West Bengal (WB) Assembly Election Results 2021: ২১৩ আসন নিয়ে বাংলা বিজয়ে হ্যাট্রিক গড়লেও শেষ পর্যন্ত নন্দীগ্রামে ১,৯৫৩ ভোট পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। জিতলেন শুভেন্দু অধিকারী। গণনার শুরুটা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। তবে বাজি মাত বিজেপি প্রার্থীরই। রবিবার সকালে ছক ভেঙে পোস্টাল ব্যালটে তৃণমূলের এগিয়ে থাকার প্রবণতা শুরু থেকেই দেখা গিয়েছিল। বেলা বাড়তেই এগিয়ে থাকার নিরিখে ব্যবধান বাড়াতে থাকে তৃণমূল। দুপুর ১২টা বাজতেই বাংলার ভোট কাঙ্খিত লক্ষ্য ছুঁয়ে ফেলে তৃণমূল কংগ্রেস। ট্রেন্ডের নিরিখে ২০০-র বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল। সরকার গড়ার স্বপ্ন তো দূর, ৭৭-রে থমকে গিয়েছে বিজেপি। পর্যুদস্ত বাম-কংগ্রেস ও আইএসএফ-এর জোট সংযুক্ত মোর্চা। এবার বাংলার বিধানসভা বাম ও কংগ্রেস শূন্য। ভাঙড়ে জয় পেয়েছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি।
এছাড়াও মমতার দ্বিতীয় মন্ত্রিসভার বেশিভারভাগ মন্ত্রীরাই ভোটে জয়ী হয়েছেন। বিপুল ভোটে জয় পেয়েছেন সুব্রত মুখপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিম, সুজিত বসু, মন্টুরাম পাখিরা, শশী পাঁজারা। ভবানীপুরে রুদ্রনীল ঘোষকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়। একদা বাম ঘাঁটি যাদবপুরেও জয় পেয়েছেন তৃণমূলের দেবব্রত মজুমদার।
এবার বাংলা মেরুকরণের ভোট হয়েছে। ফলাফলেই তা স্পষ্ট। এই লড়াইয়ে মমতার নেতৃত্বে তৃণমূলেই ভরসা রেখেছেন বঙ্গবাসী। ধুয়ে-মুছে গিয়েছে বাম-কংগ্রেস। সিপিএম নেতৃত্বের বিরুদ্ধেই তোপ দেগে দলের সিদ্ধান্ত যেসব নেতৃত্ব উপর থেকে চাপিয়ে দেন পরাজয়ের দায় তাদেরই নিতে হবে বলে দাবি করেছেন দমদম উত্তরের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
গত লোকসভায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিপর্যয় হয়েছিল তৃণমূলের। ২০১৯ লোকসভার নিরিখে উত্তরবঙ্গের ৩৭টি আসনে এগিয়েছিল বিজেপি, ১৩টিতে তৃণমূল। একুশের হাইভোল্টেজ লড়াইয়ে অবস্য উত্তর বাংলায় ভোট পুনরুদ্ধার করেছে জোড়া-ফুল শিবির। এবার তৃণমূল জয় পেয়েছে ২৭ আসনে, বিজেপির ঝুলিতে ২৬টি। জঙ্গলমহলেও সাফল্য পেয়েছে ঘাস-ফুল শিবির। কংগ্রেসকে ঘরাশায়ী করে মালদা-মুর্শিদাবাদেও বিরাট সাফল্য পয়েছে তৃণমূল।
তবে, উল্লেখযোগ্য বিষয় হল, বিভিন্ন দলের দলবদলুরা নির্বাচনে পরাজিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন, জিতেন্দ্র তিওয়ারি, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুজাতা মণ্ডল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সব্যসাচী দত্ত, বিশ্বজিৎ কুণ্ডু, শীলভদ্র দত্ত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
-
May 02, 2021 20:39 ISTমমতাকে রাজ্যপালের আমন্ত্রণ
২০০-র বেশি আসন নিয়ে ফের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার গড়ার জন্য সোমবার সন্ধ্যায় তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধণকড়।
-
May 02, 2021 18:41 ISTযা হয়েছে ভুলে যান: মমতা
নন্দীগ্রামের পরাজয়ের খবর পেয়েই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘নন্দীগ্রামের রায় মাথা পেতে নিচ্ছি। নন্দীগ্রামে যা হয়েছে ভুলে যান।’
-
May 02, 2021 18:37 ISTনন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়, ১৯৫৩ ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী।
-
May 02, 2021 18:06 ISTমালদায় ধরাশায়ী বাম-কংগ্রেস
মালদার রতুয়ায় জয়ী তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়।
মালদার গাজোলে জয়ী বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন
-
