Advertisment

Elections Exit Poll Results 2021: একাধিক একজিট পোলে ইঙ্গিত, বাংলায় ক্ষমতায় ফের তৃণমূল

Elections Exit Poll Results 2021: সি ভোটার, সিএনএক্স, সিএনএন নিউজ ১৮-সহ একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষায় উঠে আসছে, নবান্নে ফের মমতা-ই।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, West Bengal ElectionPolls result 2021

এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Elections Exit Poll Results 2021 Live Updates: রাজ্যে শেষ দফার নির্বাচন শেষ হতেই টানটান উত্তেজনা। বাংলায় ক্ষমতায় ফের কোন দল, তা জানতে বুথফেরত সমীক্ষার দিকে তাকিয়ে রাজ্যবাসী। উৎকণ্ঠার প্রহর পেরিয়ে একুশের মহারণের একজিট পোল প্রকাশ করল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংস্থা CVoter। তাঁদের সমীক্ষায় উঠে এল, নবান্নে ফের ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষায় দাবি, তৃণমূল পেতে চলেছে ১৫২-১৬৪টি আসন, বিজেপি পেতে চলেছে ১০৯ থেকে ১২১টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে চলেছে ১৪-২৫টি আসন। এর অর্থ গতবারের তুলনায় আসন সংখ্যা কমলেও ম্যাজিক ফিগার নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। ভোট শতাংশের হিসাবে, তৃণমূল পেতে পারে ৪৩ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৯ শতাংশ ভোট।

Advertisment

এদিকে, অষ্টম দফায় ঢেলে ভোটদান হল জেলায়। সেখানে গরম এবং করোনা আতঙ্কে কিছুটা কম ভোট পড়েছে উত্তর কলকাতায়। ৬০%-এর নীচে ভোটে পড়েছে শহরের ৭টি বিধানসভা কেন্দ্রে। এদিন সাড়ে ৫টা পর্যন্ত ৩৫টি আসনে গড়ে ভোট পড়েছে ৭৬%। এদিন বীরভূমে ভোট পড়েছে ৮১.৮৭%, উত্তর কলকাতায় ৫৭.৫৩%, মালদায় ভোটে পড়েছে ৮০.০৬% আর মুর্শিদাবাদে ভোটদানের হার ৭৮.০৭% । এদিন বিক্ষিপ্ত গোলমাল বাদ দিলে শান্তিতেই ৪ দফার ৩৫টি আসনে হয়েছে ভোটগ্রহণ।

তবে শেষ দফা এড়াতে পারেনি রক্তপাত। বেলা বাড়তেই রক্ত ঝরল বোলপুরে। সেই আসনের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে 'হামলা।' রীতিমতো বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বাঁশ, লাঠি, ইট হাতে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে বলে অভিযোগ। এই ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছে। তাঁর মাথা ফেটে রক্ত ঝরতে দেখা গিয়েছে। বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। চলছে বাহিনীর রুটমার্চ।

এদিকে, মানিকতলা বিধানসভার নারকেলডাঙায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোহ উঠছে। এতে জখম এক মহিলা। অন্যদিকে ফের দ্বিতীয়বার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে 'প্রাণ নাশে'র আশঙ্কা করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। এদিকে এদিন সকালে খাস কতলাকাতয় দফায় দফায় বোমাবাজির ধটনা ঘটল। রণক্ষেত্রে হয়ে ওঠে বেলাঘাটা, ইঁট, পাথর, লাঠি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। নানুর-ময়ূরেশ্বরে চলে বোমাবাজি। বোলপুর বিধানসভায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ময়ূরেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর ভাই।

publive-image
করোনা বিধি মেনেই বুথে ভোটাররা। ছবি: শশী ঘোষ

মালদা জেলার ৬ টি আসনে, মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগরে ভোট। মুর্শিদাবাদের ১১ আসনে খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গিতে নির্বাচন। কলকাতার ৭ আসনের মধ্যে রয়েছে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া। বীরভূমের ১১ আসনের মধ্যে রয়েছে দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই।

