/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/tmc1.jpg)
সারা দেশের নজর ছিল বাংলার এই নির্বাচনে। রবিবার নির্বাচনের ফলাফলে এখনও পর্যন্ত ম্যাজিক ফিগার পেরিয়েও বিপুল আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত ২৯২ আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ২০৭টি কেন্দ্রে, বিজেপি ৮১ আসনে। যদিও এখনও কয়েকটি রাউন্ডের গণনা বাকি আছে।
তবে নন্দীগ্রামে এখনও পিছিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন প্রায় ৭ হাজারেরও বেশি আসনে। যদিও নন্দীগ্রামে জয় নিয়ে মমতা এখনো যথেষ্ট আশাবাদী। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে গণনা চলাকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁরই জয় হবে। নন্দীগ্রাম-২-য়ের ইভিএম গণনা শুরু হলেই তৃণমূলের পক্ষে ব্যবধান বাড়বে।
#WATCH TMC supporters celebrate at Kalighat, Kolkata as party leads on 202 seats as per official trends#WestBengalElections2021pic.twitter.com/iiOyPhf8be
— ANI (@ANI) May 2, 2021
আরও পড়ুন, West Bengal Election Results 2021 LIVE: হ্যাট্রিকের পথে তৃণমূল, ২০০-র বেশি আসনে এগিয়ে তৃণমূল
এই আবহে বাংলার বিভিন্ন এলাকায় সবুজ আবির খেলায় মেতেছে তৃণমূল কর্মী সমর্থকেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটের সামনেও সবুজ আবির খেলায় তুমুল উচ্ছ্বাসে মাতোয়ারা ঘাসফুল শিবিরের কর্মীরা। রাজ্যের একাধিক জায়গায় চিত্র কমবেশি একই।
অন্যদিকে, বিজেপির হেস্টিংস অফিসে শুনশান অবস্থা। রবিবারে সকাল থেকে গেরুয়া অফিস জমজমাট থাকলেও বেলা গড়াতে ভোটের ট্রেন্ড বেরতেই ধীরে ধীরে খালি হতে শুরু করে। প্রথমে হেস্টিং অফিসে কৈলাশ বিজয়বর্গীয়, অমিত মালব্য সহ একাধিক বিজেপি নেতা থাকলেও, পরে বৈঠক করেন একা মালব্য। শেষ উত্তরের প্রতীক্ষা 'সরকারি'ভাবে থাকলেও নির্বাচনী প্রেক্ষাপটে বাংলায় সবুজ আবিরেই শুরু খেলা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন