Advertisment

সোমেই তৃণমূলের প্রার্থী তালিকা, চমকের অপেক্ষা?

এখন দেখার পিকে-র মার্কশিটে গতবারের কোন কোন বিধায়ক নম্বর পেয়েছেন, গতবারের কোন কোন জয়ী প্রার্থী এবারও ঘাস-ফুলের টিকিট পেলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc candidate in Rajya Sabha poll, রাজ্যসভা ভোট তৃণমূল প্রার্থী, Jahar Sirkar tmc candidate Rajya Sabha election, রাজ্যসভা নির্বাচনে এবার তৃণমূল প্রার্থী জহর সরকার, tmc Jahar Sirkar Rajya Sabha, তৃণমূল রাজ্যসভা ভোট জহর সরকার

এবার রাজ্যসভা ভোটে তৃণমূলের প্রার্থী প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার।

শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। তারপর শনি ও রবি পেরিয়ে গেলেও কোনও দলই এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আগে বিধানসভা বা লোকসভা ভোটের সূচি ঘোষণা বা তারপর দিনই প্রার্থীদের নাম ঘোষণা করে দিতেন তৃণমূল সুপ্রিমো। তবে এবার সেই রীতির বদল ঘটেছে। সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ সোমবার জোড়া-ফুল শিবিরেরে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ পেতে পারে।

Advertisment

আগামী দিন দুপুর ১২ টায় নির্বাচনী কমিটির বৈঠক ডেকেছে তৃণমূল। এই নির্বাচনী কমিটিই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।

প্রার্থী তালিকায় এবারও চমক থাকতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। জঙ্গলমহলে লোকসভায় গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে তৃণমূল। বঙ্গ দখলে রাখতে আদিবাসী অধ্যুষিত তিন জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে বিসেষ নজর দিয়েছে জোড়া-ফুল শিবির। ঝাড়গ্রাম থেকে শাসক দল প্রার্থী করতে পারে ছত্রধর মাহাতোকে। তালিকায় নাম থাকতে পারে ঝাড়গ্রামের প্রাক্তন সাসংসদ উমা সোরেনেরও।

পাল্লা দিয়ে তৃণমূল ও বিজেপিতে নাম লেখাচ্ছে বাংলা চলচ্চিত্র জগতের ঝাঁকে ঝাঁকে তারকা। সদ্য যুযুধান দুই দলে যোগ দিয়েছেন ক্রিকেটা মনোজ তিওয়ারি ও অশোক দিন্দা। ঘাস-ফুলের প্রার্থী তালিকায় রূপোলি জগতের নাম থাকবে- এমনটাই তৃণমূল সূত্রে খবর। প্রার্থী হতে পারেন, কৌশানি মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়, জুন মালিয়া, কাঞ্চন মল্লিকের মতো জনপ্রিয় টলি ও টেলিউডের অবিনেতা-অভিনেত্রীরা।

তৃণমূলের প্রার্থী তালিকায় প্রায় ৫০ শতাংশ মহিলা প্রার্থী থাকেন। এবারও সেই ধারা বজায় থাকবে বলেই জানা গিয়েছে।

এখন দেখার পিকে-র মার্কশিটে গতবারের কোন কোন বিধায়ক নম্বর পেয়েছেন, গতবারের কোন কোন জয়ী প্রার্থী এবারও ঘাস-ফুলের টিকিট পেলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 West Bengal Polls 2021 tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment