Advertisment

'লকেট তো সারদার গলার লকেট', হুগলিতে বিস্ফোরক মমতা

হুগলির চুঁচুড়ার নির্বাচনী সভা থেকে সারদাকাণ্ডে এবার লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃতীয় দফার ভোটের আগে হুগলীতে সোমবার চারটি জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির চুঁচুড়ার নির্বাচনী সভা থেকে সারদাকাণ্ডে এবার লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা। তিনি বলেন, লকেট তো সারদার গলার লকেট। লকেট হয়ে ঘুরে বেড়ায়।

Advertisment

ঠিক কী বলেছেন মমতা?

বিজেপি একটা চোরেদের পার্টি। বাবুল সুপ্রিয়, লকেটের বিরুদ্ধে কোনও মামলা হয় না। লকেট আসলে সারদার গলার লকেট। বিজেপি যদি এতই ভাল দল হয়, তাহলে স্থানীয় প্রার্থী খুঁজে পেল না বিজেপি। বিজেপি-র প্রার্থী নেই।

হুগলীতে অনেক কাজ করেছে তৃণমূল সরকার। আগামী দিন জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে। অনেক কলকারখানা বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্য। জেশপ সংস্থা খোলার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। কারখানার মালিক বিজেপি হয়ে গিয়েছে। তাই বিজেপি কিছু করছে না।

একইসঙ্গে চিটফান্ড কাণ্ডে বাবুল সুপ্রিয়ওকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় আমাদের দলকে সারদা-নারদা বলে, সারদা-নারদার কোলের বাচ্চা হল এরা, বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। সব জানি। এদের বিরুদ্ধে কোনও কেস নেই। এরা এমপি হবে, এমএলএ হবে।

এদিন লকেট বলেন, আগে উনি দুর্নীতি প্রমাণ করুন। ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। হেরে যাওয়ার ভয়ে এসব বলছেন। হুগলিতে একটাও সিট পাবে না। মহিলা হয়ে আরেকজন মহিলাকে দুর্নীতির সঙ্গে জড়াচ্ছেন। বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। নন্দীগ্রামে উনি হারবেন। দুর্নীতি প্রমাণ করুন আগে, পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Locket Chatterjee
Advertisment