West Bengal Lok Sabha Election 2019: ভোটের দামামা বেজে গিয়েছে। সর্ববৃহৎ গণতন্ত্রের বড় উৎসবের প্রস্তুতিও চলছে জোরকদমে। গোটা দেশের মতো লোকসভা নির্বাচন ঘিরে বাংলাতেও চড়ছে রাজনৈতিক পারদ। ভোটের মুখে শাসক-বিরোধী বাকযুদ্ধ তুঙ্গে। মঙ্গলবার যেমন ৩১ মিনিটের একটি ভিডিও টেপ সামনে এনে নোট বাতিল নিয়ে ফের মোদী বাহিনীকে নিশানা করে আসরে নেমেছে কংগ্রেস। পাশাপাশি রাহুল গান্ধীর ‘ন্যায়’ প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছে পদ্ম শিবির। একে অপরকে কটাক্ষ, আক্রমণ, পাল্টা আক্রমণে সরগরম ভোটের বাজার।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
বাংলাতেও চড়ছে ভোটের উত্তাপ। চৈত্রের চড়া রোদ গায়ে মেখেই সকাল সকাল প্রচারে নেমে পড়ছেন সব দলের প্রার্থীরাই। শুধু প্রচারই নয়, একে অপরকে নিশানা করে বাকযুদ্ধে জড়িয়ে পড়ছেন এ রাজ্যের রাজনৈতিক নেতারাও। অন্যদিকে, বিজেপিতে প্রার্থী অসন্তোষ নিয়ে চাপানউতোর অব্যাহত। জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত রায়ের মনোনয়ন পেশের পর একই কেন্দ্রে বিজেপির আরও এক নেতার মনোনয়বপত্র পেশ ঘিরে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। সেইসঙ্গে তৃণমূলের সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশই বাড়ছে। মঙ্গলবার অর্জুন সিংয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যই সেই জল্পনা উস্কে দিয়েছে।
Follow the Updates here:
5.33 PM: রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে কে কে শর্মার নিয়োগ নিয়ে সরব মমতা। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: পুলিশ পর্যবেক্ষকের আরএসএস যোগ নিয়ে সরব মমতা
4.45 PM: আগামী ৩১ তারিখ চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে ভাইজ্যাক যাচ্ছেন মমতা, বুধবার ইস্তেহার প্রকাশ করতে গিয়ে একথাই জানালেন তৃণমূল নেত্রী।
4.40 PM: ‘মিশন শক্তি’ নিয়ে সরব মমতা। ‘‘ভোটের আগে আরও অনেক স্ট্রাইক হবে। স্যাটেলাইট ধ্বংসের কথা গবেষকদের দিয়ে ঘোষণা করতে পারত। সবটাই মোদীর পরিকল্পনা’’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
4.35 PM: কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে তীব্র কটাক্ষ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উনি রিলে রেস মন্ত্রী। কখনও আসেন, কখনও যান।’’
4.34 PM: ‘‘আমি ব্যক্তিগত ভাবে চৌকিদারদের পছন্দ করি। কিন্তু রাজনৈতিক চৌকিদারদের পছন্দ করি না’’, মোদীকে খোঁচা মমতার।
4.24 PM: ইস্তেহার প্রকাশ করতে গিয়ে মোদী সরকারকে নিশানা মমতার। ‘‘ক্ষমতার জোরে রাতারাতি যোজনা কমিশন তুলে দিয়েছে। পছন্দের লোককে নিয়ে নীতি আয়োগ বানানো হয়েছে। সেখানে না আছে নীতি, না আছে আয়োগ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করা হচ্ছে। আমরা যোজনা কমিশন নিয়ে আনব। গায়ের জোরে জিএসটি লাগু করেছে। ক্ষমতায় এলে জিএসটি পুনর্বিবেচনা করা হবে।’’
4.19 PM: কৃষকদের পাশে মমতা, ‘‘কৃষকদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করব আমরা’’, বললেন তৃণমূল সুপ্রিমো।
4.16 PM: ‘‘নতুন করে যোজনা কমিশন নিয়ে আসব আমরা। ক্ষমতায় এলে জিএসটি-র পুনর্বিবেচনা করা হবে’’, ইস্তেহার প্রকাশ করে বললেন মমতা।
4.14 PM: ‘‘১০০ দিনের কাজ ২০০ দিনের করার কথা বলছি। ১০০ দিনের কাজের মজুরি দ্বিগুণ করতে হবে’’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
4.09 PM: ‘‘নারীদের ক্ষমতায়নে জোর দেব আমরা’’, ইস্তেহার প্রকাশ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
