/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/virendra.jpg)
নির্বাচনের প্রাক্কালে ফের বড় পদক্ষেপ নিল কমিশন। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরাল নির্বাচন কমিশন। বরং রাজ্য পুলিশের নতুন ডিজিপি নীরজনয়ন। জানান হয়েছে যে নির্বাচনের কোনও দায়িত্বে থাকতে পারবেন না বীরেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে কমিশন।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা কমিশন এবার ভোটের নিয়মবিধি ঘোষণা হতেই ADG আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দেয় কিছুদিন আগে। ওই পদে দায়িত্ব দেওয়া হয় দমকলের ডিজি জগমোহনকে।
Election Commission transfers West Bengal DGP Virendra, posts IPS P. Nirajnayan in his place pic.twitter.com/zjlu0dpYn8
— ANI (@ANI) March 9, 2021
উল্লেখ্য, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর বিরুদ্ধে বারবার অভিযোগ আনে বিরোধীরা। তাঁরা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছে। ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার পদেও রদবদল ঘটে। অনুজ শর্মাকে সরিয়ে কলকাতার CP করা হয়েছে সৌমেন মিত্রকে। অনুজ শর্মাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ADG (CID) পদে।