তেজ বাহাদুর যাদবকে মনে আছে? নামটা অনেকের কাছে হয়ত চেনা ঠেকবে না। সেই যে বিএসএফ জওয়ান খাবার নিয়ে অভিযোগ জানিয়েছিলেন! সে অভিযোগের জেরে ২০১৭ সালে চাকরি গিয়েছিল তাঁর। তিনি এবারের ভোটে নির্দল প্রার্থী হিসেবে বারাণসী কেন্দ্র থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু এখন স্থির হয়েছে তিনি লড়বেন সমাজবাদী পার্টির প্রতীক চিহ্নে। এর আগে সপার হয়ে শালিনী যাদব বারাণসী থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
মার্চ মাসে তেজবাহাদুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে চাকরি খুইয়েছি। আমার প্রাথমিক লক্ষ্য বাহিনীকে শক্তিশালী করা এবং দুর্নীতিমুক্ত করা।“
২০১৭ সালে একটি ভিডিওয় সেনাবাহিনীর পোশাক পরিহিত তেজবাহাদুরের ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওয় তিনি সীমান্তে কর্মরত জওয়ানদের খাবারের খারাপ মান নিয়ে অভিযোগ তুলেছিলেন। সে সময়ে তেজবাহাদুর মান্ডি মন্দির হেডকোয়ার্টারের ২৯ নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং তাঁর পোস্টিং ছিল পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে।
নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁর চাকরি গিয়েছিল। তাঁর বিরুদ্ধে কর্মরত অবস্থায় দুটি মোবাইল ফোন বহন করা এবং সোশাল মিডিয়ায় উর্দি পরিহিত ছবি পোস্ট করা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে তেজবাহাদুরকে প্রার্থী করার জন্য অখিলেশ যাদবকে অভিনন্দন জানিয়েছেন।
সমাজবাদী পার্টির প্রধানের প্রশংসা করে হিন্দিতে কেজরিওয়াল টুইটে লেখা আছে, “একদিকে এমন একজন মানুষ যিনি দেশের জন্য প্রাণের ঝুঁকি নিয়েছেন এবং জওয়ানদের অধিকারের জন্য লড়তে গিয়ে চাকরি খুইয়েছেন, আর অন্যদিকে এমন একজন ব্যক্তি যিনি দাবি তোলার জন্য এক জওয়ানের চাকরি খেয়েছেন এবং শহিদ জওয়ানদের নামে ভোট চাইছেন।“
বারাণসী কেন্দ্রে ভোট হবে আগামী ১৯ মে, সপ্তম তথা শেষ দফায়। সোমবারই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
Read the Story in English