'আগে ৭৫ আসন পেয়ে দেখা', বিজেপিকে ফের চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

"আমফানের টাকা নিজে নিয়ে এখন 'তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে'? আমরা দেব রেশন, ওঁরা খালি দেবে ভাষণ"

"আমফানের টাকা নিজে নিয়ে এখন 'তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে'? আমরা দেব রেশন, ওঁরা খালি দেবে ভাষণ"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ। আর প্রথম দফার ভোটের আগে আজই প্রচারের শেষ দিন। এদিন পাথরপ্রতিমায় প্রথম জনসভাটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমার কলেজ মাঠে প্রথম সভার পর পরেরটি ওই জেলারই গঙ্গাসাগর মেলার মাঠে করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বিজেপিকে নিশানা করেন মমতা। বিভিন্ন সংবাদমাধ্যমের সমীক্ষায় বিজেপির ভোট বৃদ্ধি নিয়েও কটাক্ষ করেন তিনি।

Advertisment

প্রচারে কী বললেন তৃণমূল সুপ্রিমো, দেখে নিন এক নজরে-

  • অমিত শাহ সংবাদমাধ্যমকে নিয়ে খাইয়ে, ধমকে, চমকাচ্ছেন। আগে ৭৫ আসন পেয়ে দেখা। তারপর ১৭৫ আসন নিয়ে ভাববে।
  • বিজেপি হচ্ছে বহিরাগত গুন্ডাদের পার্টি। বহিরাগত দুর্যোধনের পার্টি। জঞ্জালের পার্টি। এনপিআরের পার্টি। ১ এপ্রিল ওদের এপ্রিল ফুল করে দিন।
  • দুর্গত মানুষদের জন্য কোনও সাহায্য করেনি। নরেন্দ্র মোদী একদিন ঢং করে দেখতে এল। বলল,১ হাজার কোটি টাকা দেব। ওটা রাজ্য সরকারের প্রাপ্ত টাকা। এক পয়সাও দেয়নি। মাছের তেলে মাছ ভাজা।
  • মিথ্যাবাদী মোদী, হোঁদলকুতকুত শাহ। পিএম কেয়ার্সের নামে টাকা তুলছ। কোথায় গেল টাকা? কেউ পায়নি। রেল বিক্রি করছ। সেল বিক্রি করছ।
Advertisment
  • নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছে। কোনও দিন দেশটার নাম পাল্টে দেবে।
  • অন্যায় করলে থাপ্পড় দেবেন। এই নির্বাচন দিল্লির নয় বাংলা। বাংলায় যে উত্তরপ্রদেশের লোকেরা থাকে, তাঁদের বহিরাগত বলি না।
  • গঙ্গাসাগর একদিন কুম্ভকে ছাপিয়ে যাবে।
  • আমফানের টাকা নিজে নিয়ে এখন 'তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে'?
  • আমরা দেব রেশন, ওঁরা খালি দেবে ভাষণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee modi West Bengal Assembly Election 2021