Advertisment

ষষ্ঠ দফায় চার জেলায় ৪৩ আসনে ভোট, কোন জেলায় কত বাহিনী?

ভোট হবে উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। বাকি দফাগুলির মতো ষষ্ঠ দফার নির্বাচনেও প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal election 2021 domkol

ফাইল চিত্র

বৃহস্পতিবার বাংলার বিধানসভা নির্বাচনের ভোট ষষ্ঠী। চার জেলার ৪৩ আসনে হবে ভোটগ্রহণ। ভোট হবে উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। ষষ্ঠ দফার নির্বাচনে বাকি দফাগুলির মতো প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে প্রতিটি বুথ চত্বরে থাকবে রাজ্য পুলিশের লাঠিধারী কর্মীও।

Advertisment

ষষ্ঠ দফায় কোন কোন আসনে ভোট-

উত্তর দিনাজপুর-

এই জেলায় ভোট হবে, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, করিমপুরে

নদিয়া-

নদিয়ার তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র ভোট গ্রহণ হবে।

পূর্ব বর্ধমান-

ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি

উত্তর ২৪ পরগনা-

বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।

কোন জেলায় কত বাহিনী?

পঞ্চম দফায় মোট ৭৮৩ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে।

  • আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। এই জেলায় বুথ সংখ্যা ২২৭টি।
  • বনগাঁ পুলিশ জেলায় ৭১ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। এই জেলায় বুথ সংখ্যা ১,২৪৭টি।
  • বারাসত পুলিশ জেলায় মোতায়েন থাকছে ৬০ কোম্পানি বাহিনী। এখানে মোট বুথ সংখ্যা ১,১৪৮টি
  • ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন হচ্ছে ১০৭ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ২,৩৮১।
  • বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন হচ্ছে ৪০ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ৬৭৮।
  • বিধাননগর পুলিশ কমিশনারেটে মোতায়েন হচ্ছে ৩ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ১,০১৪।
  • ইসলামপুর পুলিশ জেলায় মোতায়েন হচ্ছে ৮৩ কোম্পানি বাহিনী। এই জেলায় বুথ সংখ্যা ১,৪০৬টি।
  • কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকছে ১৬৩ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ৩,০৭১।
  • পূর্ব বর্ধমান জেলায় থাকছে ১৪৩ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ২,৬০৪।
  • রানিগঞ্জ পুলিশ জেলায় থাকছে ৯৭ কোম্পানি বাহিনী। বুথ সংখ্যা ১,৬৬০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 Central Force
Advertisment