এদিকে শেষ তিন পর্বে পশ্চিমবঙ্গে প্রবল ভাবে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। সংক্রমণের আশঙ্কা নিয়েই কাজে নামছেন ভোটকর্মীরা। যদিও করোনা দাপটের মাঝে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে বলেই জানানো হয়েছে কমিশনের তরফে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Apr 29, 2021 20:52 IST
    পি মার্কসের সমীক্ষা বলছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল

    পি মার্কসের বুথফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১০ থেকে ২০ আসন।



  • Apr 29, 2021 20:47 IST
    CNN News 18-এর সমীক্ষায় দাবি, রাজ্যে ফের ক্ষমতায় তৃণমূল

    CNN News 18-এর সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যে ফের ক্ষমতায় তৃণমূল, পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৫ আসন। 



  • Apr 29, 2021 20:45 IST
    NDTV-র সমীক্ষায় তৃণমূলের জয়ের ইঙ্গিত

    NDTV-র সমীক্ষা অনুসারে, রাজ্যে ফের সরকার গড়তে চলেছে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ১৫টি আসন। 



  • Apr 29, 2021 20:43 IST
    জন কি বাতের সমীক্ষায় বিজেপির জয়ের আভাস

    জন কি বাতের বুথফেরত সমীক্ষায় আভাস, একুশের নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ৩-৯টি আসন।



  • Apr 29, 2021 20:42 IST
    ABP-CNX-এর বুথফেরত সমীক্ষা: নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল

    এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, রাজ্যে ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে ৮ থেকে ১৬ আসন। 



  • Apr 29, 2021 20:40 IST
    Times Now-এর সমীক্ষায় তৃণমূলের জয়ের ইঙ্গিত

    টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১৫টি আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে ১৯টি আসন। 



  • Apr 29, 2021 20:39 IST
    রিপাবলিক-সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষা বলছে, ক্ষমতায় আসছে তৃণমূল

    রিপাবলিক-সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি থেকে ৯টি আসন। 



  • Apr 29, 2021 20:38 IST
    এবিপি-সি ভোটারের সমীক্ষায় তৃণমূলের জয়ের ইঙ্গিত

    তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি-সি ভোটারের সমীক্ষায় দাবি, তৃণমূল পেতে চলেছে ১৫২-১৬৪টি আসন, বিজেপি পেতে চলেছে ১০৯ থেকে ১২১টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে চলেছে ১৪-২৫টি আসন।



  • Apr 29, 2021 17:53 IST
    বিকেল পাঁচটা পর্যন্ত সার্বিক ভোট পড়ল ৭৬.০৭ %

    রাজ্যে শেষ দফার ভোটে বিকেল পাঁচটা পর্যন্ত সার্বিক ভোট পড়ল ৭৬.০৭ শতাংশ।

    মালদায় ভোট পড়েছে : ৮০.০৬%

    মুর্শিদাবাদে ভোট পড়েছে : ৭৮.০৭%

    কলকাতা উত্তরে ভোট পড়ল : ৫৭.৫৩%

    বীরভূমে ভোট পড়ল : ৮১.৮৭%



  • Apr 29, 2021 17:01 IST
    ইলামবাজারে ফের উত্তেজনা

    ইলামবাজারের জয়দেবের ছোট চক গ্রামে ব্যাপক বোমাবাজি, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।



  • Apr 29, 2021 16:59 IST
    ডোমকলে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

    ভোটের দিন ডোমকলের লস্করপুর রমনাপাড়ায় বুথের কাছে ২৩টা তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খেতের মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে।



  • Apr 29, 2021 16:09 IST
    বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৮.৪৬ শতাংশ

    বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৮.৪৬ শতাংশ।

    মালদহে ভোট পড়েছে ৭০.৮৫ শতাংশ

    মুর্শিদাবাদে ভোটদানের হার ৭০.৯১ শতাংশ

    বীরভূমে ৭০.৯২ শতাংশ ভোট পড়েছে

    কলকাতায় ভোটের হার ৫০.৪০ শতাংশ



  • Apr 29, 2021 15:47 IST
    বোলপুরে গোলমাল, বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা'

