Advertisment

Amit Shah On Congress: দলিত-ওবিসি ভোটে বিশেষ নজর, কংগ্রেসকে কটাক্ষ করে UCC বাস্তবায়নে শাহি গ্যারান্টি

শরিয়া আইনে নয়, সরকার গঠনের সঙ্গে সঙ্গেই গোটা দেশে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে'। নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah, Amit Shah slams Congress AAP, Congress, AAP, Lok Sabha Elections 2024, Uniform Civil Code, Indian express news, current affairs"

'শরিয়া আইনে নয়, সরকার গঠনের সঙ্গে সঙ্গেই গোটা দেশে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে'। নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

'শরিয়া আইনে নয়, সরকার গঠনের সঙ্গে সঙ্গেই গোটা দেশে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে'। নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নির্বাচনী জনসভা থেকেই হুঙ্কার ছুঁড়ে বলেন, 'দেশে রাম মন্দির, ৩৭০ ধারা যেমন বাতিল হয়েছে। ঠিক একই ভাবে দেশে অভিন্ন সিভিল কোড কার্যকর করা হবে আর এটাই প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি'।

Advertisment

বিজেপি সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে চালু করা হবে ইউনিফর্ম সিভিল কোড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'দেশে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করাই প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি। কংগ্রেস বলছে, দেশের সম্পদের ওপর প্রথম অধিকার মুসলমানদের। কিন্তু আমি বলছি দেশের সম্পদের ওপর দরিদ্র দলিত, ওবিসি ও আদিবাসীদের প্রথম অধিকার রয়েছে'।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এই দেশ চলবে ইউনিফর্ম সিভিল কোডে। এটাই আমাদের সংবিধানের চেতনা। আমরা উত্তরাখণ্ডে ইউসিসি নিয়ে এসেছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছেন যে আমরা সারা দেশে ইউসিসি বাস্তবায়ন করব। তিনি বলেছিলেন যে কংগ্রেস ৭০ বছর ধরে ৩৭০ ধারা বাতিল করতে পারেনি। যা মোদী ৫ অগাস্ট ২০১৯-এ করে দেখিয়েছেন।

পাশাপাশি অমিত শাহ বলেছেন, কংগ্রেস ৭০ বছর ধরে রামমন্দির ইস্যুটিকে চাপা দিয়ে রেখেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে এসসি, এসটি এবং ওবিসিদের প্রথম অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু, কংগ্রেস বলছে, এ দেশের সম্পদের ওপর প্রথম অধিকার মুসলমানদের। তিনি বলেন, বিজেপি কংগ্রেসের এই ইচ্ছা পূরণ হতে দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদেশ থেকে সন্ত্রাস ও নকশালবাদ নির্মূল করেছেন। কংগ্রেস ওবিসি বিরোধী দল বলে কটাক্ষ করে শাহ বলেন, বহু বছর ধরে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে ওবিসি শ্রেণীর লোকদের সংরক্ষণের সুবিধা দেয়নি কংগ্রেস।
কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, খড়গে সাহেব বলছেন, কাশ্মীরের সঙ্গে মধ্যপ্রদেশ, রাজস্থানের মানুষের কী সম্পর্ক? খড়গে সাহেব, এই দেশটা হয়তো ভাল করে জানেন না? মধ্য প্রদেশ, রাজস্থানে প্রতিটি সন্তান কাশ্মীরের জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

আরও পড়ুন - ‘Jai Shri Ram’ on UP Exam Paper: উত্তরপত্রে ‘জয় শ্রী রাম’, বুক ফুলিয়ে পাস বিফার্ম পড়ুয়ারা, যোগীরাজ্যে চাঞ্চল্যকর ঘটনা

এর পাশাপাশি তিনি বলেন, 'কংগ্রেস মুসলিম লীগের এজেন্ডা নিয়ে এগোচ্ছে। তিনি নকশালবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে কংগ্রেসকে কোণঠাসা করে বলেছেন, 'প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী দেশ থেকে সন্ত্রাসবাদের অবসান ঘটিয়েছেন'।

loksabha election 2024
Advertisment