Advertisment

Barak Valley: পর পর সব ট্রেন বাতিল, ভোট দিতে ফেরা হল না বরাক ভ্যালির বাঙালিদের, চক্রান্তের গন্ধ পাচ্ছে কংগ্রেস

Assam's Barak Valley: মূলত বরাক ভ্যালি বাংলাভাষী অধ্যুষিত এলাকা। সেখানে আজ শিলচর এবং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এই অঞ্চলের অধিকাংশ মানুষ ভিন রাজ্যে কাজ করেন, কেউ পড়াশোনার জন্য বাইরে যান। শুক্রবার অনেকেই রাজ্যে ফিরছিলেন ভোট দেওয়ার জন্য। যদিও সোমবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেল ঘোষণা করে, শিলচর এবং করিমগঞ্জের বদরপুর রুটের ৬টি ট্রেন বাতিল করা হয়েছে কারণ জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাংজাও এলাকার পার্বত্য অঞ্চলে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Train cancellations disrupt voting plans of many heading to Assam’s Barak Valley

ভোটের সময় ঘরে ফেরা বিশ বাঁও জলে অসমের বরাক উপত্যকার বাসিন্দাদের।

Assam’s Barak Valley: একের পর এক ট্রেন বাতিল। ভোটের সময় ঘরে ফেরা বিশ বাঁও জলে অসমের বরাক উপত্যকার বাসিন্দাদের। শুক্রবারই দ্বিতীয় দফার নির্বাচনে অসমের বরাক উপত্যকার শিলচর এবং করিমগঞ্জে ভোটগ্রহণ চলছে। তার আগে বৃহস্পতিবার ভিন রাজ্যে কর্মরত পুরুষ-মহিলারা দলে দলে অসমে ফিরতেন ভোট দেওয়ার জন্য। কিন্তু ৯টি ট্রেন বাতিল হয়েছে বৃহস্পতিবার রাতে, সাতটি বাতিল হয়েছে শুক্রবার সকালে। ফলে ঘরে ফেরা হয়নি অনেকের।

Advertisment

মূলত বরাক ভ্যালি বাংলাভাষী অধ্যুষিত এলাকা। সেখানে আজ শিলচর এবং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এই অঞ্চলের অধিকাংশ মানুষ ভিন রাজ্যে কাজ করেন, কেউ পড়াশোনার জন্য বাইরে যান। শুক্রবার অনেকেই রাজ্যে ফিরছিলেন ভোট দেওয়ার জন্য। যদিও সোমবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেল ঘোষণা করে, শিলচর এবং করিমগঞ্জের বদরপুর রুটের ৬টি ট্রেন বাতিল করা হয়েছে কারণ জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাংজাও এলাকার পার্বত্য অঞ্চলে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, বৃষ্টি এবং শ্রমিকের অভাবে লাইনে পরিষেবা স্বাভাবিক করতে দেরি হচ্ছে। শুক্রবার সন্ধেয় পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ট্রেন বাতিল মানে সড়কপথে ভোট দিতে পৌঁছতে গিয়ে নাজেহাল হয়েছেন অনেকে। অনেকে আবার পৌঁছতেই পারেননি।

আরও পড়ুন Birbhum BJP Candidate: শেষপর্যন্ত বিজেপির আশঙ্কাই সত্যি হল, মনোনয়ন বাতিল বীরভূমের পদ্ম প্রার্থীর

গুয়াহাটির পড়ুয়া সাদিকুল আহমেদ করিমগঞ্জে প্রথমবার ভোট দিতে যাচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত ভোট দিতে পারলেন না ট্রেন বাতিলের কারণে।

“গুয়াহাটি স্টেশনে, আমাদের বলা হয়েছিল যে আমাদের ট্রেনটি লুমডিং (করিমগঞ্জের বদরপুর স্টেশন থেকে ২০০ কিলোমিটার) পর্যন্ত যাবে। তবুও, আমরা অনেকেই বিকল্প পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রায় ৩টের দিকে লুমডিং পৌঁছলাম, এবং সড়কপথে যাতায়াতের জন্য যানবাহনের জন্য চাওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে ১,৮০০ টাকা… যেহেতু আমি আটকা পড়েছিলাম, তাই আমি ভোট না দিয়েই ফিরে আসি,” তিনি বলেন, গুয়াহাটি এবং লুমডিং স্টেশনে লোকজনের ভিড় ছিল শিলচর এবং বদরপুর যাওয়ার অপেক্ষায়।

অন্য একজন ভোটার, অসমের হোজাইয়ের একজন শিক্ষক বলেছেন, বৃহস্পতিবার রাত ১০.২৫টায় তার বদরপুরের ট্রেন হোজাই ছেড়ে যাওয়ার কথা ছিল। “যখন আমি পৌঁছেছিলাম, সর্বত্র এক হাজারেরও বেশি লোক ছিল এবং আমি জানতে পারি যে লুমডিং থেকে বদরপুর পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। এই মানুষদের বেশিরভাগই শ্রমিক এবং শেষ দিনেই ভোট দিতে যান, মজুরির দিনগুলি এড়াতে, "তিনি বলেছিলেন।

কংগ্রেসের করিমগঞ্জ হাফিজ রশিদ আহমেদ চৌধুরি বলেছেন, তিনি বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন। "নাগাল্যান্ডের ডিমাপুর থেকেও হাজার হাজার মানুষ এসেছেন… আমি সন্দেহ করি এর মধ্যে কিছু লুকানো হাত আছে, আমি এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরব।"

সব্যসাচী দে বলেছেন, শুক্রবার দুপুর পর্যন্ত লুমডিং রেলওয়ে স্টেশনে ৩০০ জন আটকে রয়েছেন। “নির্বাচনের কারণে, তাঁদের জন্য বাস সহজে পাওয়া যায় না। এই কারণেই আমরা গুয়াহাটি থেকে বাস পাঠিয়েছি, যা তাঁদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য শীঘ্রই লুমডিং পৌঁছবে,” তিনি বলেছিলেন।

CONGRESS Assam indian railway bjp loksabha election 2024
Advertisment