YSRCP Office Demolished: জগনের কাছ থেকে 'কান্নার' প্রতিশোধ নিচ্ছেন নাইডু? অন্ধ্রেও এবার বুলডোজার অ্যাকশন, ওয়াইএসআরসিপি দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়া নিয়ে চন্দ্রবাবু নাইডুকে নিশানা করেছেন YSRCP প্রধান ওয়াইএস জগন মোহন রেড্ডি।
অন্ধ্রপ্রদেশে ক্ষমতার পালাবদল হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরেছে তেলেগু দেশম পার্টি (টিডিপি)। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। 'স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছেন নাইডু', বলে তোপ দেগেছেন তিনি।
অন্ধ্রপ্রদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু প্রতিহিংসার রাজনীতি অব্যাহত। শনিবার সকালে বিজয়ওয়াড়ার (ওয়াইএসআরসিপি) পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কার্যালয় ভাঙতে বুলডোজার ব্যবহার করা হয়। ওয়াইএসআরসিপি-এর তরফে এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি বলে অভিহিত করা হয়েছে ।
YSRCP ঘটনাকে 'প্রতিহিংসার রাজনীতির সূচনা' বলে অভিহিত করেছে। অবৈধ জমির উপর ওই দলীয় কার্যালয় গড়ে তোল হচ্ছিল বলে দাবি প্রশাসনের। রাজ্যের ইতিহাসে দলীয় কার্যালয় ভেঙে ফেলার এটিই প্রথম ঘটনা।
আরও পড়ুন : < Nitish-Naidu On NEET Controversy: ‘অনিবার্য কারণে’ মুখে কুলুপ নীতীশ-নাইডুর, সরকারের শরিক থেকে দায় এড়ানো যাবে কী? >
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে লক্ষ্য করে, YSRCP প্রধান ওয়াইএস জগন মোহন রেড্ডি শুক্রবার গুন্টুর জেলায় দলীয় কার্যালয় ভেঙে ফেলার বিষয়ে বলেছেন যে টিডিপি প্রধান "একজন স্বৈরশাসকের মতো" আচরণ করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে গিয়ে দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ এনেছে রাজ্য সরকারের বিরুদ্ধে।
দলের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে শুক্রবার YSRCP অন্ধ্র প্রদেশ হাইকোর্টে আপিল করার পর আদালত যে কোন ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দেয়।
'আইন ও ন্যায়বিচার সম্পূর্ণরূপে বিলুপ্ত': অন্ধ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে জগন
প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের নবগঠিত এনডিএ সরকারকে কটাক্ষ করে এবং যোগ করেছেন যে এই ধ্বংস ইঙ্গিত দেয় যে আগামী পাঁচ বছরে নাইডুর রাজত্ব কেমন হবে। তিনি তার পোস্টে বলেছেন, "রাজ্যে আইনের শাসন সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে ।"