WB (West Bengal) Assembly Election 2021 Live Updates: ষষ্ঠদফা ভোট পর্বে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে অভিযোগ, পাল্টা অভিযোগের সামনে আসছে। খড়গহে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত হয়েছে টিটাগড়। কেতুগ্রামের খাসপুরে বিজেপি প্রার্থী মথুরা ঘোষকে বুথে আটকে রাখার অভিযোগ উঠেছে। তৃণমূলের আটকে রেখেছে বলে দাবি গেরুয়া শিবিরের।পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তৃণমূল প্রার্থীকে উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে। কেতুগ্রামের খাসপুরে বিজেপি প্রার্থী মথুরা ঘোষকে বুথে আটকে রাখার অভিযোগ উঠেছে। তৃণমূলের আটকে রেখেছে বলে দাবি গেরুয়া শিবিরের।পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তৃণমূল প্রার্থীকে উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৯ শতাংশ।
ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করল তৃণমূল। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ট্যাংরা এলাকার ঘটনা। যদিও শাসক দলের অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। এদিকে বুথের মধ্যেই তৃতীয় পোলিং অফিসার 'জয় শ্রীরাম' বলে স্লোগান দিয়েছে বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলির দোলগোবিন্দপুরের ৩৫ নম্বর বুথের ঘটনা। তৃণমূলের অভিয়োগ পেয়ে ওই অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন। ষষ্ঠ দফার নির্বাচনের কয়েক ঘন্টার মধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বীজপুর, খড়দহ, কাঁচরাপাড়ায় অশান্তি। কোথাও এজেন্টকে বসতে বাধা, আবার কোথাই তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। বীজপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে মারধর করার অভিযোগও উঠল। অন্যদিকে, আউশগ্রামে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বিজেপি সমর্থকদের ভোটদানে বাধার অভিযোগ পূর্ব বর্ধমানের গলসির সুজাপুরের ২১৩ নম্বর বুথে।
করোনার প্রবল সংক্রমণের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে প্রায় ১১ হাজার। এরই মধ্যে চারটি জেলার ৪৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন চলছে। পূর্ব বর্ধমানের ৮টি বিধানসভা, উত্তর ২৪ পরগনার ১৭টি বিধানসভা, উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা, এবং নদিয়ার ৯টি বিধানসভায় নির্বাচন হচ্ছে। প্রথম দফা থেকে পঞ্চম দফায় অশান্তির আবহ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ষষ্ঠ দফার নির্বাচন নির্বিঘ্নে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে বলেই খবর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, বীজপুর, স্বরূপনগর, আমডাঙা, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, নদীয়ার নাকাশিপাড়া স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। তৃণমূল বিজেপির সঙ্গে এই দফার ভোটে লড়াইয়ে রয়েছে মোর্চার সঙ্গী আইএসএফ-ও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
-
Apr 22, 2021 18:10 ISTবিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৭৯ শতাংশ
বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭৯.০৯ শতাংশ। নির্বাচন কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। জেলাওয়াড়ি ভোটদানের হার-- উত্তর দিনাজপুর- ৭৭.৭৬ শতাংশ। নদিয়া- ৮২.৬৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা- ৭৫.৯৪ শতাংশ। পূর্ব বর্ধমান- ৮২.১৫ শতাংশ।
-
Apr 22, 2021 17:38 ISTবিজেপিকে ভোট না দেওয়ায় ভোটারদের ‘মারধর’, হাবড়ায় অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী
ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। বিজেপিকে ভোট না দেওয়ায় ভোটারদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এমনকী ভয় দেখানোরও অভিযোগ উঠেছে। হাবড়া বিধানসভা এলাকার ৭ নম্বর বুথের ঘটনা। ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।
-
Apr 22, 2021 17:28 ISTকালিয়াগঞ্জে তৃণমূল কর্মীকে মারধর, কাঠগড়ায় বিজেপি
কালিয়াগঞ্জ পুরসভা এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের ৪৩ নম্বর বুথের তৃণমূলের ক্যাম্প অফিসে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির তরফে মারধরের ঘটনা অস্বীকার করা হয়েছে।
-
Apr 22, 2021 16:38 ISTপুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বাগদায়
বাগদায় রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ৩৫ নম্বর বুথ এলাকায় রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। পুলিশের বিরুদ্ধে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। গ্রামবাসীরা প্রতিবাদ করলে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। পুলিশের ভয়ে হাসপাতালে নিয়ে যেতে ভয় পাচ্ছেন পরিজনরা।
-
Apr 22, 2021 16:27 ISTকরিমপুরে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা, অভিযুক্ত তৃণমূল
নদিয়ার করিমপুরে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি সমর্থক পরিবারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনীর।
-
Apr 22, 2021 15:50 ISTবেলা ৩টে পর্যন্ত ভোটের হার ৭০.৪২ শতাংশ
বেলা ৩টে পর্যন্ত ষষ্বেলা ৩টে পর্যন্ত ষষ্ঠ দফায় সার্বিক ভোট পড়েছে ৭০.৪২ শতাংশ
উত্তর দিনাজপুর- ৭১.৯৬ শতাংশ
নদীয়া- ৭৪.০১ শতাংশ
উত্তর ২৪ পরগনা_৬৫.০৮ শতাংশ
পূর্ব বর্ধমান- ৭৫.২০ শতাংশ
ঠদফা সার্বিক ভোট পড়েছে ৭০.৪২ শতাংশ
-
Apr 22, 2021 15:44 ISTকাঁচরাপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভাংচুর শাসক দলের ক্যাম্প অফিসে
কাঁচরাপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভাঙচুর চললো তৃণমূলের ক্যাম্প অফিস। অভিযোগের তির বিজেপির দিকে। রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও বিজেপির দাবি, তাদের কর্মীদের আগে মারধর করা হয়। তারপর উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়।
-
Apr 22, 2021 15:42 ISTখড়দহে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
খড়দার বন্দিপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, ভোটদানে বাধা দেয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় তাদের উপরেই হামলা চালানো হয়, দাবি বিজেপি কর্মীদের। এক বিজেপি এজেন্টের মাথা ফেটেছে বলে দাবি বিজেপির।
-
Apr 22, 2021 15:40 ISTটিটাগড়ের মিলনগড়ে বোমাবাজি, জখম ৩
টিটাগড়ের মিলনগড়ে বোমাবাজির জেরে আহত ৩ জন বিজেপি সমর্থক। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। বিজেপির ক্যাম্প অফিসেও ভাঙচুরের অভিযোগ গেরুয়া শিবিরের।
-
Apr 22, 2021 14:05 ISTদুপুর ১টা পর্যন্ত সার্বিক ভোটের হার ৫৭.৩০ শতাংশ
দুপুর ১টা পর্যন্ত ষষ্ঠ দপার ভোট সার্বিক ভোটদানের হার ৫৭.৩০ শতাংশ।
উত্তর দিনাজপুরে ভোট পড়েছে ৬০.৪৫ শতাংশ।
নগিয়া ভোচের হার ৫৯.৪৫ শতাংশ।
উত্তর ২৪ পরগনায় ৫১.৯৬ শতাংশ ভোট পড়েছে।
পূ্ব বর্ধমানে ভোট পড়েছে ৬২.৭২ শতাংশ
-
Apr 22, 2021 13:52 ISTবুথে বিজেপি প্রার্থীকে আটকের অভিযোগ, ধৃত ১
কেতুগ্রামের খাসপুরে বিজেপি প্রার্থী মথুরা ঘোষকে বুথে আটকে রাখার অভিযোগ উঠেছে। তৃণমূলের আটকে রেখেছে বলে দাবি গেরুয়া শিবিরের।পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তৃণমূল প্রার্থীকে উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে।
-
Apr 22, 2021 13:47 ISTকৌশানিকে ঘিরে বিক্ষোভ, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান
কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান তুললেন বিজেপি কর্মীরা, চলে বিক্ষোভও। তৃণমূল প্রার্থী সঙ্গে বহিরাগতদের এনেছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের। স্লোগান দেওয়ার অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন কৌশানি।
-
Apr 22, 2021 12:54 ISTফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, অশোকনগরে উত্তেজনা
অশোকনগরের ট্যাংরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বুথের সামনে বোমাবাজি, ভোট কর্মীদের বাস ভাঙচুর। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের দুই দলীয় কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। তবে অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন।
-
Apr 22, 2021 11:53 IST১১টা পর্যন্ত ভোটের হার ৩৭ শতাংশ
সকাল ১১টা পর্যন্ত চার জেলায় ভোটদানের হার ৩৭ শতাংশ।
পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৪১ শতাংশ।
উত্তর ২৪ পরগনায় ভোটদানের হার ৩৩ শতাংশ।
নদিয়ায় ভোট পড়েছে ৩৮ শতাংশ।
উত্তর দিনাজপুরে ভোটদানের হার ৫০ শতাংশ।
-
Apr 22, 2021 11:51 ISTজগদ্দলে 'নিখোঁজ' তৃণমূলের ৭ এজেন্ট
জগদ্দলে সকাল থেকে তৃণমূলের ৭ এজেন্টের খোঁজ মিলছে না। মেঘনা জুটমিলর ৯৬ থেকে ১০০ নম্বর বুথের ঘটনা। এমনই অভইযোগ তৃণমূল প্রার্থীর। নিখোঁজ এজেন্টদের বিজেপির তরফে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি শাসক শিবিরের। ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
-
Apr 22, 2021 11:42 ISTনিউ ব্যারাকপুরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ
দমদম উত্তরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ নিউ ব্যারাকপুরে। বাম প্রার্থী নমস্কার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগে স্থানীয় বিজেপি কর্মীদের। নমস্কার আসলে 'সৌজন্য' বলে দাবি করেছেন তন্ময়বাবু।
-
Apr 22, 2021 11:33 ISTবুথে পোলিং অফিসারের ‘জয় শ্রীরাম’ স্লোগান
পূর্বস্থলীতে ৩৫ নম্বর বুথের মধ্যে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান! তৃতীয় পোলিং অফিসার মকপোলের সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় বলে অভিযোগ তৃণমূলের। অভিযুক্ত পোলিং অফিসার সৌমজিৎ ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছে কমিশন।
-
Apr 22, 2021 10:41 ISTবীজপুরে অশান্তি, বিজেপি কর্মী বৃদ্ধা মা-কেও মারধর
ষষ্ঠ দফার নির্বাচনেও অশান্তির রেশ। বীজপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর এমনকী বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর বৃদ্ধা মা-কেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
-
Apr 22, 2021 09:52 ISTষষ্ঠ দফার প্রথম দু'ঘন্টায় ভোট পড়ল ১৬.৮ শতাংশ
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুসারে, সকাল ৯ টা ১৫ মিনিট পর্যন্ত বাংলায় সার্বিকভাবে ১৬.৮ শতাংশ ভোট পড়েছে।
নদিয়ায় ভোট পড়েছে ১৬.৩৪ শতাংশ।
উত্তর ২৪ পরগনায় ভোটদানের হার ১৪.৮৭ শতাংশ।
পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ১৮.৯২ শতাংশ।
উত্তর দিনাজপুরে ভোট পড়েছে ১৮.৮৫ শতাংশ।
-
Apr 22, 2021 09:50 ISTচাপড়ার এলেমনগরে গ্রেফতার সন্দেহভাজন
চাপড়ার এলেমনগরে বুথের কাছে গ্রেফতার এক সন্দেহভাজন। অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার ওই ব্যক্তিকে প্রথমে আটক করে কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
-
Apr 22, 2021 09:49 ISTরাজ চক্রবর্তীকে ঘিরে 'গোব্যাক' স্লোগান
ব্যারাকপুর কেন্দ্রের লালকুঠি এলাকায় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গোব্যাক’ স্লোগান। বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। ওঠে 'জয় শ্রীরাম' ধ্বনিও। রাজ বহিরাগতদের এনে এলাকা উত্তেজনা সৃষ্টি করছেন বলে দাবি গেরুয়া কর্মী, সমর্থকদের।
-
Apr 22, 2021 09:23 ISTচোপড়ায় গুলি চলেনি, দাবি কমিশনের
উত্তর দিনাজপুরের চোপড়ায় ভোটের আগের রাতে চলল গুলি। রাতে খুনিয়ায় একটি বাড়ির সামনে গুলি চলে বলে খবর। আতঙ্কিত গ্রামবাসীরা। ভোট দিতে যাবেন কিনা, তা নিয়ে চিন্তায় তাঁরা। তবে গুলি চলেনি বলে দাবি নির্বাচন কমিশনের। গোটাটাই রটনা বলে জানিয়েছে কমিশন।
-
Apr 22, 2021 09:14 ISTবুথের বাইরে বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত কেতুগ্রাম
কেতুগ্রামে বুথের বাইরে বোমাবাজির। বিজেপি কর্মীদের উপর হামলার চালানো হয়েছে বলে অভিযোগ। বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। এলাকায় উত্তেজনা রয়েছে।
-
Apr 22, 2021 09:02 ISTআউশগ্রামে পুলিশকে হুমকি তৃণমূল নেতার
আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে প্রকাশ্যে হুমকি দিলেন তৃণমূল নেতা অরূপ মিদ্যা। তাঁর চ্যালেঞ্জ, '৩ দিন পর আমাদেরই সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব। এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। শীতলকুচি করার ইচ্ছে আছে? আমাদের গ্রামে ভোট মানে উৎসব।'
-
Apr 22, 2021 08:53 ISTঅশান্ত কাঁচরাপাড়া! মাথা ফাটল তৃণমূল নেতার
ষষ্ঠ দফার ভোটগ্রহণের শুরুতেই অশান্তি উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা কাঁচরাপাড়ায়। এজেন্ট বসানোকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। বিদায়ী কাউন্সিলর উৎপল দাশগুপ্তকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী,সমর্থকদের বিরুদ্ধে। বিস্তারিত পড়ুন, বেধরক মারে কাঁচরাপাড়ায় মাথা ফাটল তৃণমূল নেতার, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
-
Apr 22, 2021 08:52 IST
-
Apr 22, 2021 08:49 ISTখড়দায় উত্তেজনা, বিজেপির এজেন্টকে বুথে বসতে 'বাধা', 'মারধর'
উত্তর ২৪ পরগনার খড়দার কল্যাণনগরে বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা, মারধরের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
-
Apr 22, 2021 08:45 ISTগলসিতে বিজেপি ভোটারদের ভোটদানে বাধা, নিশানায় তৃণমূল
বিজেপি সমর্থকদের ভোটদানে বাধার অভিযোগ পূর্ব বর্ধমানের সুজাপুরের ২১৩ নম্বর বুথে। প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ গেরুয়া দলের সমর্থকদের। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এপ্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
-
Apr 22, 2021 08:12 ISTচাপড়ায় চা খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ TMC-এর বিরুদ্ধে
ভোট বিধি ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাপড়া বিধানসভার মহেশনগরে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে চা ও জলখাবার খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের কর্মীরা চা এবং জলখাবার বিলি করছিলেন সবাইকেই। নিয়ম মেনে এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। এই ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছতেই সকলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
-
Apr 22, 2021 07:50 ISTভোট দিলেন মুকুল
কাঁচরাপাড়ার ১১৪ নম্বর বুথ (কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল পলিটেকনিক হাইস্কুল) ভোট দিলেন বিজেপির সহসভাপতি মুকুল রায়।
West Bengal: BJP national vice president Mukul Roy casts his vote for the sixth phase of state Assembly polls at booth number 141 - at Kanchrapara Municipal Polytechnic High School - in Kanchrapara of North 24 Parganas district.westbengalelections pic.twitter.com/gDp5z1VYsS
— ANI (@ANI) April 22, 2021
-
Apr 22, 2021 07:46 ISTকাঁচরাপাড়ায় অশান্তি
বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায় ২০ নম্বর বুথে জমায়েত ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা। এক তৃণমূল কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মী-সর্থকদের বিরুদ্ধে।
-
Apr 22, 2021 07:33 ISTস্বাস্থ্যবিধি মান্যতায় জোর
ইসলামপুরের ১৭৫ নম্বর বুথে কোভিডবিধি মেনেই চলছে ভোটগ্রহণ।
People queue up to cast their vote for the sixth phase of westbengalpolls. Visuals from booth number 175 in Islampur, Uttar Dinajpur district. pic.twitter.com/ruM8TO7Ikl
— ANI (@ANI) April 22, 2021
-
Apr 22, 2021 07:31 ISTমোদীর আর্জি
ষষ্ঠ দফার ভোট শুরুর প্রায়৩০ মিনিট আগে সকলকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
The people of West Bengal are voting to elect a new assembly. On the sixth phase today, urging those whose seats are polling to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) April 22, 2021
-
Apr 22, 2021 07:26 ISTভোটগ্রহণে সমস্যা
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভার ১৩৪ নম্বর বুথে (করোনেশন হাইস্কুল) ভোটগ্রহণে সমস্যা। প্রয়ুক্তিগত কারণে ভোটগ্রহণে সাময়িকভাবে স্থগিত রয়েছে।
Voting for the sixth phase of westbengalpolls is yet to begin at booth number 134 - at Raiganj Coronation High School - in Uttar Dinajpur, due to some technical issues. pic.twitter.com/8WdX96IIPF
— ANI (@ANI) April 22, 2021
-
Apr 22, 2021 07:24 ISTভোট দিলেন অর্জুন ও পবন সিং
উত্তর ২৪ পরগনার জগদ্দলের ১৪৪ নম্বর বুথে ভোট দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ভোট দিয়েছে অর্জুন পুত্র পবন সিংও। পবন ভাটপাড়ার বিজেপি প্রার্থী।
West Bengal BJP vice president Arjun Singh casts his vote at booth number 144 in Jagatdal of North 24 Parganas. His son and party's candidate from Bhatpara, Pawan Singh also casts his vote.
Voting for the sixth phase of westbengalpolls is taking place today. pic.twitter.com/Vz3KKbKzwg— ANI (@ANI) April 22, 2021
-
Apr 22, 2021 07:18 ISTদমদম উত্তরে বিজেপি এজেন্টকে বসতে বাধার অভিযোগ
দমদম উত্তর কেন্দ্রের ফতুল্লাপুরে ৭৬ এবং ৭৭ নম্বর বুথে উত্তেজনা। বিজেপির বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার গিয়ে এজেন্টকে বুথে বসিয়ে দেন।
-
Apr 22, 2021 07:08 ISTভোটগ্রহণ শুরু
শুরু হল চার জেলায় ৪৩ আসনে ষষ্ঠ দফার ভোটগ্রহন।
Voting for the sixth phase of westbengalelections begins, 43 constituencies across 4 districts go to polls today. pic.twitter.com/FtHl9EYkT4
— ANI (@ANI) April 22, 2021
-
Apr 22, 2021 07:06 ISTসকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন
শুরুর আগে থেকেই জগদ্দলে বিভিন্ন বুথের বাইরে লম্বা লাইন।
People queue up outside polling station number 116 in Jagatdal constituency; voting for the sixth phase of westbengalpolls will commence at 7 am today. pic.twitter.com/Y2GVsG9bBh
— ANI (@ANI) April 22, 2021