May 02, 2021 17:57 ISTতৃণমূলের একাধিক হেভিওয়েটের জয়
বেলেঘাটা কেন্দ্রে জয়ী তৃণমূলের পরেশ পাল।
বিধাননগরে ৭,৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুজিত বসু।
স্বরূপনগরে তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল।
জোড়াসাঁকোয় ২,৬৬৬ ভোটে ৃতৃণমূলের বিবেক গুপ্ত জয়ী।
হাবড়ায় ৩,৮৪১ ভোটে জয়ী জ্যোতিপ্রিয় মল্লিক।
রাসবিহারী কেন্দ্রে ২১ হাজারের বেশি ভোটে দেবাশিস কুমার জয়ী।
-
May 02, 2021 17:15 ISTনন্দীগ্রামে তৃণমূলের উচ্ছ্বাস
সম্মানের লড়াইয়ে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাদ্যায় জয় পেতেই আনন্দে মাসতেল তৃণমূল কর্মী, সমর্থকরা।
ছবি-শশী ঘোষ
-
May 02, 2021 16:47 ISTকৃষ্ণনগর উত্তরে জয়ী মুকুল রায়
'চাণক্য' বলে পরিচিত হলেও নির্বাচনী সাফল্য তাঁর কাছে অধরাই ছিল। তবে, একুশের ভোটে সেই খরা কাটালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃমমূলের তারকা প্রার্থী কৌশৈনিকে হারিয়ে জয়ের মুখ দেখলেন বিজেপির এই হেভিওয়েট নেতা।
-
May 02, 2021 16:44 ISTতৃণমূল এগিয়ে ২১২ আসনে
টানটান উত্তেজনা শেষে নন্দীগ্রামে জয় হাসিল করেছেন মমতা। এদিকে এগিয়ে থাকার নিরিখে তৃণমূলও আরও এগোচ্ছে। গণনায় ২১২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ৭৮টিতে বিজেপি ও ১টি করে আসনে এগিয়ে মোর্চা ও অন্যান্যরা।
-
May 02, 2021 16:40 ISTবারাসতে জয়ী চিরঞ্জিত
বারাসতে জয়ী চিরঞ্জিত চট্টোপাধ্যায়
-
May 02, 2021 16:36 ISTনন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
হা্ডডাহাড্ডি লড়াই শেষ নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২০০ ভোটে তিনি হারালেন শুভেন্দু অধিকারীকে।
-
May 02, 2021 16:25 ISTকাশীপুর-বেলগাছিয়ায় জয়ী অতীন ঘোষ
কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ জয়ী। ৩৪ হাজারেরও বেশি ভোটে জয়ী অতীন ঘোষ
-
May 02, 2021 16:21 ISTকসবায় রেকর্ড ভোটে জয়ী জাভেদ খান
কসবায় ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জাভেদ খান।
-
May 02, 2021 16:20 ISTমালদাতে খাতা খুললো তৃণমূল
চাঁচলে তৃণমূল প্রার্থী নীহার ঘোষ ৭০ হাজার ভোটে জয়ী। মোথাবাড়িতে ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। সুজাপুরে তৃণমূল প্রার্থী আব্দুল গনি ১ লক্ষের বেশি ভোটে জয়ী।
-
May 02, 2021 16:06 ISTরানিগঞ্জে জয়ী তৃণমূল
রানিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়
-
May 02, 2021 16:00 ISTসিঙ্গুরে ব্যাপক জয় বেচারামের
সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ২৫,৯৩৩ ভোটে হারিয়ে জয় পেলেন তৃণমূলের বেচারাম মান্না। সাগরে তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা ও বিনপুরে তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা। ইটাহারে জয়ী মোশারফ হোসেন। হাওড়ার শ্যামপুরে জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল। উলুবেড়িয়া দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী পুলক রায়।
-
May 02, 2021 15:56 ISTদিদি ও দিদি উচিত জবাব দিয়েছেন', মমতাকে অভিবাদন রাজনীতিকদের
দেশের নানা প্রান্ত থেকে একাধিক রাজনীতিকরা শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির ঘৃণার রাজনীতিকে পরাস্ত করার জন্য তৃণমূল নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ইতিমধ্যেই ২০০ আসনের গণ্ডি পেরিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের তরফে খবর ১৪ রাউন্ড ভোট গণনা শেষে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারিয়ে বেশ কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবিস্তারে পড়ুন, ‘অভাবনীয় জয়’, মমতাকে শুভেচ্ছাবার্তা কেজরি-অখিলেশ-মেহবুবার