4.06 PM:‘‘আমাদের ইস্তেহারে নোট বাতিলে তদন্তের দাবি জানিয়েছি। নোটবন্দি কার স্বার্থে হয়েছিল? কেন হয়েছিল? আমাদের দাবি তদন্ত করার, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করা হোক। কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে’’, বললেন তৃণমূল নেত্রী।
3.58 PM: নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। ‘‘আমরা ঐক্যবদ্ধ ভারত গড়ব। অভিন্ন ন্যূনতম কর্মসূচির মাধ্যমে পরবর্তী সরকার গঠন করা হবে। এই ইস্তেহার শুধুমাত্র বাংলার মা-মাটি-মানুষের জন্য ’’, সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2.35 PM: লোকসভা ভোটের মুখে কংগ্রেসে নয়া চমক। কংগ্রেসে যোগ দিলেন একসময়ের বলিউড কাঁপানো নায়িকা উর্মিলা মাতন্ডকর। বুধবার রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসের হাত ধরলেন ‘রঙ্গিলা’ গার্ল।
Congress President @RahulGandhi welcomes Smt. Urmila Matondkar to the Congress Party. pic.twitter.com/4iZHAy9Nn8
— Congress (@INCIndia) March 27, 2019
2.20 PM: অনুব্রত মণ্ডলের মুখে লাগাম টানতে অবশেষে পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে,নোটিশে কাজ হলো না, অনুব্রতকে এবার সতর্কতা বার্তা কমিশনের
1.30 PM: মিমির প্রচারের গাড়ি। যাদবপুরে এবার তৃণমূল প্রার্থী টলি তারকা মিমি চক্রবর্তী। তৃণমূলের পতাকা ও সবুজ রঙে সেজেছে প্রার্থীর গাড়ি।
1.03 PM: জাতির উদ্দেশে কী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে PM Modi address to nation LIVE Updates: মহাকাশে ‘মিশন শক্তি’ অপারেশনে ধ্বংস স্যাটেলাইট: মোদী
12.20 PM: মমতাকে নিশানা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019:‘‘অপশাসনের জন্য দিদিকে মূল্য চোকাতে হবে’’, মমতাকে নিশানা বিপ্লবের
11.38 AM: কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে কী ঘোষণা করেন মোদী, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
11.27 AM: ভোটের মুখে বেফাঁস কথা বলে বিতর্কে জড়িয়ে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। কী বলেছেন সায়ন্তন? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: ‘‘বুথ দখল করতে এলে পা নয়, বুক লক্ষ্য করে গুলি করা হবে’’
11.04 AM: আগামী ৩ এপ্রিল ব্রিগেডে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সভার আগে মঙ্গলবার ব্রিগেড ঘুরে দেখেন কৈলাশ বিজয়বর্গীয়রা।
'পশ্চিমবঙ্গ দিচ্ছে ডাক, কেন্দ্রে আবার মোদী থাক'
ভারতীয় জনতা পার্টির ডাকে ''ব্রিগেড চলো'' ৩রা এপ্রিল, দুপুর ২টায় দলে দলে যোগদান করুন। #PhirEkBaarModiSarkar pic.twitter.com/fiO1domcpt
— BJP Bengal (@BJP4Bengal) March 27, 2019
10.40 AM: লোকসভা ভোটের প্রচার শুরু করলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
10.10 AM: আজ, বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে তৃণমূল। কালীঘাটে দলের কার্যালয় থেকে ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ বছরে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ানই দলের ইস্তেহারে তুলে ধরা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। শেষ পর্যন্ত এবার ইস্তেহারে কী চমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে চোখ থাকবে সবার।
মঙ্গলবার রাজ্যের আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এ নিয়ে এখনও পর্যন্ত ৪০ আসনে প্রার্থী দিল বঙ্গ বিজেপি। এখনও ২ আসনে প্রার্থী ঘোষণা করেননি দিলীপ ঘোষরা।