Advertisment

CWC meet: 'স্বৈরাচারী শক্তিকে উপযুক্ত জবাব', ইণ্ডিয়া জোটের ভবিষ্যত কী? বড় আপডেট দিলেন খাড়গে

তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার এক দিন আগে বৈঠকে, কংগ্রেস পার্টির প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, জনগণ "স্বৈরাচারী শক্তিকে উপযুক্ত জবাব" দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress analyses poll losses in MP and Chhattisgarh state leaders come in for criticism , মধ্যপ্রদেশ- ছত্তিশগড়ে কেন হারল কংগ্রেস? রাজ্য নেতাদের যুক্তিতে তাজ্জব রাহুল-খাড়গে

রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে।

Congress chief Kharge: 'স্বৈরাচারী শক্তিকে উপযুক্ত জবাব', ইণ্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে বিরাট কথা বললেন মল্লিকার্জুন খাড়গে।

Advertisment

বিরোধী দলের নেতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে, বেশিরভাগ সিনিয়র নেতারা রাহুল গান্ধীকে এই দায়িত্ব সামলানোর বিষয়ে তাঁদের মত প্রকাশ করেছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি বলেছেন, “আমাদের চাওয়া ১৪০ কোটি মানুষের দাবির মতোই। (কংগ্রেস সাংসদ) রাহুল গান্ধীকে বিরোধী দলের দায়িত্ব সামলাতে হবে"।

তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার এক দিন আগে বৈঠকে, কংগ্রেস পার্টির প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, জনগণ "স্বৈরাচারী শক্তিকে উপযুক্ত জবাব" দিয়েছে। তিনি আরও বলেন, "আমাদের অবশ্যই সুশৃঙ্খল হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ আমাদের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছে এবং আমাদের সেই বিশ্বাস বজায় রাখতে হবে। জনসাধারণের রায়কে সত্যিকারের বিনয়ের সঙ্গে আমরা মেনে নিয়েছি। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, কংগ্রেসের কাজ অব্যাহত থাকবে। আমাদের জনগণের মধ্যে ২৪ ঘন্টা, ৩৬৫ দিন কাজ করতে হবে এবং তাদের সমস্যাগুলি সংসদে তুলে ধরতে হবে।"

আরও পড়ুন : < Kangana Ranaut Case: অবিচার যেন না হয়, চড় কাণ্ডে সিআইএসএফ কনস্টেবলের পাশে কৃষক সংগঠন >

ভোটের ফলাফল প্রসঙ্গে ইন্ডিয়া জোটের ভুমিকার কথা স্মরণ করে খাড়গে বলেন, "নির্বাচনী ফলাফল থেকে এটা স্পষ্ট ইন্ডিয়া জোটের প্রত্যেক দল তাদের দায়িত্ব পালন করেছে। ফলাফলে অবদান রেখেছে। আমাদের দৃঢ় সংকল্প হল ইণ্ডিয়া জোটকে আগামী দিনে আরও শক্তিশালী করে তোলা। আমাদের অবশ্যই পার্লামেন্টে এবং বাইরে সমন্বিতভাবে এবং সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে”।

দেশের গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে সর্বস্তরের মানুষ কংগ্রেসকে সমর্থন করেছে বলে উল্লেখ করে খাড়গে কংগ্রেসের বৈঠকে বলেছেন, " মণিপুরে, আমরা উভয় আসনেই জিতেছি। আমরা নাগাল্যান্ড, অসম এবং মেঘালয়েও আসন জিতেছি। মহারাষ্ট্রে, আমরা একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছি। দেশের গণতন্ত্র রক্ষার জন্য সর্বস্তরের মানুষ কংগ্রেসকে সমর্থন করেছে।" তিনি বলেন, এসসি, এসটি, ওবিসি, এবং সংখ্যালঘু ভোটারদের পাশাপাশি গ্রামীণ অঞ্চলে আমাদের আসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য ভাবে"।

তিনি যোগ করেছেন, "আমরা শীঘ্রই প্রতিটি রাজ্যের ফলাফল নিয়ে পৃথক আলোচনা করব। যেখানে আমাদের সুযোগ রয়েছে তাকে কাজে লাগাতে হবে"।

CONGRESS Mallikarjun Kharge loksabha election 2024
Advertisment