-
May 02, 2021 15:48 ISTনন্দীগ্রামে আরও এগোলেন মমতা
৪,০৯৯ ভোটের ব্যবধানে নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
-
May 02, 2021 15:34 ISTনন্দীগ্রামে পিছিয়ে শুভেন্দু
১৫ রাউন্ডের শেষে বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে নন্দীগ্রামে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3,132 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল নেত্রী।
-
May 02, 2021 15:31 ISTজয়ী হিরণ
খড়গপুরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ।
-
May 02, 2021 15:14 ISTবারাবনিতে জয়ী তৃণমূল
বারাবনি কেন্দ্রে জয়ী তৃণমূল। ২২,৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়।
-
May 02, 2021 15:13 ISTবজবজে তৃণমূল প্রার্থী অশোক দেব
বজবজে তৃণমূল প্রার্থী অশোক দেব ১৪ হাজারেরও বেশি ভোটে জয়ী>
-
May 02, 2021 15:12 ISTনন্দীগ্রামে এগিয়ে মমতা
১৩ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪৮৩টি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পিছিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী।
-
May 02, 2021 15:10 ISTগণনাকেন্দ্রের সার্ভার ডাউন
উত্তর ২৪ পরগনা জুড়ে গণনাকেন্দ্রের সার্ভার ডাউন। চিন্তায় কমিশন।
-
May 02, 2021 15:08 ISTবিজেপি প্রার্থীর গাড়িতে হামলা
নাটাবাড়ির বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর গাড়িতে হামলা, ভাঙুচুর। কাঠগড়ায় তৃণমূল।
-
May 02, 2021 15:03 ISTপিকে-র ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার পথে
দুই অঙ্কও পেরোতে পারবে না বিজেপি, সেই পুরনো দাবি নিয়ে টুইট মনে করালেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর।
-
May 02, 2021 15:01 ISTডোমজুড় গণনাকেন্দ্রে উত্তেজনা
ডোমজুড় গণনাকেন্দ্রে উত্তেজনা। তৃণমূল এবং বিজেপির এজেন্টদের মধ্যে বচসা। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে জখম ২।
-
May 02, 2021 14:32 ISTজামুড়িয়ায় জয়ী তৃণমূল
জামুড়িয়ায় ৭,৭৬৯ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ।
-
May 02, 2021 14:32 ISTকুলটিতে জয়ী বিজেপি
কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। ৮০০ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে।
-
May 02, 2021 14:12 ISTজয়ী বিদেশ বসু, মনোজ তিওয়ারি
১৭,২২১ ভোটের ব্যবধানে উলুবেড়িয়া পূর্ব থেকে জয়ী তৃণমূলের বিদেশ বসু। শিবপুর কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। জয়ের ব্যবধান ৩১,৩৩৯ ভোট।
-
May 02, 2021 13:50 ISTনৈহাটি-উদয়নারাণপুরে জয়ী তৃণমূল
দুই কেন্দ্রে জয়ী ঘোষণা করা হল তৃণমূল প্রার্থীকে। জয় পেয়েছেন নৈহাটির তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং উদয়নারাণপুরে তৃণমূল প্রার্থী সমীর কুমার পাঁজা।
-
May 02, 2021 13:35 ISTবাংলা মাতছে 'সবুজ আবিরে'
রবিবার নির্বাচনের ফলাফলে এখনও পর্যন্ত ম্যাজিক ফিগার পেরিয়েও বিপুল আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এই আবহে বাংলার বিভিন্ন এলাকায় সবুজ আবির খেলায় মেতেছে তৃণমূল কর্মী সমর্থকেরা। সবিস্তারে পড়ুন এই প্রতিবেদনে, বাংলায় ফের সবুজ ঝড়, শুনশান বিজেপির হেস্টিং দফতর
-
May 02, 2021 13:29 ISTডোমজুরে পিছিয়ে বিজেপি
ডোমজুড়ে ফের পিছিয়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়
হাওড়া দক্ষিণে পিছিয়ে বিজেপির রন্তিদেব সেনগুপ্ত -
May 02, 2021 13:29 ISTভবানীপুরে ব্যাপক জয়ের পথে তৃণমূল
ভবানীপুরে ২২,০৩৩ ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়
-
May 02, 2021 13:07 ISTএগিয়ে পার্থ চট্টোপাধ্যায়, পিছিয়ে শ্রাবন্তী
