Advertisment

'শীতলকুচিতে নজিরবিহীন গণহত্যা হয়েছে', কমিশনকে তোপ মমতার

আগামী ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক নেতা কোচবিহারে ঢুকতে পারবেন না। সেই নির্দেশ ঘিরে কমিশনকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে কমিশনে তৃণমূল

ভবানীপুর-সহ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল।

ভোট চলাকালীন শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রসঙ্গে নির্বাচন কমিশনকে শিলিগুড়ি থেকে কড়া ভাষায় তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহারের শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙায় একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।

Advertisment

শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রবিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। রাতে নির্বাচন কমিশন জানায়, আগামী ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক নেতা কোচবিহারে ঢুকতে পারবেন না। সেই নির্দেশ ঘিরে কমিশনকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিক সম্মেলন থেকে কী কী বললেন মুখ্যমন্ত্রী?

  • অদক্ষ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আমাকে আটকাতেই এই আইন। আধা সেনাকে ক্লিনচিট দেওয়া হচ্ছে। আত্মরক্ষা করতে না কি গুলি চালিয়েছে। মোটেও তা নয়।
  • বুক লক্ষ্য করে গুলি করেছে কেন্দ্রীয় বাহিনী, নৃশংসভাবে হত্যা করেছে।
  • গুলিকান্ডের পর তথ্য চাপা দেওয়ার চেষ্টা চলেছে। তাই ৭২ ঘন্টার নিষেধাজ্ঞা।
  • নির্বাচন কমিশন যা করছে তা নজিরবিহীন। শীতলকুচিতে গণহত্য়া হয়েছে। মডেল কোড অব কনডাক্ট-এর নাম বদলে মোদী কোড অব কনডাক্ট করে দিক কমিশন।
  • আমাকে কেন মাথাভাঙ্গায় কেন যেতে দেওয়া হল না. নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হল না।
  • নির্বাচন কমিশনকে সম্মান করি, কিন্তু এখন আটকালেও মানুশষের পাশে থাকা আটকাতে পারবে না।
  • ওরা মিষ্টি মুখে খুন করেছে.

প্রসঙ্গত, রবিবার সকালেই কোচবিহারে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু কমিশনের নির্দেশের পরে তিনি যাবেন না বলেই জানা যায়। তার পরেই টুইট করে নিজের ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। নির্বাচন কমিশনকে কটাক্ষ করে রবিবার সকালে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘মডেল কোড অব কনডাক্ট’-এর নাম বদলে ‘মোদী কোড অব কনডাক্ট’ করুক কমিশন। তার পরই তিনি লিখলেন, তিন দিন আটকানো গেলেও চতুর্থ দিন তিনি শীতলকুচি তিনি যাবেনই।

এদিন সাংবাদিক বৈঠকের মধ্যেই নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment