২০২১ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪টির মধ্যে ২৯১ কেন্দ্রের তালিকা প্রকাশ করেছেন দলনেত্রী। পাহাড়ের তিন কেন্দ্রে লড়বে তৃণমূলের জোটসঙ্গী। জোড়া-ফুলের প্রার্থী তালিকায় এবার একাধিক রদবদল করা হয়েছে। বাদ পড়েছে বর্ষীয়ান বহু বিধায়ক। তাঁদের বিধানপরিষদে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া প্রত্যাশা মতোই তালিকায় জায়গা পেয়েছেন রূপোলি জগতের বহু মুখ। নন্দীগ্রাম থেকেই লড়ছেন তৃণমূল নেত্রী। ভবানীপুর কেন্দ্রটিকে 'হাতের মুঠো' বলে মন্তব্য করেন মমতা। একই সঙ্গে বিজেপিকে তুলোধনা করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, 'এবার খেলা হবে-দেখা হবে-জেতা হবে।' এই নির্বাচকে কঠিন বলে বিবেচনা করা হলেও মুখ্যমন্ত্রীর কথায় ২০২১ সালের ভোট 'স্মাইলি ইলেকশন, ২রা মের পর সবাই হাসবেন।'
Advertisment
প্রার্থী ঘোষণা করার সময় কী বললেন মমতা?
'৯১ টি আসনের প্রার্থী ঘোষণা করছি। কার্শিয়াং, দার্জিলিং এবং কালিম্পঙে আমাদের বন্ধুরা কাজ করবেন।'
'এবার ভোটে তৃণমূলের মহিলা প্রার্থী ৫০ জন, মুসলিম প্রার্থী ৪২ জন। তফসিলি জাতি প্রার্থী ৭৯ জন, তফসিলি উপজাতি প্রার্থী ১৭ জন।'
'মানুষ যা পছন্দ করেন, সবটা আমরা করতে পারি না তো। আমরা এবার বিধান পরিষদ তৈরি করবে। সেখানে আমাদের যে সব বিদায়ী বিধায়ক এবার তালিকা থেকে বাদ পড়লেন তাঁদের বিধান পরিষদের সদস্য করে নিয়ে আসব।'
'আমি নন্দীগ্রাম থেকে লড়ছি। যা প্রতিশ্রুতি দিয়েছি তা করব। ভবানীপুরে দাঁড়াচ্ছি না। ভবানীপুরে দাঁড়াচ্ছেন শোভনবদেব চট্টোপাধ্যায়। ওটা আমার হাতের মুঠোর আসন।'
'প্রচুর চিকিৎসক, অধ্যাপক আমাদের হয়ে দাঁড়াচ্ছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে টিকিট দেওয়া হয়েছে।'
'এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। মা-মাটি-মানুষের প্রতি আস্থা রাখার আবেদন করব। তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এক নম্বরে রাজ্যকে তুলে নিয়ে যেতে পারব। আমফান, করোনাভাইরাসে ভালো কাজ হয়েছে। দু'এক জায়গায় সমস্যা হয়েছে। সেগুলো নিয়ে চেঁচামেচি হয়েছে। কিন্তু দেখেছেন আমি সব ঠিক করে দিয়েছি।'