বেহালা পশ্চিমে চতুর্থ রাউন্ড শেষে ৮,৮৭৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়।
-
May 02, 2021 13:04 ISTহুগলিতে ভোট পুনরুদ্ধার তৃণমূলের
হুগলিতে ১৮ টি আসনের মধ্যে ১৬টিতেই এগিয়ে বিজেপি। চন্নননগর, সিঙ্গুর, হরিপালে এগিয়ে তৃণমূল প্রার্থীরা। পিছিয়ে চুঁচুঁড়ার বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
-
May 02, 2021 12:55 ISTশিলিগুড়িতে এগিয়ে বিজেপি
শিলিগুড়িতে সপ্তম রাউন্ড শেষে ২৪,৬০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
-
May 02, 2021 12:54 ISTডেবরায় এগিয়ে তৃণমূল
ডেবরায় এগিয়ে হুমাযুন, পিছিয়ে ভারতী
-
May 02, 2021 12:47 ISTকলকাতায় উচ্ছ্বসে মাতলেন তৃণমূলীরা
মহানগরে সবুজ আবীর উড়িয়ে তৃণমূলের উচ্ছ্বাস।
watch TMC supporters celebrate at Kalighat, Kolkata as party leads on 202 seats as per official trendswestbengalelections2021 pic.twitter.com/iiOyPhf8be
— ANI (@ANI) May 2, 2021
-
May 02, 2021 12:45 ISTতৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনা শুরু
এগিয়ে থাকার নিরিখে ২০০ পেরিয়েছে দল। থমকে গিয়েছে বিজেপি। উচ্ছ্বাস-উন্মাদনা তৃণমূল কর্মী, সমর্থকদের।
watch | Celebrations by TMC supporters begin in Asansol as official trends show the party leading on 202 seats so far. The Election Commission has banned any victory procession amid the covid19 situation in the country.westbengalelections2021 pic.twitter.com/2sEtXI7mF6
— ANI (@ANI) May 2, 2021
-
May 02, 2021 12:33 IST২০৮ আসনে এগিয়ে তৃণমূল
এগিয়ে থাকার নিরিখে ২০৮ আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি ৮০ ও মোর্চা ২ আসনে এগিয়ে রয়েছে।
-
May 02, 2021 12:32 ISTমেদিনীপুরে এগিয়ে জুন মালিয়া
সদরে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া
-
May 02, 2021 12:32 ISTকামারহাটিতে এগিয়ে মদন মিত্র
সপ্তম রাউন্ড শেষে কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর এগিয়ে থাকার ব্যবধান ২০ হাজারের বেশি।
-
May 02, 2021 12:30 ISTষষ্ঠ রাউন্ড শেষেও নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু
ষষ্ঠ রাউন্ড শেষেও নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী, পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি এগিয়ে ৭,২৩৭ ভোটের ব্যবধানে। -
May 02, 2021 12:09 ISTব্যবধান বাড়ছে সুব্রত মুখোপাধ্যায়ের
চতুর্থ রাউন্ড শেষে বালিগঞ্জে ২১,৩৫৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।
-
May 02, 2021 12:08 IST২০০ পার করেও ক্রমশ এগোচ্ছে তৃণমূল
ট্রেন্ড অনুসারে তৃণমূল ২০৬ আসনে, বিজেপি ৮৫ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ১ আসনে এগিয়ে। -
May 02, 2021 11:58 ISTমানিকতলায় এগিয়ে সাধন পাণ্ডে
মানিকতলায় তৃতীয় রাউন্ড শেষে ৩,0৭৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে।
-
May 02, 2021 11:52 IST২০০ আসনে এগিয়ে তৃণমূল
বাংলার ভোটে কাঙ্খিত সাফল্যের পথে তৃণমূল। ট্রেন্ডের নিরিখে ২০০ আসনে এগিয়ে তৃণমূল। ৮৯টিতে বিজেপ্ ও সংযুক্ত মোর্চা এগিয়ে ১টি আসনে।
-
May 02, 2021 11:51 ISTনন্দীগ্রামে এগিয়ে শুভেন্দুই
নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা। পঞ্চম রাউন্ড শেষে ৩ হাজার ৬৮৬ ভোটে এগিয়ে শুভেন্দু
-
May 02, 2021 11:39 ISTভবানীপুরে এগিয়ে তৃণমূল
ভবানীপুরে ২২,০৭৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
-
May 02, 2021 11:33 ISTকসবায় বিপুল ভোটে এগিয়ে জাভেদ খান
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান। ৪৭,৮৩৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।