    বীরভূমের ইলামবাজারে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। ব্যাপক উত্তেজনা। পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাঁশ নিয়ে তাড়া, ইটবৃষ্টি।



  • Apr 29, 2021 15:24 IST
    ভোটাধিকার প্রয়োগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

    ভোট দিলেন অধীর চৌধুরী



  • Apr 29, 2021 15:14 IST
    অশান্ত ইলামবাজার

    ভীত-সন্ত্রস্ত ভোটারদের বুথে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়লেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাঁকে ঘিরে বিক্ষোভ, হাতাহাতি চলে। ছোঁড়া হয় পাথর। পুলিশের সামনেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। তৃণমূলের অভিযোগ, বোলপুরের বিজেপি প্রার্থীই বুথে বুথে ঘুরে উস্কানি দিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। অভিযোগ উড়িয়ে কমিশনে নালিশ জানিয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। পরে জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে।



  • Apr 29, 2021 13:57 IST
    বোমা নয়, মহাজাতি সদনের কাছে চকলেট বোমা ফেটেছিল: কমিশন

    আজ সকালে মহাজাতি সদনের সামনে 'বোমাবাজি'-র ঘটনা ঘটে। এপ্রসঙ্গে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে, 'বোমা নয়, দুটো নিষিদ্ধ শব্দবাজি চকোলেট বোমা ফেটেছিল।



  • Apr 29, 2021 13:20 IST
    বাহিনীর লাঠিচার্জ, নারকেলডাঙায় জখম মহিলা

    মানিকতলা বিধানসভার নারকেলডাঙা মেন রোডে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উপর লাঠিচার্জের অভিযোগ। জওয়ানদের লাঠির ঘায়ে জখম এক মহিলা। তিনি হাতে চোট পেয়েছেন।



  • Apr 29, 2021 13:10 IST
    প্রাণ নাশে'র আশঙ্কা কল্যাণ চৌবের

    মানিকতলায় ফের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ। ১৬৭ নম্বর বুথে কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ চলে। বিজেপি প্রার্থী ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তৃণমূলের। কল্যাণ চৌবে বলেছেন, 'ভিতরে বিজেপি মহিলা এজেন্টকে হুমকি দেওয়া হয়। আমি একানে এলে আমাকেও হুমকি দেওয়া হয়েছে। আমি প্রাণহানির আশঙ্কা করছি।' তৃণমূলের অভিযোগ, শান্তিপূর্ণ ভোটের মাঝে কল্যাণ চৌবে এসে পরিস্থিতি উত্তপ্ত করছেন।



  • Apr 29, 2021 12:37 IST
    খয়রাশোলে বোমা উদ্ধার

    ভোটের দিন খয়রাশোলের কদমডাঙা জে বি স্কুলের কাছে বুথের কাছেই জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার বস্তাভর্তি সকেট বোমা।



  • Apr 29, 2021 12:36 IST
    ভোট দিলেন অনুব্রত মণ্ডল

    ভোট শুরুর প্রায় পাঁচ ঘন্টা পর বাড়ি থেকে বেরিয়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর কন্যাও।এদিন বাড়ি থেকে বেরোনর পর বাইকে করে ভোট দিতে যান বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। কমিশনের নজরবন্দি হওয়ায় তাঁর সঙ্গেই ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ম্যাজিস্ট্রেট। 



  • Apr 29, 2021 12:34 IST
    সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল

    ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও তাঁর স্ত্রী।



  • Apr 29, 2021 11:54 IST
    ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭.৮ শতাংশ

    সকাল ১১টা পর্যন্ত সার্বিক ভোটদানের হার ৩৭.৮ শতাংশ।

    মালদায় ভোট পড়েছে ৪১.৫৮ শতাংশ।

    মুর্শিদাবাদের ভোট শতাংশ ৪১.০৪।

    বীরভূমের ভোটদানের হার ৩৮.১১ শতাংশ

    কলকাতা ২৭.৬০ শতাংশ ভোট পড়েছে



  • Apr 29, 2021 11:09 IST
    বেলেঘাটায় সংঘর্ষ, বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে হামলা

