের বাংলার মহারণের মধ্যমণি নন্দীগ্রাম। এই কেন্দ্রেই টক্কর তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারীর। ভোটের গণনাতেও লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। তবে প্রথম তিন রাউন্ডের শেষে পিছিয়ে রয়েছেন মমতা, এগিয়ে শুভেন্দু অধিকারী। ফালফলের এই ট্রেন্ডে অবশ্য দমে যেতে রাজি নন তৃণমূল সুপ্রিমো। উল্টে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

Advertisment

এদিন সকাল থেকেই কালীঘাটের বাড়িতে বলেই গণনায় চোখ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে গণনা চলাকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁরই জয় হবে। নন্দীগ্রাম-২-য়ের ইভিএম গণনা শুরু হলেই তৃণমূলের পক্ষে ব্যবধান বাড়বে।

অন্যদিকে ছক উল্টে ইঙ্গিত, এবার পোস্টাল ব্যলটে শাসক দল তৃণমূলের পক্ষেই রায় দিয়েছেন সরকারি কর্মীরা। এতে খুশি তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য গত দু'বার বিধানসবা ভোটে পোলস্টাল ব্যালটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস।

হুগলি, ঝাড়গ্রামে গত লোকসভায় বাল ফল করেছিল বিজেপি। এই দুই জেলার অধিকাংশ আসনেই এগিয়ে ছিল গেরুয়া শিবির। তবে ঘণনার প্রাথমিক পর্বে এইসব জেলায় ভাল ফলের ইঙ্গিত তৃণমূলের পক্ষে। এতে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, দঃ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদার ভোটের গণনাতেও তৃণমূলের পক্ষে বাল ভোটের ইঙ্গিত মিলছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee nandigram West Bengal Election 2021
Advertisment