Advertisment

Rahul Gandhi: 'আপনাদের ভোটার বলে ভাবিনা', মনোনয়ন পেশের আগে একী বললেন রাহুল?

কেরলে এই বছরের লোকসভা নির্বাচনের ভোট হবে ২৬ এপ্রিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi in Wayanad

বুধবার, ওয়ানাদ জেলায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী দলের নেতা প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি ভেনুগোপালের সাথে। (পিটিআই ছবি)

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন! তার পরই মহারণ। ২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষের পথে। এর মাঝে তাক লাগানো রোড শো'য় ওয়েনাডে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দেন তিনি। এদিন রাহুলের সঙ্গে ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং দলের অন্যান্য সিনিয়র নেতারা। ওয়েনাড জেলা শাসকের কাছ মনোনয়নপত্র জমা দেন রাহুল গান্ধী।

Advertisment

মনোনয়ন জমা দেওয়ার আগে জমকালো এক রোড'শো'য়ে অংশ নেন রাহুল। রোডশো শেষে জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, তিনি এই পার্বত্য নির্বাচনী এলাকার মানুষের সমস্যাগুলির প্রতি দেশ ও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সর্বদা প্রস্তুত।

রাহুলের বিরুদ্ধে ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে বিজেপির রাজ্য সভাপতি সুরেন্দ্রন এবং ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) নেতা অ্যানি রাজা প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য ২০১৯- লোকসভা ভোটে রাহুল একই আসন থেকে চার লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। কেরলে এই বছরের লোকসভা নির্বাচনের ভোট হবে ২৬ এপ্রিল।

মনোনয়নের এই বিশেষ দিনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় রাহুল গান্ধীকে। প্রিয় নেতাকে চোখের দেখা দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এদিন ভাষণে রাহুল বলেন, “আমি যখন পাঁচ বছর আগে ওয়েনাডে এসেছিলাম, আমি এখানে নতুন ছিলাম, কিন্তু আপনারা আমাকে সাংসদ হিসাবে নির্বাচত করেছেন। সেই সঙ্গে আপনারা আমাকে পরিবারের সদস্য'র মত ভালবাসা দিয়েছেন। এখানকার মানুষ আমার কাছে পরিবারের থেকে কম কিছু নয়। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।"

রাহুল বলেন, ওয়ানাডের সাংসদ হওয়া আমার জন্য সম্মানের। আমি আপনাদের ভোটার হিসাবে ভাবি না। আমার কাছে প্রিয়াঙ্কা যেমন, আপনারা সকলেই ঠিক তেমন। ওয়ানাডের এই বাড়িতে আমার বোন আছে, আমার ভাই আছে, আমার মা আছে এবং আমার বাবা আছে"।

rahul gandhi loksabha election 2024
Advertisment