    ভোটের দিন বেলা বাড়তেই রণক্ষেত্র বেলেঘাটার ট্যাংরা সেকেন্ড লেন। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে সংঘর্ষ, ইটবৃষ্টি তৃণমূল-বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে। রাস্তায় ফেলে চলে মারধর। পরে পুলিশকে দেখে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।



  • Apr 29, 2021 10:54 IST
    আশান্ত মানিকতলা, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

    মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ধস্তাধস্তি। বিজেপি প্রার্থীর অভিযোগ, স্থানীয় বিদায়ী তৃণমূল কাউন্সিলের ছেলে তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। টেনে হিঁচড়ে পুলিশের জামা ছিঁড়ে দিয়েছে। বুথের সামনেই চেয়ারে বসে পড়েন প্রতিবাদ বিজেপি প্রার্থী। তৃণমূলের পাল্টা দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। মানিকতলার বিজেপি প্রাক্থী কল্যাণ চৌবে এসে অশান্তির সৃষ্টি করছেন।



  • Apr 29, 2021 10:36 IST
    বড়বাজারের একটি ভোটকেন্দ্রের ছবি

    ছবি: শশী ঘোষ



  • Apr 29, 2021 10:31 IST
    মানিকতলায় বিজেপির এজেন্টকে বসতে 'বাধা'

    মানিকতলা বিধানসভার অন্তর্গত ২৪৯ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস।



  • Apr 29, 2021 10:29 IST
    ময়ূরেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর ভাই, নিশানায় তৃণমূল

    ময়ূরেশ্বরের বিননগরী গ্রামে আক্রান্ত বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডলের ভাই বিশ্বজিৎ মণ্ডল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। শাসক শিবিরের দাবি, উল্টে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে। তিন তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।



  • Apr 29, 2021 10:25 IST
    উত্তপ্ত লাভপুর, তৃণমূল-বিজেপি সংঘর্ষ

    লাভপুর বিধানসভার পূর্ণগ্রামে ১৩২ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটল। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে জমায়েত করেছে বিজেপি। তৃণমূল কর্মীরা প্রতিবাদ করায় প্রথমে বচসা, পরে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী।



  • Apr 29, 2021 09:56 IST
    প্রথম দু'ঘন্টায় ভোট পড়েছে ১৬.০৪ শতাংশ

    অষ্টম দফায় সকাল ন'টা পর্যন্ত সার্বিক ভোট পড়েছে ১৬.০৪ শতাংশ।

    মালদহে ভোটদানের হার ১৮.৯৪ শতাংশ,

    মুর্শিদাবাদে ভোট পড়েছে ১৮.৮৯ শতাংশ

    বীরভূমে ভোটদানের হার ১৩.৫ শতাংশ

    কলকাতায় ১২.৮৯ শতাংশ ভোট পড়েছে



  • Apr 29, 2021 08:59 IST
    পুনর্নিবার্চনেও শীতলকুচির ১২৬ নং বুথে অশান্তি

    পুনর্নির্বাচনের দিনও কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে উত্তেজনা। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে দলের পতাকা লাগানো গাড়ি নিয়ে বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মন ঘুরছেন বলে অভিযোগ তৃণমূলের। আইসি ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। রীতিমতো হুমকির সুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। 'পুলিশ ক্রমাগত কমিশনের দালিলি করছে' বলে সুর চড়িয়েছেন পার্থপ্রতিমবাবু।



  • Apr 29, 2021 08:53 IST
    নানুরে বিজেপির এজেন্টকে 'মারধর'

    বীরভূমের নানুরে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই বিজেপি এজেন্টের মাথা ফেটে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তবে এখনও তৃণমূলের প্রত্রিক্রিয়া মেলেনি।। 



