Lok Sabha Election Result in West Bengal 2019: লোকসভা নির্বাচনের শুরু থেকেই এবার বিশেষ নজরে ছিল বাংলা। একদিকে মমতার ‘বিয়াল্লিশে বিয়াল্লিশের’ টার্গেট। অন্যদিকে, অমিত শাহের, ২৩ আসনে জেতার টার্গেট। বঙ্গভূমিতে পদ্মফুল ফোটাতে এবার কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন মোদী-শাহরা। ভোটের প্রচারে বারবার দিল্লি থেকে বাংলায় এসেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। বাংলায় প্রচারে ‘বাংলায় পরিবর্তনের সূর্য উঠবে’ বলে স্লোগান তুলেছিলেন মোদী সেনাপতি। উনিশের রায় বলছে, বাংলায় এবার মমতাবাহিনীকে জোর টক্কর দিচ্ছে পদ্মবাহিনী। এখনও পর্যন্ত ট্রেন্ডের হিসেব অনুযায়ী, বাংলায় বড়সড় উত্থান ঘটছে বিজেপির।
কোচবিহার কেন্দ্রে এগিয়ে তৃণমূলের পরেশ চন্দ্র অধিকারী, লড়াইয়ে রয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক, কংগ্রেসের প্রিয়া রায় চৌধুরী। সিপিএম এই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি।
আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী জন বার্লা, লড়াইয়ে শামিল কংগ্রেসের মোহনলাল বাসুমাতা, তৃণমূলের দশরথ তিরকে।
জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত রায়। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেসের প্রার্থী মনি কুমার দরনাল, তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, সিপিএমের ভগীরথ রায়।
দার্জিলিঙে এগিয়ে বিজেপির রাজু সিং বিস্ত। লড়াইয়ে আছেন তৃণমূলের প্রার্থী অমর সিং রাই, কংগ্রেসের শঙ্কর মালাকার এবং বাম প্রার্থী সমন পাঠক।
রায়গঞ্জ কেন্দ্র থেকে এগিয়ে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী, লড়াইয়ে শামিল তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল, কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সী এবং সিপিএম-এর মহঃ সেলিম।
বালুরঘাটে পিছিয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ , ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন বিজেপির ডাঃ সুকান্ত মজুমদার, কংগ্রেসের প্রার্থী সাধিক সরকার।
মালদা উত্তরে এগিয়ে বিজেপির প্রার্থী খগেন মুর্মূ, লড়াইয়ে শামিল হেভিওয়েট প্রার্থী তৃণমূলের মৌসম বেনজির নূর, কংগ্রেসের ইশা খান চৌধুরী, সিপিএমের বিশ্বনাথ ঘোষ।
মালদা দক্ষিণে এগিয়ে রয়েছেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী, প্রতিপক্ষ শিবিরে আছেন তৃণমূলের ড. মোয়াজ্জিম হোসেন, কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান, লড়াইয়ে শামিল বিজেপির মাফুজা খাতুন, , কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্য়ায় এবং বামেদের জুলফিকর আলি।
মুর্শিদাবাদ কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূলের আবু তাহের খান, লড়াইয়ে আছেন বিজেপির হুমায়ুন কবীর, কংগ্রেসের আবু হেনা এবং বাম প্রার্থী বদরুদোজ্জা খান।
বহরমপুর কেন্দ্রে এগিয়ে কংগ্রেসের অধীর চৌধুরী, লড়াইয়ে আছেন বিজেপির প্রার্থী কৃষ্ণা জোয়ারদার আর্য , তৃণমূলের অপূর্ব সরকার।
কৃষ্ণনগর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের মহুয়া মৈত্র। লড়াইয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, কংগ্রেসের ইন্তাজ আলি শাহ, সিপিএমের শান্তনু ঝা।
রানাঘাট কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, লড়াইয়ে আছেন তৃণমূলের রূপালি বিশ্বাস, কংগ্রেসের মিনতি বিশ্বাস।
বর্ধমান পূর্বে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন পরেশ চন্দ্র দাস, তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে সুনীল কুমার মণ্ডল, সিদ্ধার্থ মজুমদার দাঁড়িয়েছেন কংগ্রেসের হয়ে, বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস।
বর্ধমান-দূর্গাপূরে এগিয়ে বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া, লড়াইয়ে রয়েছেন তৃণমূলের মমতাজ সংঘমিতা, কংগ্রেসের হয়ে রণজিৎ মুখোপাধ্য়ায়, বাম প্রার্থী আভাস রায় চৌধুরী।
আসানসোল কেন্দ্রে এগিয়ে বিজেপির বাবুল সুপ্রিয়, লড়াইয়ে রয়েছেন তৃণমূলের মুনমুন সেন, কংগ্রেসের বিশ্বরূপ মণ্ডল, বাম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়।
বোলপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল, লড়াইয়ে শামিল বিজেপির প্রার্থী রাম প্রসাদ দাস,কংগ্রেসের অভিজিৎ সাহা, বাম প্রার্থী রামচন্দ্র ডোম।
বীরভূম কেন্দ্রে এগিয়ে তৃণমূলের শতাব্দী রায়, লড়াইয়ে আছেন বিজেপির দুধকুমার মণ্ডল, কংগ্রেসের ইমাম হোসেন, বাম প্রার্থী রেজাউল করিম।
