Advertisment

Usman Gani On Modi: মুসলিমদের নিয়ে মোদীর মন্তব্যের নিন্দা, বহিষ্কারের পর গ্রেফতার বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা

মোদীর মন্তব্যের বিরুদ্ধে আওয়াজ তোলায় তাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি, এখন গ্রেফতার হলেন বিজেপির সেই সংখ্যালঘু মোর্চার নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
usman ghani news,

মোদীর সমালোচনা করাতেই কী গ্রেফতার হতে হল প্রাক্তন বিজেপি নেতাকে?

মুসলিমদের নিয়ে মোদীর মন্তব্যের নিন্দা, বহিষ্কারের পর গ্রেফতার বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা। মাত্র ৩ দিন আগেই মোদীর মন্তব্যের বিরুদ্ধে আওয়াজ তোলায় তাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি, এখন গ্রেফতার হলেন বিজেপির সেই সংখ্যালঘু মোর্চার নেতা। আসুন জেনে নেওয়া যাক কে এই উসমান ঘানি।

Advertisment

মোদীর সমালোচনা করাতেই কী গ্রেফতার হতে হল প্রাক্তন বিজেপি নেতাকে?
রাজস্থানের সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করে মোদী বলেছিলেন ‘যাঁদের বেশি সন্তান আছে’ তাঁদের মধ্যে ‘মা বোনেদের সোনা বিলিয়ে দেবে’ কংগ্রেস। মোদীর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠে রাজ্য-রাজনীতিতে। কংগ্রেসের তরফে মোদীর এই মন্তব্যের তীব্র বিরোধীতা করা হয়। শুধু যে কংগ্রেস মোদীর এই মন্তব্যের সমালোচনা করেছে তাই নয়। মোদীর এই মন্তব্যের জেরে দলের অন্দরেও বিতর্কের ঝড় উঠে। বিজেপির তৎকালীন সংখ্যালঘু সেলের নেতা উসমান ঘানি মোদীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেন। যার জেরে মাত্র তিন দিন আগে তাঁকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। এবার তাঁকেই আটক করেছে পুলিশ। জানা গিয়েছে শনিবার তাঁকে আটক করা হয়েছে।

উল্লেখ্য উসমান গনি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদীর করা মন্তব্যকে অযৌক্তিক বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী যদিও দলের সবচেয়ে বড় মুখ, মুসলিম সম্প্রদায়ের বিষয়ে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন তা একেবারেই কাম্য নয়'। পাশাপাশি তিনি এও বলেছিলেন যে বিজেপি শুধু নরেন্দ্র মোদীর একার নয়।

রাজস্থানের মোট ২৫টি লোকসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে, বিকানের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি উসমান ঘানিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। মাত্র তিন দিন আগে তাঁকে দল থেকে বহিষ্কার করেছিল বিজেপি। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যে বিবৃতি দিয়েছিলেন তার জন্য বিজেপির এই সংখ্যালঘু সেলের নেতাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন - Srijan Bhattacharya: বামেরা ফিরলেই লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার? ভোট আবহে জোর চর্চায় সৃজন-উবাচ!

আসলে, উসমান ঘানি কয়েকদিন আগে একটি সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি রাজস্থানের সভা থেকে প্রধানমন্ত্রী মোদীর করা মন্তব্যকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'যদিও প্রধানমন্ত্রী দলের সবচেয়ে বড় মুখ, তবুও তিনি যেভাবে মুসলিম সম্প্রদায়ের বিষয়ে বক্তব্য দিয়েছেন তা একেবারেই কাম্য নয়'। পাশাপাশি তিনি এও বলেছিলেন যে 'বিজেপি শুধু নরেন্দ্র মোদীর দল নয়'। এর পাশাপাশি তিনি আরও বলেছিলেন যে 'বিজেপি রাজ্যের ২৫ টির মধ্যে প্রায় ৩-৪টি আসন হারাবে'। গনির এই বক্তব্য কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। যা লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। এরপর ঘানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় দল।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ঘানিকে বহিষ্কারের মাত্র চারদিন পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। যা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। উসমান ঘানি ২০০৫ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন থেকেই তিনি দলের সঙ্গে ছিলেন। এর আগে ঘানি এবিভিপি কর্মী ছিলেন। ঘানি বর্তমানে দলের সংখ্যালঘু ফ্রন্টের জেলা সভাপতি ছিলেন। এর আগে তিনি সহ-সভাপতিসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

modi
Advertisment