  • Apr 29, 2021 08:22 IST
    অনুব্রতগড়ে দেরি শুরু ভোট

    ভোটের শুরুতেই ইভিএম মেশিনে গণ্ডগোল দেখা দিল বীরভূমের ১৮৮ নং বুথে। ফলে নির্ধারিত সময়ের থেকে ১ ঘন্টা পর শুরু হল ভোটগ্রহণ। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কমিশনের 'নজরবন্দি' রয়েছেন অনুব্রত মন্ডল। বীরভূমের ভূমিপুত্রের খাসতালুকে এমন ঘটনা নির্বাচনে বেনজির।



  • Apr 29, 2021 08:17 IST
    খাস কলকাতায় বোমাবাজি

    ভোটের দিল সকালে খাস কলকাতায় বোমাবাজির ঘটনা ঘটল। মহাজাতি সদনের গেটের সামনে দুটি বোমা ফাটে। তবে হতাহতের কোনও খবর নেই। কে বা কারা এই বোমা চুড়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।



  • Apr 29, 2021 07:55 IST
    ভোট দিলেন মিঠুন চক্রবর্তী

    উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে এদিন ভোট দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনী বাংলায় বিজেপির প্রার্থীদের হয়ে রোড শো থেকে একাধিক জনসভা করেন অভিনেতা। নিজেকে 'জাত গোখরো' হিসেবেও সম্বোধন করেন। ভোট দিয়ে বেরিয়ে মিঠুন বলেন, "আমি এত শান্তিপূর্ণভাবে ভোট আগে কখনও দেখেনি। আমি নিরাপত্তা কর্মীদের এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।" অন্যদিকে, কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার জে কে মিত্র রোডে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা, নথি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।



  • Apr 29, 2021 07:32 IST
    নানুর-বেলেঘাটায় আক্রান্ত বিজেপি কর্মী

    ভোট অষ্টমীর শুরুতেই নির্বাচনী জেলা থেকে উঠে আসছে একাধিক অশান্তির খবর। খাস কলকাতার বেলেঘাটা বিধানসভার গুরুদাস কলেজে বিজেপি পোলিং এজেন্টদের বাধা দিয়ে নথি কেড়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, নানুরে বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের ভয় দেখিয়ে আটকে রাখারও অভিযোগও করা হচ্ছে।



  • Apr 29, 2021 07:28 IST
    মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম কর্মীর মৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

    নির্বাচনের শেষ দফা ভোটের আগে অশান্তি জারি। বুধবার মুর্শিদাবাদের ডোমকলে এক সিপিএম কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সিপিএমের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটের আগের রাতে গ্রামে সভা করছিলেন তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম। বাধা দেওয়ায় দু পক্ষের সংঘর্ষ বাধে।তৃণমূল প্রার্থীর গাড়ি তিন সিপিএম কর্মীকে চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয়েছে আব্দুল কাদিরের। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর।



  • Apr 29, 2021 07:17 IST
    অষ্টম দফা ভোটে বড় বার্তা মোদীর

    নির্বাচনের শেষ লগ্নে যখন বাংলা জুড়ে উঠেছে কোভিড ঝড়, সেই আবহে বঙ্গবাসীর জন্য ভোটবার্তার পাশাপাশি কোভিড বার্তাও দিলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার টুইটে মোদী বলেন, ""আজ বাংলার শেষ দফার নির্বাচন চলছে। আমি সকলকে অনুরোধ করছি গণতন্ত্রের এই উৎসবে কোভিড নিয়মবিধি মেনে প্রত্যেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।"



  • Apr 29, 2021 07:13 IST
    কোভিড আবহে কতটা মানা হচ্ছে নিয়ম?

    করোনাকালে সামাজিক দূরত্ব বিধি মেনেই চলছে ভোটদান।



  • Apr 29, 2021 07:10 IST
    শুরু হল শেষ দফার ভোট

    বাংলায় শুরু শেষ দফার নির্বাচন। সকাল থেকেই নির্বাচনী চার জেলায় ভোট কেন্দ্রে বড় লাইন ভোটগ্রহণের।



tmc bjp PM Narendra Modi Mamata Banerjee election commission west bengal politics West Bengal Polls 2021 West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment