Advertisment

Lok Sabha 2024: অবশেষে কাটল জট, মহারাষ্ট্রে এমভিএ জোটে আসন ভাগাভাগি চূড়ান্ত

মহারাষ্ট্রেও মিলেমিশে লড়বে ইন্ডিয়া জোট।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra News , MVA , Seat sharing in MVA , Maharashtra Lok Sabha Elections , Mahavikas Aghadi , Shiv Sena , Bharatiya Janata Party , Lok Sabha Elections 2024 , Sharad Pawar , Maha Vikas Aghadi",

মহারাষ্ট্রে এমভিএ জোটে আসন ভাগাভাগি চূড়ান্ত

মহারাষ্ট্রে আসন ভাগাভাগি নিয়ে অবশেষে আলোচনার মাধ্যমে কেটে গেল জট। মহারাষ্ট্রেও মিলেমিশে লড়বে ইন্ডিয়া জোট। মূলত মহা বিকাশ আগাড়ি জোটই মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে লড়বে। শিবসেনা (ইউবিটি) লড়বে ২১টি আসনে, কংগ্রেস লড়বে পারে ১৭ টি আসনে। অন্যদিকে, শরদ পওয়ারের এনসিপি লড়বে ১০টি আসনে। আজই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

Advertisment

মহারাষ্ট্রে, কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি-এর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। উদ্ধব ঠাকরের দল শিবসেনা (ইউবিটি) মোট ৪৮টি লোকসভা আসনের মধ্যে সর্বোচ্চ ২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে কংগ্রেস রাজ্যে ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শরদ পাওয়ারের দল এনসিপি (এসসিপি) ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সাংলি, ভিওয়ান্ডি এবং মুম্বই উত্তর আসন নিয়ে তিন দলের মধ্যে দ্বন্দ্ব ছিল। তবে এখন ছবিটা পরিষ্কার হয়ে গেছে। এনসিপি ভিওয়ান্ডি আসনে লড়বে। জোট সমঝোতার আওতায় সাংলি আসনটি শিবসেনা (ইউবিটি) এবং মুম্বই উত্তর আসন থেকে লড়বে কংগ্রেস।

এমভিএ এক সংবাদ সম্মেলনে আসন ভাগাভাগি নিয়ে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত জানান। এতে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, কংগ্রেসের রাজ্য সভাপতি নানা পাটোলে এবং এনসিপি (এসসিপি) প্রধান শরদ পাওয়ার এবং অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
লোকসভা নির্বাচনের জন্য কয়েকদিন আগে শিবসেনা (ইউবিটি) চার প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করে। এর আগে ১৭ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন উদ্ধব ঠাকরে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের সাতটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। সাতটি নামের মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের মেয়ে প্রণীতি শিন্ডের নাম রয়েছে।

loksabha election 2024
Advertisment