/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/evm-tampering.jpg)
অননুমোদিত গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় (ছবি- টুইটার)
সব ইভিএম স্ট্রং রুমে তালাবন্ধ করা আছে, কড়া নিরাপত্তার মধ্যে। উত্তরপ্রদেশে মুখ্য নির্বাচন আধিকারিক ফের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন ইভিএম বদল ঘটানোর কোনও সম্ভাবনা নেই, জনগণকে তিনি নির্ভয়ে থাকতে বলেছেন এবং তাঁদের উপর আস্থা রাখতে বলেছেন।
সংবাদসংস্থা এএনআই নির্বাচন কমিশনকে উদ্ধৃত করেছে। "সমস্ত ক্ষেত্রেই, ইভিএম এবং ভিভিপ্যাট পার্টির প্রার্থীদের সামনে সিল করা হয়েছে এবং তার ভিডিও তোলা হয়েছে। নিরাপত্তাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। প্রার্থীরা স্ট্রংরুমে প্রবেশ করে দেখে আসতে পারেন এবং তাঁদের কোনও প্রতিনিধি ২৪ ঘণ্টা সেখানে উপস্থিত থাকতে পারেন।"
Statement issued by RO Ghazipur, Uttar Pradesh@PIB_India@DDNewsLive@ceoup@airnewsalerts@ECISVEEPpic.twitter.com/vQI5jRsY7C
— Sheyphali Sharan (@SpokespersonECI) May 21, 2019
এই দুই বিবৃতি প্রকাশিত হয়েছে সোশাল মিডিয়ায় একটি ভিডিও নিয়ে হৈচৈ শুরুর পর। ওই ভিডিওতে দেখা যাচ্ছে উত্তর প্রদেশের চান্দৌলি এবং গাজিপুর কেন্দ্রে ভোটের একদিন পর একটি ট্রাক থেকে ইভিএম নামানো হচ্ছে। এই দুই কেন্দ্রে ভোট হয়েছে গত রবিবার, লোকসভা ভোটে সপ্তম দফার ভোটের পর।
ইভিএম অন্যত্র পাঠানো হচ্ছে এবং অননুমোদিত গাড়িতে সেগুলিকে রাখা হচ্ছে কোনও রকম নিরাপত্তা ছাড়াই- এরকম বেশ কিছু ছবি এর মধ্যেই প্রকাশিত হয়েছে। বিহার, হরিয়ানা এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে ইভিএমের কারচুপির অভিযোগ উঠেছে।
ঘটনাচক্রে এই বিতর্ক সামনে আসার দিনই ২০টিরও বেশি বিরোধীদলের নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপও মিলিয়ে দেখার কথা বলেন।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে প্রতিটি বিধানসভার পাঁচটি পোলিং স্টেশনের ইভিএম পরিসংখ্যানের সঙ্গে ভিভিপ্য়াট স্লিপ মিলিয়ে দেখতে হবে।
Read the Full Story in English