Advertisment

west bengal assembly by election results updates: চার কেন্দ্রে উপনির্বাচন, কে কত ভোট পেলেন? কত ব্যবধানে জয়?

চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিরাট জয়, বিজেপির বিপর্যয়। উপনির্বাচনের লড়াইয়ে ৪-০ ব্যবধানে জয় তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal by poll result

চার কেন্দ্রে সবুজ সুনামি

west bengal assembly by election results updates: রাজ্যের চার বিধান সভা উপনির্বাচনে সবুজ ঝড়। লোকসভা ভোটের পর ফের বাংলায় ধরাশায়ী বিজেপি।চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিরাট জয়, বিজেপির বিপর্যয়। উপনির্বাচনের লড়াইয়ে ৪-০ ব্যবধানে জয় তৃণমূলের। লোকসভা ভোটেও তিনটি আসনে এগিয়েছিল BJP। এবার তিনটি বিধানসভা আসনই হাতছাড়া গেরুয়া শিবিরের। বিজেপির থেকে রায়গঞ্জ, বাগদা ছিনিয়ে নিল তৃণমূল। বিজেপির রানাঘাট দক্ষিণও এবার তৃণমূলের দখলে চলে গেল। মানিকতলাতেও সবুজ ঝড়।

Advertisment

একনজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কোন প্রার্থী মোট কত ভোট পেয়েছেন? কে কার থেকে কত ভোটে এগিয়ে?

কেন্দ্র বাগদা-

জয়ী- তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

মোট ভোট পেয়েছেন- ১,০৭, ৭০৬ ভোট

জয়ের ব্যবধান- ৩৩,৪৫৫ ভোট

অন্যদিকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস পেয়েছেন মোট ৭৪,২৫১টি ভোট।

তৃতীয় স্থানে রয়েছেন-ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস।

প্রাপ্ত ভোট -৮,১৮৯টি।

কেন্দ্র রাণাঘাট দক্ষিণ-

জয়ী তৃণমূলের মুকুট মণি অধিকারী

প্রাপ্ত ভোট- ১,১৩,৫৩৩টি

জয়ের ব্যবধান- ৩৯,০৪৮ ভোট

দ্বিতীয় স্থানে রয়েছেন- বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস

প্রাপ্ত ভোট- ৭৪,৪৮৫টি

তৃতীয় স্থানে রয়েছেন- অরিন্দম বিশ্বাস (সিপিএম)

প্রাপ্ত ভোট মাত্র-১৩,০৮২টি

কেন্দ্র রায়গঞ্জ-

জয়ী প্রার্থী- কৃষ্ণ কল্যাণী ( সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস )

প্রাপ্ত ভোট- ৮৬,৪৭৯

জয়ের ব্যবধান- ৫০,০৭৭ ভোট

দ্বিতীয় স্থানে রয়েছেন- বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ

প্রাপ্ত ভোট- ৩৬,৪০২ ভোট।

তৃতীয় স্থানে রয়েছেন- মোহিত সেনগুপ্ত (কংগ্রেস)

প্রাপ্ত ভোট- ২৩,১১৬টি

কেন্দ্র মানিকতলা-

জয়ী প্রার্থী- সুপ্তি পান্ডে (সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস)

প্রাপ্ত ভোট- ৮৩,১১০

জয়ের ব্যবধান- ৬২,৩১২

দ্বিতীয় স্থানে রয়েছেন- কল্যাণ চৌবে (ভারতীয় জনতা পার্টি)

প্রাপ্ত ভোট- ২০,৭৯৮

তৃতীয় স্থানে রয়েছেন- রাজীব মজুমদার (সিপিএম)

প্রাপ্ত ভোট- ৯,৫০২ টি ভোট

bypoll West Bengal
Advertisment