বনগাঁ কেন্দ্রে এগিয়ে বিজেপির শান্তনু ঠাকুর, লড়াইয়ে আছেন তৃণমূলের মমতাবালা ঠাকুর, কংগ্রেসের সৌরভ প্রসাদ, বাম প্রার্থী অলোকেশ দাস।
ব্যারাকপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং, লড়াইয়ে শামিল তৃণমূলের দীনেশ ত্রিবেদী।
হাওড়াতে এগিয়ে তৃণমূলের হয়ে প্রসূন বন্দ্য়োপাধ্যায়, লড়াইয়ে আছেন বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত, কংগ্রেসের শুভ্রা ঘোষ, বামেদের সুমিত্র অধিকারী।
উলুবেড়িয়ায় এগিয়ে তৃণমূলের সাজদা আহমেদ, লড়াইয়ে আছেন বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সোমা রানীশ্রী রায়, বাম প্রার্থী ডাঃ মাকসুদা খাতুন।
শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির হয়ে লড়াই করেছেন দেবজিৎ সরকার, কংগ্রেসের দেবব্রত বিশ্বাস, বামপ্রার্থী তীর্থঙ্কর রায়।
হুগলিতে এগিয়ে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তৃণমূলের রত্না দে নাগ, কংগ্রেসের প্রতুল সাহা।
আরামবাগ লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের অপরূপা পোদ্দার, লড়াইয়ে আছেন বিজেপি প্রার্থী তপন রায়, কংগ্রেসের প্রার্থী জ্যোতি দাস এবং বামেদের শক্তি মোহন মালিক।
তমলুকে এগিয়ে তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু অধিকারী, লড়াইয়ে শামিল বিজেপির সিদ্ধার্থ নস্কর ,কংগ্রেসের লক্ষ্মণ শেঠ , বামেদের প্রার্থী শেখ ইব্রাহিম আলি।
কাঁথি লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের শিশির অধিকারী, লড়াইয়ে রয়েছেন বিজেপির দেবাশিস সামন্ত, কংগ্রেসের দীপক কুমার দাস এবং বাম প্রার্থী পরিতোষ পট্টনায়ক।
ঘাটাল লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের দেব, লড়াইয়ে রয়েছেন বিজেপির প্রার্থী ভারতী ঘোষ, কংগ্রেসের হয়ে মহঃ সইফুল্লা।
ঝাড়গ্রাম কেন্দ্র থেকে এগিয়ে বিজেপির কুনার হেমব্রম, লড়াইয়ে শামিল তৃণমূলের বীরবাহা সোরেন, কংগ্রেসের যজ্ঞেশ্বর হেমব্রম এবং বাম প্রার্থী দেবলীনা হেমব্রম।
মেদিনীপুর থেকে এগিয়ে তৃণমূলের মানস ভূঁইয়া , লড়াইয়ে শামিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কংগ্রেসের শম্ভুনাথ চট্টোপাধ্যায়।
পুরুলিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাত, লড়াইয়ে শামিল তৃণমূলের মৃগাঙ্ক মাহাত, কংগ্রেসের নেপাল মাহাত।
বাঁকুড়া থেকে এগিয়ে বিজেপির সুভাষ সরকার, লড়াইয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখোপাধ্য়ায়, বাম প্রার্থী অমিয় পাত্র।
বিষ্ণুপুরে এগিয়ে বিজেপির সৌমিত্র খাঁ , লড়াইয়ে শামিল তৃণমূলের শ্যামল সাঁতরা, কংগ্রেসের নারায়ণ চন্দ্র খাঁ।
দমদম কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, লড়াইয়ে রয়েছেন বিজেপির হয়ে শমীক ভট্টাচার্য, কংগ্রেসের সৌরভ সাহা এবং সিপিএমের নেপালদেব ভট্টাচার্য।
বারাসত কেন্দ্রে এগিয়ে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, লড়াইয়ে শামিল বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ, কংগ্রেসের সুব্রতা দত্ত।
বসিরহাট কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূলের নুসরত জাহান, লড়াইয়ে শামিল বিজেপির সায়ন্তন বসু, কংগ্রেসের কাজি আব্দুর রহিম।
জয়নগর কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূলের প্রতিমা মন্ডল, লড়াইয়ে রয়েছেন বিজেপির ডাঃ অশোক কান্ডারী, কংগ্রেসের তপন মণ্ডল।
মথুরাপুরে এগিয়ে তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া, পিছিয়ে বিজেপির প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার।
ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, লড়াইয়ে রয়েছেন বিজেপির নীলাঞ্জন রায়, কংগ্রেসের সৌম্য আইচ রায়, সিপিএমের ডাঃ ফুয়াদ হালিম।
যাদবপুরে এগিয়ে তৃণমূলের মিমি চক্রবর্তী, লড়াইয়ে শামিল বিজেপির অনুপম হাজরা, বামেদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
কলকাতা দক্ষিণে এগিয়ে তৃণমূলের মালা রায়, লড়াইয়ে শামিল বিজেপির প্রার্থী চন্দ্র কুমার বসু, কংগ্রেসের মিতা চক্রবর্তী, বামেদের নন্দিনী মুখোপাধ্যায়।
কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, লড়াইয়ে রয়েছেন বিজেপির রাহুল সিনহা, কংগ্রেসের সৈয়দ শাহিদ ইমাম, বামেদের কনীনিকা ঘোষ বোস।
Get all the Latest Bengali News and Election 2021 News in Bengali at Indian Express Bangla. You can also catch all the latest General Election 2019 Schedule by following us on Twitter and Facebook
Web Title: