ভোট গণনা এখনও বাকি। যদিও ইতিমধ্যেই ২০০ আসনের গণ্ডি পেরিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের তরফে খবর ১৪ রাউন্ড ভোট গণনা শেষে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারিয়ে বেশ কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেষ বেলায় পরাজিত হতে হল তৃণমূল সুপ্রিমোকে। ১ হাজার ৯৫৩ ভোটে হারতে হয় তৃণমূল সুপ্রিমোকে। যদিও তাঁর দল জিতেছে বঙ্গবাসীর মন। মমতার নেতৃত্বে তৃণমূল জিতল ২১০ এর বেশি আসনে।
Advertisment
আর এই আবহে দেশের নানা প্রান্ত থেকে একাধিক রাজনীতিকরা শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির ঘৃণার রাজনীতিকে পরাস্ত করার জন্য তৃণমূল নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
प. बंगाल में भाजपा की नफ़रत की राजनीति को हराने वाली जागरुक जनता, जुझारू सुश्री ममता बनर्जी जी व टीएमसी के समर्पित नेताओं व कार्यकर्ताओं को हार्दिक बधाई!
ये भाजपाइयों के एक महिला पर किए गए अपमानजनक कटाक्ष ‘दीदी ओ दीदी’ का जनता द्वारा दिया गया मुँहतोड़ जवाब है।
এদিন তিনি টুইটে লেখেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারানোর জন্য মমতা বন্দ্য়োপাধ্যায়, তৃণমূলের নেতা ও কার্যকর্তাদের হার্দিক অভিনন্দন। এক মহিলাকে বিজেপির 'দিদি ও দিদি' বলে অপমান করার জোরাল জবাব দিয়েছে বাংলার জনতা।
এনসিপি প্রধান শরদ পাওয়ারও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়। অভাবনীয় জয়। মানুষের জন্য আপনি যেভাবে কাজ করছেন সেটাই আগামীদিনে বজায় থাকুক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন