নির্বাচনের শুরু থেকেই বঙ্গ দখলের লড়াইয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ-জেপি নাড্ডা, শুভেন্দু অধিকারীরা। মোদীর 'দিদি ও দিদি' মন্তব্য নিয়ে ভোটের আগেই কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। রবিবার নির্বাচনের ফলপ্রকাশ হতে এবার সেই ভাষা নিয়েই বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
Advertisment
প্রাথমিক ট্রেন্ড থেকেই স্পষ্ট হতে শুরু করে তৃণমূলের জয়। এখনও পর্যন্ত ২৯২ আসনের মধ্যে ২০৭টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে ৮১ আসনে। যদিও তৃণমূলের জয়ের নেপথ্যে বিজেপির 'ভাষা আক্রমণ'কে এগিয়ে রেখেছেন বেহালা পশ্চিম থেকে এগিয়ে থাকা পার্থ চট্টোপাধ্যায়।
এদিন তিনি বলেন, "বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁর উপরে যে আক্রমণ, বাংলার মানুষের ওপর যে আক্রমণ হয়েছে, সম্মিলিতভাবে বাংলার মানুষ তারই প্রতিবাদ করেছে। বহিরাগতদের বাংলা দখল করার যে চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, অভিষেককে আক্রমণ বাংলার মানুষ ভালোভাবে নেয়নি। বিজেপির তরফে কেন্দ্রের মন্ত্রী, সাংসদ, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছেন। এখানে এসে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। কিন্তু সবকিছুরই তো শেষ আছে। আমাদের ভাষা উন্নয়নের ভাষা।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন