/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/Untitled-design-2021-03-17T190847.931.jpg)
ইস্তেহার হাতে তৃণমূল নেত্রী। ছবি: পার্থ পাল
তৃতীয় দফার ভোটের আগে ফের প্রার্থী করল তৃণমূল। এবার বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করল মমতা শিবির। আবদুর রহমানের বদলে প্রার্থী করা হল মোসারাফ হোসেনকে।
তৃণমূলের তরফে একটি বিবৃতি দিয়ে জানান হয়েছে যে করোনায় আক্রান্ত হয়েছে মুরারইয়ের প্রার্থী। শারীরিক অবস্থার জেরে ২৬ মার্চ থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই প্রার্থী। এমতাবস্থায় প্রার্থীবদলের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
শনিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে তৃণমূল শিবির জানিয়ে দেওয়া হল প্রার্থী বদলের সিদ্ধান্তের কথা। গত ৫ মার্চ কালীঘাটের বাসভবনে সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবদুর রহমানের নাম ঘোষণার পর থেকে প্রায় ২৮ দিন ধরে জোর প্রচার চালিয়েছিলেন নেতা।
এদিকে নির্বাচনী আবহে করোনায় আক্রান্ত তপন বিধানসভার তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। যদিও কল্পনার কাটআউট নিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। শনিবারই সাংবাদিক বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কুর করোনা ধরা পড়ে। এখন এই বিধানসভাতেও প্রার্থী বদল হবে কি না তা নিয়ে প্রশ্ন থাকছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন