Advertisment

Lok Sabha Election 2019: পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিকে থাপ্পড়, ত্রিপুরা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের

ত্রিপুরা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পীযূষকান্তি বিশ্বাস বলেছেন দোষী প্রমাণিত হলে প্রদ্যোৎ কিশোরকে শাস্তি পেতেই হবে। একই সঙ্গে বিজেপি প্রার্থীর আইপিএস আধিকারিককে জীবনের হুমকি দেওয়ার ভিডিও নিয়ে ত্রিপুরা পুলিশ কেন চুপ, সেই প্রশ্নও করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha election 2019, election commission, ajay nayak, লোকসভা নির্বাচন ২০১৯, নির্বাচন কমিশন, অজয় নায়েক

ত্রিপুরা কংগ্রেসের সভাপতি তথা সে রাজ্যের রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তিকে থাপ্পড় মারার অভিযোগ নথিভুক্ত করল সে রাজ্যের পুলিশ। আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে খোয়াই জেলার জেল হেফাজতে ছিলেন মিন্টু দেব বর্মণ। ত্রিপুরা কংগ্রেসের সভাপতি প্রজ্ঞা দেববর্মণের কনভয় হামলার অভিযোগ ছিল মিন্টুর বিরুদ্ধে।

Advertisment

বৃহস্পতিবার প্রদ্যোৎ কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭, ৩৫২, ৩২৩ এবং ৫০৬ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ত্রিপুরা পুলিশ। এর আগেই অবশ্য প্রজ্ঞা দেববর্মণের তরফে হত্যার ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছিল।

ত্রিপুরার শাসক দল বিজেপির অভিযোগ প্রদ্যোৎ নিজের হাতে আইন তুলে নিয়েছেন। মিন্টু দেববর্মণকে থাপ্পড় দেওয়ার সিসিটিভি ফুটেজ দেখে প্রদ্যোৎকে 'বিপজ্জনক' তকমা দিয়েছে বিজেপি। সিসিটিভি ফুটেজ কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন, ভেলোরের পর এবার পূর্ব ত্রিপুরা, পিছিয়ে গেল নির্বাচন

খোয়াই থানার দায়িত্বে থাকা পার্থ চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন ২-৩ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য প্রদ্যোৎকে ডাকা হবে থানায়। প্রদ্যোৎ কিশোর ফেসবুকে লিখেছেন, "সরকার আমার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭, ৩৫২, ৩২৩ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমার বোনকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন যিনি, আমি শুধু তাঁর বিরুদ্ধে রুখে দারিয়েছি। ভাইয়ের আবেগ যারা বুঝতে পারবে, তাঁরা ঘটনাটা ঠিকই বুঝতে পারবে। ওরা যদি আমায় জেলে রাখতে চায়, রাখুক"।

ত্রিপুরা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পীযূষকান্তি বিশ্বাস বলেছেন দোষী প্রমাণিত হলে প্রদ্যোৎ কিশোরকে শাস্তি পেতেই হবে। একই সঙ্গে বিজেপি প্রার্থীর আইপিএস আধিকারিককে জীবনের হুমকি দেওয়ার ভিডিও নিয়ে ত্রিপুরা পুলিশ কেন চুপ, সেই প্রশ্নও করেছেন তিনি।

তুলাশিখর থেকে এক সভা সেরে আগরতলা ফিরছিলেন প্রজ্ঞা দেবি। সেই সময়ে প্রজ্ঞা দেবির কনভয় হামলার অভিযোগ ওঠে মিন্টু দেববর্মণের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতেই নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে দেওয়া হয়েছে পূর্ব ত্রিপুরা কেন্দ্রের লোকসভা নির্বাচনের দিন। ১৮ এপ্রিলের বদলে এই আসনে এবার ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল। বুধবার পূর্ব ত্রিপুরার আইন শৃঙ্খলা রক্ষার্থে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করলেন রাজ্য নির্বাচন কর্তৃপক্ষ।

election commission General Election 2019
Advertisment